
ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ দক্ষিন এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। কিন্তু এই উন্নয়নশীল দেশটির উন্নয়ন বর্তমানে রাজনৈতিক অস্থিতীশীলতার কারনে ব্যহত হচ্ছে। ঝিমিয়ে পড়েছে দেশটির উন্নয়ন কার্যক্রম। আওয়ামী শাসনামলে রুপপুর পারমানবিক কেন্দ্র, পদ্মা সেতু, কর্নফুলি টানেল, বিভিন্ন স্থানে ফ্লাইওভার নির্মান, স্যাটেলাইট উৎক্ষেপণ, রাস্তাঘাট নির্মান সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেয়, যার মধ্যে কিছু বাস্তবায়িত হয় ও কিছু কাজ চলমান রয়েছে। তবে এসকল উন্নয়নের পিছনে লুকিয়ে ছিলো বিশাল অংকের দূর্ণীতি। ২০০৮ সাল হতে ২০২৪ সাল অর্থাৎ প্রায় ১৬ বছর আওয়ামী দুঃশাসনে বাংলাদেশের মানুষ বিক্ষোভে ফুঁসে ওঠে এবং ২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। ৫ আগষ্টের পূর্বে নারায়ণগঞ্জ মহানগরে একথে তিনটি দলের সমাবেশ কখনোই অনুষ্ঠিত হয় নি। কিন্তু এবার একসাথে তিনটি রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, এনসিপি একসাথে সমাবেশের ডাক দেয়। যার ফলে ছোট্ট এই নগরিতে প্রচন্ড জ্যামের সৃষ্টি হয়। প্রায় দিনব্যাপী নগরীর প্রধান সড়কে জ্যাম লেগেই ছিলো। এতে করে ভোগান্তিতে পড়ে শহরের মানুষ। ব্যাহত হয় নগর জীবনের দৈনন্দিন কর্মকান্ড। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর সমাবেশ হয় ডিআইটি চত্বরে, গণসংহতি আন্দোলন সমাবেশ করে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ও এনসিপি সমাবেশ করে চাষাড়া গোল চত্বর ব্যারিকেড দিয়ে। এতে করে শহরে প্রবেশের প্রায় তিনটি মুখ বন্ধ হয়ে যায়।প্রায় কয়েক ঘন্টা যাবৎ শহরের প্রবেশ মুখ বন্ধ থাকায় যানবাহন গুলো একপ্রকার বিকল হয়ে পড়ে। যানজটে নাকাল সাধারণ মানুষদের মধ্যে অনেককেই এ বিষয়ে বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা গেছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পথচারী জানান, আজকে শুক্রবার ছৃটির দিন থাকলেও তিনটি রাজনৈতিক সংগঠনের সমাবেশ একসাথে হওয়ায় দেখে বোঝার কোন উপায় নেই যে আজ শুক্রবার এবং ছুটির দিন। যদিও সপ্তাহের অন্যান্য দিনেও মাঝে মাঝে কয়েকঘন্টা ব্যাপী জ্যামের সৃষ্টি হয়। তাই নাগরিকদের ভোগান্তি থেকে বাঁচাতে হলে প্রতিটি রাজনৈতিক দলের উচিত তাদের সভা, সমাবেশ কোন খোলা মাঠে বা যানবাহন চলাচল কম এমন সড়কে করা উচিত। এসময় শত শত যানবাহনকে রাস্তায় অপেক্ষমান দেখা যায়।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯