আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ৮:৫৭

না’গঞ্জে সুনাম ও বদনামের মধ্যে বিএনপি

ডান্ডিবার্তা | ০৩ জুন, ২০২৫ | ১০:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে মহানগর বিএনপি ৪ ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এতে করে কর্মীরা পড়েছে বিপাকে। যে চার বলয় তারা সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তবে কোন কোন বলয়ের বদনাম ইতিমধ্যে সর্বত্র ছড়িয়ে পড়েছে। নারায়ণগঞ্জে দেখা যায় একটি বলয় এড. সাখাওয়াত পন্থি, একটি বলয় এড. টিপু পন্থি, একটি বলয় সাবেক এমপি এড. আবুল কালাম পন্থি যা নিয়ন্ত্রণ করেন তার ছেলে আবুল কাউসার আশা। আরেকটি বলয় রয়েছে বন্দরের সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি থেকে বহিস্কৃত আলজহাজ¦ আতাউর রহমান মুকুল পন্থি। তবে রাজনীতির মাঠে দীর্ঘ দিন অনুপস্থিত থাকায় সাবেক এমপি এড. আবুল কালামের নেতাকর্মীরা বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়েছে। সম্প্রতি তিনি মাঠে সোচ্চার হওয়ায় সেই নেতাকর্মীরা আবার তার বলয়ে ভিড়তে শুরু করেছে। চাঙ্গা হয়ে উঠছে কালাম বলয়। এদিকে সাবেক এমপি এড. আবুল কালামের রাজনীতিতে কোন দাগ নেই। যাকে ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসাবে সকলেই জানেন। তিনি নিষ্ক্রিয় থাকায় নারায়ণগঞ্জের রাজনীতিতে চাঙ্গা হয়ে উঠে সাখাওয়াত ও টিপু বলয় দুটি। তাদের বলয় কিছু দিন এক থাকলে ৫ আগষ্টের পর তাদের কর্মীরা দুই ভাবে বিভক্ত হয়ে পড়ে। এ দুই বলয়ের মধ্যে দখলবাজি. চাঁদাবাজি ও আওয়ামীলীগের লোকদের পুর্নবাসনের অভিযোগ রয়েছে। টিপু বলয়ে রয়েছে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ। তার বিরুদ্ধে এক মেম্বারের কাছ থেকেই বিভিন্ন বাহানায় ৬৯ লাখ টাকা হাতিয়ে নেতার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বন্দরের সফরউদ্দিন নামে এক মেম্বার পুলিশ সুপার, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দায়ের সাথে সাথে চাঁদাবাজির প্রমাণ দিয়েছে। অপরদিকে সাখাওয়াত পন্থি মুছাপুরের বিএনপি নেতা টোকাই শাহীন বিভিন্ন কল কারখানায় গিয়ে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে। বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিটন এখন জুট সন্ত্রাসী। কামতালের টুটাল ফ্যাশন নামক গার্মেন্টস থেকে জুট নামাচ্ছে। এছাড়া কালাম পরিবারের মধ্যে দলের পদ পদবী নিয়ে রয়েছে বিরোধ। কালাম পরিবারের সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল হলেও এখন তাদের মধ্যে বৈরিতা চলছে। তাদেরও রয়েছে আলাদা বলয়। অপরদিকে জাকির খান কারামুক্ত হয়ে রাজনীতিতে ফিরে এলে নতুন করে তার বলয় চাঙ্গা হয়ে উঠেছে। এখন নারায়ণগঞ্জে রাজনীতির তুরখের তাস হচ্ছে জাকির খান। তাদের এখন সকল দলই নিজেদের কাছে টানতে চেষ্টা করছে। তবে একটি গোপন সূত্রে জানা গেছে জাকির খান আগে থেকেই কালাম পন্থি এখনও তিনি কালাম বøকে থেকে রাজনীতি করতে চান। এদিকে বিএনপি বলয় ভিত্তিক রাজনীতিতে জড়িয়ে পড়ায় বিএনপির অবস্থান দুর্বল হয়ে উঠছে। এছাড়া রাজনীতিতে নতুন চমক দেখাতে শুরু করেছে আবুল কাউসার আশা। তিনিও পিতার পথ ধরে রাজনীতিতে এগিয়ে যেতে চাচ্ছেন। আবুল কাউসার আশা বলেন, আমি রাজনৈতিক পরিবারের লোক। আমি জন্ম থেকে দেখে আসছি আমাদের পূর্ব পুরুষরা নারায়নগঞ্জের নেতৃত্বে দিয়ে আসছেন। নারায়ণগঞ্জের উন্নয়ন আমাদের পরিবারের দ্বারা হয়েছে। আমরা গণতন্ত্র বিশ^াস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তানণ্যের অহংকার তারেক জিয়ার স্বচ্ছ রাজনীতি আমরা করছি এবং করে যেতে চাই। আমার দাদা হাজী জালাল উদ্দিন শহীদ জিয়ার একান্ত কাছের মানুষ ছিলেন। তিনি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করেছেন। আমার পিতা এড. আবুল কালাম তিনি বেগম খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করে দেশের উন্নয়নের অংশিদার হয়েছেন। আমাদের কোন বদনাম নেই। আমরা দিয়েছি কিন্তু নেই নাই। আমিার পিতা নিজের সম্পদ বিক্রি করে নির্বাচন করেছেন এবং নারায়নগঞ্জের জন্য করেছেন। আমার পিতা অন্যায় করেননি এবং আমাদের অন্যায় করতে শিখাননি। আর মামলা অন্যায় করি না এবং অন্যায়কে প্রশ্রয় দেই না। আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি এবং করেই যাব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা