আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | সকাল ৭:২৩

নির্বাচন ইস্যুতে কঠোর বিএনপি

ডান্ডিবার্তা | ০৪ জুন, ২০২৫ | ১২:৩৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নির্বাচন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। বর্তমানে বিএনপি সারাদেশে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন নিয়ে ব্যস্ত। আর এই সময়ে নেতাকর্মীরা নির্বাচন ডিসেম্বরের মদ্যে দেয়ার জন্য অন্তর্বতী সরকারকে চাপে রাখছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান স্পষ্ট বলেছেন, আমদের ধর্য্যের বাধ ভাঙ্গবেন না। আমাদের রাস্তায় নামতে বাধ্য করবেন না। দ্রæত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করেন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন। গত ৩০ মে থেকে নারায়ণগঞ্জ বিএনপি, যুবদল, শ্রমিকদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সকলেই একই সুরে ডিসেম্বরে নির্বাচন দাবি করে আসছেন। এদিকে সরকারের সঙ্গে প্রকৃত অর্থে কোনও দ্ব›দ্ব বা বিরোধ সৃষ্টি না করে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য করতে চায় বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে এই প্রক্রিয়ায় এগুনোর বিষয়ে আলোচনা করেছেন দলটির নীতিনির্ধারকেরা। দলের কয়েকজন নেতাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, পলিসিগতভাবে সরকারের সঙ্গে কোনও দ্ব›েদ্ব যেতে চায় না বিএনপি। এমনকি নির্বাচন ইস্যুতে প্রকৃত কোনও বিরোধেও না জড়ানোর পক্ষে দলটি। তবে আগামী ডিসেম্বরের মধ্যে যেন অন্তর্বতী সরকার নির্বাচন আয়োজনে সচেষ্ট থাকে, সেজন্য দৃশ্যমান চাপ তৈরির পক্ষে বিএনপির নীতিনির্ধারকেরা। আর এই উদ্যোগের অংশ হিসেবেই সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমন্বিতভাবে নির্বাচনি ঐকমত্য করতে চায় বিএনপি। এ বিষয়ে অবশ্য বিএনপি সেমিনার বা কনভেশন ধরনের কোনও আয়োজন করতে পারে বিএনপি। আসন্ন ঈদুল আজহার পর রাজধানীতে এই আয়োজন হতে পারে। স্থায়ী কমিটির সদস্যরা অবশ্য নানা ধরনের তথ্য দেন। কেউ কেউ জানান, কেবল রাজধানী নয়, সারাদেশেই বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ জানিয়ে আয়োজন হতে পারে। কেন্দ্রীয়ভাবে রাজধানীতে কনভেনশন হতে পারে। মূলত নির্বাচন যেন ডিসেম্বরের মধ্যে আদায় করা যায়, সে বিষয়টি লক্ষ্য করেছে বিএনপি। যদিও বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে জানায়, আগামী বছরের এপ্রিল নাগাদ নির্বাচনের বিষয়ে অন্তবর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আগ্রহ রয়েছে। তবে রাষ্ট্রীয় একাধিক প্রভাবশালী পক্ষ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে আন্তরিক। শেষ পর্যন্ত এ দুটো বিষয় মুখোমুখি হবে কিনা, তাও বিএনপির পক্ষ থেকে স্পষ্ট হতে পারেনি সূত্র। দলের উচ্চ পর্যায়ের একজন দায়িত্বশীল জানান, অন্তবর্তী সরকারের সঙ্গে কোনও দ্ব›দ্ব বা বিরোধে না জড়িয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর একটি ঐকমত্য করে নির্বাচন আদায়ে পক্ষপাতি বিএনপির শীর্ষনেতৃত্ব। এ বিষয়ে জানতে চাইলে গতকাল মঙ্গলবার বিকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘আমরা সমমনা রাজনৈতিক দলগুলো একসঙ্গে আন্দোলন করেছি। একসাথেই আছি। একসাথেই থাকবো। আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে নির্বাচন করতে চাই।’ ‘রাজনৈতিক দলগুলোকে নিয়ে একসঙ্গে কী হবে না হবে, সেটা সময় হলে দেখা যাবে’ বলে মন্তব্য করেন সেলিমা রহমান। বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা এ প্রতিবেদককে জানান, নির্বাচন কবে নাগাদ হবে, এই বিষয়টির সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্পর্ক রয়েছে। ফলে, তিনি ঠিক কবে ফিরছেন, সে বিষয়টিও নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনার সঙ্গে যুক্ত। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, একমাত্র তারেক রহমানই ঠিক করবেন তিনি কখন দেশে ফিরবেন।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা