আজ সোমবার | ২১ জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২ | ২৫ মহর্‌রম ১৪৪৭ | রাত ১:৫৬

রূপগঞ্জে ৩ দিনে ২টি অপহরণ

ডান্ডিবার্তা | ২০ জুলাই, ২০২৫ | ৯:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়নগঞ্জের রূপগঞ্জে আইনশৃংখলার চরম অবনতি ঘটছে। অপহরণ, ছিনতাই, জমি দখল, সন্ত্রাসী, চাঁদাবাজি যেন থামছেইনা। আইনশৃংখলা বাহিনীর নিস্কৃয়তায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।। এরই ধারাবাহিকতায় রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় গত ৩ দিনে ২ অপহরনের ঘটনা ঘটেছে। এতে ২ লাখ ৬৮ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে অপহরণকারীরা। গত ১৬ জুলাই সকাল ১১ টায় ভুলতাস্থ একটি ব্যাংক থেকে টাকা তুলতে যাওয়ার পথে আবু সাইদ (৪৫) নামের এক মসজিদের ইমাম কে অপহরণ করে নিয়ে যায়। সে সাওঘাট এলাকার কাতরারচক মসজিদের পেশ ইমাম ও স্থাণীয় একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তার পরিবার জানান, গত বৃহস্পতিবার সকালে ব্যাংক থেকে টাকা তুলতে গেলে সে নিঁখোজ হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ করে দেয়া হয়। বহু খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। পওে গত শুক্রবার রাতে আবু সাইদ বাসায় ফিরে। এ সময় ব্যাংক থেকে তোলা ২ লাখ টাকা ছিনিয়ে নেয় অপহরণকারীরা। আবু সাইদ বলেন, ব্যাংক থেকে টাকা তুলে গেটের বাহিরে আসলে একজন আমাকে বলে, ভাই এই ঠিকানাটি কোথায়। এই বলে আমাকে একটি কাগজ ধরিয়ে দিলে আমি আর কিছু বলতে পারিনা। পরে আমার জ্ঞান ফিরলে দেখি আমার সাথে কোন টাকা নেই। এদিকে গত মঙ্গলবার ১৪ জুলাই একই এলাকার রফিক (৪০) নামের একজনকে অপহরণ করে নিয়ে যায়। তার পিতার নাম কালাই ভুইয়া। তার নিজ গ্রাম সাওঘাট থেকে ভুলতা যাওয়ার পথে কালো হায়েস গাড়িতে কওে তাকে তুলে নিয়ে যায়। পরে ১ দিন নিখোঁজ থাকার পর অপহরণকারীরা ফোন করে তার পরিবারের কাছে ৮০ হাজার টাকা দাবী করলে ৬০ হাজার টাকা দিয়ে সে ছাড়া পায়। এলাকাবাসী জানায়, সাওঘাট কাউয়ার চর এলাকায় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রæপ রয়েছে। তারাই হয়তো এ কাজটি করতে পারে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম আতংক বিরাজ করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা