আজ রবিবার | ২০ জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২ | ২৪ মহর্‌রম ১৪৪৭ | রাত ১:১৫

বারী ভূঁইয়াকে নিয়ে গিয়াস বলয়ে তোলপাড়!

ডান্ডিবার্তা | ১৯ জুলাই, ২০২৫ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ আদালতপাড়ার রাজনীতিতে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়া। বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ছায়াতলে থেকে আইনজীবী সমিতির সভাপতিও হোন বারী ভুঁইয়া। ২০২২ সালে বিএনপি থেকে তৈমূর আলমকে বহিষ্কারের পর জেলা বিএনপির নেতৃত্ব পান গিয়াসউদ্দীন। সে সময় থেকে গিয়াসের সঙ্গে গা ভাসিয়ে বারী ভুঁইয়া ভাগিয়ে নেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদটি। এর আগে কোর্টপাড়ার বাহিরে বারী ভুঁইয়ার রাজনীতি ছিল না। ২০০১ সালে গিয়াসউদ্দীন এমপি থাকাকালীন সময়ে গিয়াসের সঙ্গে তাল মিলিয়ে বারী ভুঁইয়ার রাজনীতি ছিল তখন চোখে পড়ার মত। সেই সুবাধে গিয়াসউদ্দীন বারী ভুঁইয়াকে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদে বসান। কিন্তু সেই গিয়াসকে পল্টি দিয়ে জেলা বিএনপির বর্তমান আহŸায়ক মামুন মাহামুদের ডেরায় ডুকেছেন বারী ভুঁইয়া। বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ফতুল্লা থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় যেসব বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আহতের ঘটনায় মামলা হয়েছে তার ৯৯ ভাগ মামলা সাজিয়েছেন বারী ভুঁইয়া। গিয়াসউদ্দীন নিজেই বারী ভুঁইয়াকে সেই দায়িত্ব দেয়। এই সুযোগ বারী ভুঁইয়া কাজে লাগিয়ে বৈষম্যবিরোধী মামলা দায়ের করে কোটি কোটি টাকা কামিয়েছেন এবং আসামীদের খালাসের নামে বাদী পক্ষের হলফনামা দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন বারী ভুঁইয়া। গিয়াসের কাছ থেকে সেই দায়িত্ব নিয়ে দুটি থানায় প্রায় শতাধিক মামলা দায়ের করে শত কোটি টাকা কামিয়েছেন বারী ভুঁইয়া। সেই টাকায় এবার তিনি নিজেই দলের মনোনয়ন প্রত্যাশি হিসেবে জাহির করছেন। নেতাকর্মীরা আরো জানান, গত ৫ আগস্টের পর ফতুল্লার দখলবাজি ও ঝুট সেক্টর নিয়ন্ত্রণ নিয়ে থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন বারী ভুঁইয়া। ঝুট সেক্টর নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রæপের মাঝে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। প্রকাশ্যে বারী ভুইয়া টিটু ও রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন। এমনকি টিটু, রিয়াদ চৌধুরী ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদারকে টোকাই হিসেবে আখ্যায়িত করেন। যদিও পরবর্তীতে একাধিকবার একাধিক অনুষ্ঠানে টিটু, রিয়াদ ও রুহুল আমিন সিকদার বারী ভুঁইয়াকে পাগল সাভ্যস্ত করেন। রিয়াদ চৌধুরী বারী ভুঁইয়া বয়স্ক প্রতিবন্ধি হিসেবে আখ্যায়িত করেন। টিটু বলেছেন, বারী মাঝে মাঝে পাগল হয়ে যান। এমন পরিস্থিতিতে চাঁদাবাজি ও মামলার ঘটনায় বিএনপি থেকে বহিষ্কৃত হোন রিয়াদ চৌধুরী। আদালতপাড়ায় রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে কঠোর ভুমিকা নিয়ে প্রভাব বিস্তার করেন বারী ভুঁইয়া। সেদিন কোর্টপাড়ায় বারী ভুঁইয়ার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপির নেতাকর্মীরা। বারী ভুঁইয়া মিথ্যা মারধরের অভিযোগ তুলেন। তবে বিশ্বস্থ সূত্রে জানাগেছে, রিয়াদ চৌধুরী জামিনে মুক্তি পাওয়ার পর তার কাছে একাধিকবার ক্ষমা চেয়েছেন বারী ভুঁইয়া। কিন্তু এবার গিয়াস অনুগামীদের রোষানলে পড়তে যাচ্ছেন বারী ভুঁইয়া। গিয়াসের মাধ্যমে থানা বিএনপির সেক্রেটারি হয়ে এখন গিয়াসউদ্দীনকে পল্টি দিয়ে গিয়াসের লোকজনকে মাইনাসের ষড়যন্ত্রে নেমেছেন বারী ভুঁইয়া। বক্তাবলী ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি বাতিল করে মামুন মাহামুদের লোকজন নিয়ে এবং গিয়াসের লোকজনকে মাইনাস করে পকেট কমিটি দিয়েছে টিটু ও বারী ভুঁইয়া একজোট হয়ে। স্থানীয়রা জানান, ২০২৩ সালে নিজ এলাকায় প্রভাববিস্তার করতে গিয়ে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে বিরোধে জড়িয়ে মারধরের শিকার হয়েছেন বারী ভুঁইয়া। সেই থেকে বারী ভুঁইয়া নিজের এলাকা ছাড়া হয়ে কোর্টপাড়ার পেছনে ভাড়া বাসায় বসবাস করছেন। নিজের এলাকা থেকে বিতারিত হয়েছেন বিভিন্ন অপকর্মের কারনে। কুমিল্লা থেকে আসা এক সময় দেওভোগ ও বন্দর এলাকায় লজিং মাস্টার হিসেবে থাকতেন বারী ভুঁইয়া। তৈমূর আলম খন্দকারের মাধ্যমে রাজনীতিতে ও পরবর্তীতে আইন পেশায় আসেন তিনি। ২০০১ সালে বিএনপির আমলে গিয়াসের সঙ্গে গা ভাসিয়ে ঝুট সেক্টর দখল করে কোটি কোটি আয় করেন বারী ভুঁইয়া। পরবর্তীতে তৈমূর আলমের ছত্রছায়ায় আইনজীবী সমিতির সভাপতি হোন বারী ভুঁইয়া। বর্তমানে কোর্টপাড়ায় এক উগ্র মেজাজী ও বদমেজাজী বারী ভুঁইয়াকে অধিকাংশরা আধ-পাগল হিসেবে আখ্যায়িত করেন। গত ৫ আগস্টের পর কোর্টপাড়ায় বারী ভুঁইয়া ও তার ছেলে একাধিক বিতর্কিত কর্মকাÐের জন্ম দিয়েছেন। এবার যে কোনো সময় গিয়াস পন্থীদের হাতে নাজেহাল হতে পারেন তিনি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা