আজ শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২ | ২৩ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৫:৫৩

আ’লীগের হিটলিস্টে আমরা: হাসনাত

ডান্ডিবার্তা | ১৯ জুলাই, ২০২৫ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছেন, দাবি করেছেন যে এনসিপিই তাদের ‘হিটলিস্টে’ রয়েছে। গতকাল শুক্রবার ‘জুলাই পদযাত্রা’ শুরুর আগে নিতাইগঞ্জে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ স¤প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, “গোপালগঞ্জে পরশুদিন আমাদের ওপর যে হামলা হয়েছে। আমরা আওয়ামী লীগের হিটলিস্টে আছি।” আব্দুল্লাহ আরও বিস্ফোরক মন্তব্য করে বলেন, “আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসা-বাণিজ্য ছিল। আওয়ামী লীগের পরিবারের সাথে আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। আওয়ামী লীগের কারো ভাইয়ের জামাই, কারো শালা। আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে আসে। আপনারা তাদের সাথে ব্যবসা পরিচালনা করতেন।”তিনি এও অভিযোগ করেন যে যারা বর্তমান হামলার পক্ষে কথা বলছে, তারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের রোষানল থেকে মুক্ত। হাসনাত আব্দুল্লাহর স্পষ্ট বার্তা, “যারা দুই দিন ধরে এই হামলার পক্ষে বলছেন, আওয়ামী লীগের হিটলিস্টে কিন্তু তারা নাই। আওয়ামী লীগের হিটলিস্টে কিন্তু আমরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা