
ডান্ডিবার্তা রিপোর্ট
নির্বাচন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। বর্তমানে বিএনপি সারাদেশে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন নিয়ে ব্যস্ত। আর এই সময়ে নেতাকর্মীরা নির্বাচন ডিসেম্বরের মদ্যে দেয়ার জন্য অন্তর্বতী সরকারকে চাপে রাখছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান স্পষ্ট বলেছেন, আমদের ধর্য্যের বাধ ভাঙ্গবেন না। আমাদের রাস্তায় নামতে বাধ্য করবেন না। দ্রæত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করেন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। গত ৩০ মে থেকে নারায়ণগঞ্জ বিএনপি, যুবদল, শ্রমিকদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সকলেই একই সুরে ডিসেম্বরে নির্বাচন দাবি করে আসছেন। এদিকে সরকারের সঙ্গে প্রকৃত অর্থে কোনও দ্ব›দ্ব বা বিরোধ সৃষ্টি না করে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য করতে চায় বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে এই প্রক্রিয়ায় এগুনোর বিষয়ে আলোচনা করেছেন দলটির নীতিনির্ধারকেরা। দলের কয়েকজন নেতাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, পলিসিগতভাবে সরকারের সঙ্গে কোনও দ্ব›েদ্ব যেতে চায় না বিএনপি। এমনকি নির্বাচন ইস্যুতে প্রকৃত কোনও বিরোধেও না জড়ানোর পক্ষে দলটি। তবে আগামী ডিসেম্বরের মধ্যে যেন অন্তর্বতী সরকার নির্বাচন আয়োজনে সচেষ্ট থাকে, সেজন্য দৃশ্যমান চাপ তৈরির পক্ষে বিএনপির নীতিনির্ধারকেরা। আর এই উদ্যোগের অংশ হিসেবেই সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমন্বিতভাবে নির্বাচনি ঐকমত্য করতে চায় বিএনপি। এ বিষয়ে অবশ্য বিএনপি সেমিনার বা কনভেশন ধরনের কোনও আয়োজন করতে পারে বিএনপি। আসন্ন ঈদুল আজহার পর রাজধানীতে এই আয়োজন হতে পারে। স্থায়ী কমিটির সদস্যরা অবশ্য নানা ধরনের তথ্য দেন। কেউ কেউ জানান, কেবল রাজধানী নয়, সারাদেশেই বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ জানিয়ে আয়োজন হতে পারে। কেন্দ্রীয়ভাবে রাজধানীতে কনভেনশন হতে পারে। মূলত নির্বাচন যেন ডিসেম্বরের মধ্যে আদায় করা যায়, সে বিষয়টি লক্ষ্য করেছে বিএনপি। যদিও বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জানায়, আগামী বছরের এপ্রিল নাগাদ নির্বাচনের বিষয়ে অন্তবর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আগ্রহ রয়েছে। তবে রাষ্ট্রীয় একাধিক প্রভাবশালী পক্ষ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে আন্তরিক। শেষ পর্যন্ত এ দুটো বিষয় মুখোমুখি হবে কিনা, তাও বিএনপির পক্ষ থেকে স্পষ্ট হতে পারেনি সূত্র। দলের উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল জানান, অন্তবর্তী সরকারের সঙ্গে কোনও দ্ব›দ্ব বা বিরোধে না জড়িয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর একটি ঐকমত্য করে নির্বাচন আদায়ে পক্ষপাতি বিএনপির শীর্ষনেতৃত্ব। এ বিষয়ে জানতে চাইলে গতকাল মঙ্গলবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আমরা সমমনা রাজনৈতিক দলগুলো একসঙ্গে আন্দোলন করেছি। একসাথেই আছি। একসাথেই থাকবো। আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে নির্বাচন করতে চাই।’ ‘রাজনৈতিক দলগুলোকে নিয়ে একসঙ্গে কী হবে না হবে, সেটা সময় হলে দেখা যাবে’ বলে মন্তব্য করেন সেলিমা রহমান। বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা এ প্রতিবেদককে জানান, নির্বাচন কবে নাগাদ হবে, এই বিষয়টির সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্পর্ক রয়েছে। ফলে, তিনি ঠিক কবে ফিরছেন, সে বিষয়টিও নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার সঙ্গে যুক্ত। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, একমাত্র তারেক রহমানই ঠিক করবেন তিনি কখন দেশে ফিরবেন।
ই-
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯