
ডান্ডিবার্তা রিপোর্ট
চলমান পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে অগণতান্ত্রিক অপশক্তিকে সতর্কতার সঙ্গে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন চাইলে সব ধরনের সহযোগিতাও করবে। এর মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে দ্রæত দেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফেরাতে তৎপর দলটি। এদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর হাঁফ ছেড়ে বাঁচা বিএনপির বিপদ যেন পিছু ছাড়ছে না। শুরু থেকেই অন্যায়-অপরাধে জড়ানো নেতাকর্মীদের বিরুদ্ধে হার্ডলাইনে থাকা দলটির নেতাদের রাজনীতির ভেতরে-বাইরে চরম বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। সবশেষ পুরান ঢাকায় নৃশংসভাবে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার ঘটনায় সক্রিয় রাজনৈতিক দলগুলো বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছে। এদিকে এই ঘটনায় যাদের নাম এসেছে তাদের সংগঠন থেকে আজীবন বহিষ্কারের পর আইনশৃঙ্খলা বাহিনীকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের বার্তা দিয়েছে বিএনপি। এরপরও জামায়াতসহ অন্যান্য দলগুলো পুরো দায় বিএনপির ওপর চাপাচ্ছে। এমনকি হত্যার প্রতিবাদে ডাকা কর্মসূচিতে বিএনপির সর্বোচ্চ নেতাদের বিরুদ্ধেও ¯েøাগান তোলা হচ্ছে। বিএনপিকে চাঁদাবাজ সংগঠন হিসেবে পরিচিতি করানোর চেষ্টা করা হচ্ছে। সোহাগ হত্যাকাÐের পর দ্রæত ব্যবস্থা নেওয়া হলেও একযোগে সব রাজনৈতিক দলের এমন বিরোধিতার পেছনে ষড়যন্ত্র দেখছে বিএনপি। বিশেষ করে এমন প্রতিবাদের পেছনে বিএনপিকে বিতর্কিত করা এবং আগামী নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা মনে করছেন বিএনপি নেতারা। উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে দলটিকে বেশ ধকল পোহাতে হচ্ছে। তাছাড়া ইতিমধ্যে গত সোমবার ঢাকায় ছাত্রদলের কর্মসূচিতে সরাসরি জামায়েত-শিবিরের বিরুদ্ধে বক্তব্যের পর গতকাল নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচি এবং বন্দরের ২৩নং ওয়ার্ডে বিএনপির নবায়ন কর্মসূচিতে ও সরাসরি জামায়েত-শিবির-ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সরাসরি বক্তব্যের হুঁশিয়ারি দেয় বিএনপি নেতারা। কিন্তু যাদের বিরুদ্ধে তারা বক্তব্যে দিচ্ছেন তারা কোন পাল্টা বক্তব্যে না রাখলে ও এদের বিরুদ্ধে ভিতরে নানান ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ বিএনপি নেতাদের যাকে ঘিরে বর্তমানে নতুন প্রতিপক্ষ সৃষ্টি হওয়ায় বেকায়দায় বিএনপি নেতারা। সূত্র বলছে, গত বছরের আগস্টে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। শুরুর দিকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলসহ নানা অভিযোগ আসায় নেতাকর্মীদের উদ্দেশে কড়া বার্তা দেয় বিএনপির হাইকমান্ড একাধিকবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অপরাধে জড়ালে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের সঙ্গে জড়িত কিংবা অন্যায়কারীদের যারা দলে নেবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এরই অংশ হিসেবে এ পর্যন্ত জেলা, মহানগর, থানা এবং কেন্দ্র মিলে প্রায় সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। তা ছাড়া বর্তমানে প্রতিবাদসহ নানা দাবিতে আজ থেকে মাঠে নামছে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন-যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ঢাকাসহ সারা দেশে ৩ দিন পৃথকভাবে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে সংগঠন তিনটি। বিএনপি নেতাদের অভিমত-দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। অথচ কোনো ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলেই সঙ্গে সঙ্গেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সারা দেশে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় পাঁচ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এমনকি কোনো কোনো ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে অনুরোধে অনেক ক্ষেত্রে তেমন সাড়া পাওয়া যায়নি। এছাড়া যারা ‘মব সন্ত্রাস’ করে অরাজকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সামাজিক শৃঙ্খলাও ভেঙে পড়েছে। সার্বিকভাবে সাধারণ মানুষের জন্য একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীকে অকার্যকর মনে হচ্ছে। এটি কোনো অপশক্তিকে ষড়যন্ত্রের সুযোগ করে দেওয়ার অংশ কিনা-সে ব্যাপারেও প্রশ্ন উঠছে জনমনে। বিদ্যমান পরিস্থিতিতে দেশ ও জণগণের স্বার্থে বড় দল হিসাবে বিএনপি এই পরিস্থিতির উন্নতি চায়, এর সুরাহা চায়। বিএনপি নেতকার্মীদের অভিযোগ তাদের বেকায়দায় ফেলে নির্বাচন পিছাতেই বর্তমানে নয়া ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। জেলা বিএনপির আহŸায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, গত বছর এ দিনগুলোতে স্বৈরাচার থেকে ফ্যাসিস্টে পরিণত হওয়া শেখ হাসিনা দেশে গণহত্যা চালিয়েছিল। আবু সাঈদ পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন। কী দুঃসাহসী যোদ্ধা ছিলেন আবু সাঈদ। আমরা ১৯৭১ সালে এই নিরস্ত্র জনগণ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লাঠিসোঠা, দা-বটি নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। এবং এই বাংলাদেশকে স্বাধীন করেছে। আবার ৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ্য হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং এরশাদকে পদত্যাগ করতে বাধ্য করেছিল। আবার হাসিনা যখন ক্ষমতা দখল করে, তখন আমরা ১৫ বছর ধরে বলেছি হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত নন। একটি অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে বলেছি। বলেছি, জনগণ যদি আপনাকে ভোট দেয় তাহলে আপনি প্রধানমন্ত্রী থাকেন, আমাদের কোন আপওি নাই। কিন্তু সে আমাদের কথা শোনে নাই। তিনি বলেন, আমরা আন্দোলন করেছি, প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি, হরতাল করেছি, অবরোধ করেছি। কিন্তু তিনি আমাদের কথা শোনে নাই। তিনি আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে, বিক্ষোভ-মিছিলে বাধা দিয়েছেন, গুলি করেছেন। আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছেন। বর্তমানে কিছু নতুন নতুন দল যারা বিগত দিনে নানাভাবে আওয়ামী লীগের মদদপুষ্ট ছিলো তারা এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা তা মেনে নিবো না।বিএনপির উপরে কোন প্রকারের আঘাত আসলে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পরবো। মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, দেশে কিছু ইসলামিক দল রয়েছে যারা বিগত ১৫ টি বছর আওয়ামী লীগের সাথে লেজুর ভিত্তিক ওই সরকারকে টিকে থাকার জন্য সহায়তা করেছে। সেই জামায়াত ও ইসলামী ঐক্যজোট আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিতর্কিত করার জন্য যাতে করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র উপহার দিতে না পারে এবং একটি সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়তে না পারে তার চক্রান্ত শুরু হয়েছে। তিনি বলেন, সেই চক্রান্ত হলো তারেক রহমানকে নিয়ে কটুক্তি করা ও তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুচ্ছা রটানো। আজকে তারেক রহমান তো দেশে নাই তার জন্য তারা তাকে টার্গেট করেছে। সেটা পরিস্কার তারেক রহমানের একটাই দোষ সেটা হলো বাংলাদেশের মানুষ তারেক রহমানকে ভালোবাসে। জিয়া পরিবারকে ভালবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। তিনি আরো বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান বলেছে এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। সেই সুষ্ঠ নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে। যদি আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা ক্ষমতায় আসব আর যদি ওই সাম্রাজ্যবাদীদেরকে ভোট দেয় তাহলে তারা ক্ষমতায় আসবে। কিন্তু তারা দেখছে জনগণ তাদের প্রতি কোনো আস্থা ও ভালোবাসা নেই। আর কারো নেই তারেক রহমানের বিরুদ্ধে তারা চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে। আর সেই চক্রান্ত দাঁতভাঙ্গা জবাব এই দেশের মানুষ দিবে ইনশাল্লাহ। আমরা চাই এই অন্তবর্তী কালীন সরকার সুন্দর ভাবে দেশ পরিচালনা করুক। এদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুক। তার জন্য কিন্তু এই সরকারকে আমরা সব ধরনের সহায়তা করেছি। তিনি বলেন, কিন্তু সেই সহায়তা নিয়ে ওই জামাত ও ইসলামী দলগুলো এবং এনসিপির ওই চিলড্রেন পার্টি গুলো আমাদেরকে দুর্বল মনে করে বিএনপির গাড়ি চেপে বসার চেষ্টা করছে। একটা কথা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের জুলাই বিপ্লব কিন্তু এমনিতে হয় নাই। এই জুলাই বিপ্লবে বিএনপির সবচেয়ে বেশি অবদান। এটাকে যদি আমরা ১০০ ভাগে ভাগ করি তাহলে ৭০ ভাগই হলো বিএনপির।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯