আজ রবিবার | ২০ জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২ | ২৪ মহর্‌রম ১৪৪৭ | বিকাল ৫:৫৩

জুলাই শহীদদের স্মৃতিকে ধরে রাখতে বৃক্ষরোপণ : ডিসি

ডান্ডিবার্তা | ২০ জুলাই, ২০২৫ | ৯:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জুলাই গণঅভ্যুন্থাণে শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি বাস্তবায়নে নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশসাক মো জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ১৯ জুলাই সারা দেশব্যাপী আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন আমাদের সকল শহীদদের স্মরণে তাদের স্মৃতি রক্ষায় ও স্মৃতিকে ধরে রাখার জন্য জুলাই পুনর্জাগরণের অংশ হিসেবে আমরা সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি বনপরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি জেলায় আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন। গতকাল শনিবার দুপুরে হাজীগঞ্জে স্মৃতিস্তম্ভের প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুন্থাণে শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি বাস্তবায়নে শহীদদের পরিবারকে নিয়ে বক্ষরোপণ কর্মসূচিতে তিনি একথা বলেন। তাদের সকলের স্মৃতি রক্ষায় আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি তার অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলায় আমাদের ২১ জন যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি ধরে রাখতে তাদের ত্যাগ এই দেশের জন্য সেই ত্যাগকে স্মরণীয় করে রাখতে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই মাসব্যাপী যে কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি তার ধারবাহিকতায় আজকে এই জুলাই বাংলাদেশর প্রথম স্মৃতিস্তম্ভে আমরা ২১ জন শহীদ পরিবারের উদ্দেশ্যে ২১ টি বকুল ফুল গাছ রোপন করলাম। আমরা প্রত্যাশা করি এই বকুল গাছের বকুল ফুল যে সৌরব ছড়াবে আমাদের শহীদ তারা যেভাবে আমাদের আত্মত্যাগ আত্মদান করেছিলো এদেশের জন্য। সেই সৌরব আমরা বিকশিত হয়ে তাদেতর যে উদ্দেশ্যে তারা এদেশের জন্য তারা জীবন দিয়েছে আমরা তাদের সেই উদ্দেশ্য বাস্তবায়ন করব। আমরা তাদের কাঙ্খিত তারা যে দেশের প্রত্যাশা করেছিল আমরা সেই কাঙ্খিত বাংলাদেশে প্রতিষ্ঠা করব।ধন্যবাদ জানাচ্ছি শহীদ পরিবারে স্বজনদের। এসময় একর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আলমগীর হুসাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো তামশিদ ইরাম খান, নারায়ণগঞ্জ বিএনপি মহানগর আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবুল আল ইউসুফ খান টিপু, গণসংহতী আন্দোলন জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা নেতৃবৃন্দ ও জেলা শহীদ পরিবারে স্বজনরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা