আজ রবিবার | ২০ জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২ | ২৪ মহর্‌রম ১৪৪৭ | সকাল ৬:২৭

সরকারের ভিতরে কিছু দুষ্টু লোক ঢুকেছে

ডান্ডিবার্তা | ১৮ জুলাই, ২০২৫ | ১১:৫৯ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
বন্দরে ২৪নং ওয়ার্ড বিএনপিরর প্রার্থমিক সদস্য নবায়ণ ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বন্দর থানাধীন নবীগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে এ কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ইন্টেরিম সরকার ১ বছরে পার করে দিলেও জনগনকে কাঙ্খিত আশা প‚রণ করতে পারেনি। দেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি আশানুরূপ পরিবর্তন করতে পারেনি। ড.মুহাম্মদ ইউনুস ভালো লোক কিন্তু সরকারের ভিতরে কিছু দুষ্টু লোক ঢুকে পড়েছে যারা বিভ্রান্তি ছড়িয়ে নিজেরদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। কিন্তু জনগণ নির্বাচিত সরকার দেখতে চায়। তিনি আরো বলেন, গত ১৫ বছরে বিএনপি নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে চালানো হয়েছে রাজনৈতিক প্রতিশোধের দমন-পীড়ন। গ্রেফতার, গায়েবি মামলা, নির্যাতন আর সহিংস হামলায় স্তব্ধ করে রাখা হয়েছে বিরোধী রাজনীতির কণ্ঠ। আমি বিশ্বাস করি এদেশের ৭০ ভাগ মানুষ বিএনপিকে সমর্থন করে। তাইতো এই বিরাট সংখ্যক সমর্থকদের উপর আমাদের দায় দায়িত্ব অনেক। তাই আমাদেরই ১৮ কোটি মানুষের জানমালের নিরাপত্তা নিতে হবে। তাদের সুখে শান্তিতে রাখতে হবে। ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মনির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজ্বী জাবেদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃআবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোঃজাকির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোঃরেজা রিপন, বন্দর থানা বিএনপি সভাপতি আলহাজ্ব শাহেন শাহ্, বন্দর থানা সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা