আজ শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২ | ২৩ মহর্‌রম ১৪৪৭ | রাত ৯:৪৬

গিয়াসই মো: আলী ভাইকেই প্রথম কামড় দেয়: শামীম ওসমান

ডান্ডিবার্তা | ২০ মার্চ, ২০২৩ | ১২:৪৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নিজ সংসদীয় আসনের বিএনপি দলীয় সাবেক এমপি গিয়াসউদ্দিনের সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান। ২০০১ সালের অক্টোবরের নির্বাচনে প্রায় ৩৪ হাজার ভোটে জিতলেও সেই ফলাফল বদলে দেওয়া হয়েছে দাবী করেছেন এ নেতা। তিনি বলেছেন, ‘মোহাম্মদ আলী আমার ছাত্র জীবনের প্রথম ইনকাম সোর্স তৈরি করে দিয়েছিলেন। এজন্য আমি তাকে আজীবন কৃতজ্ঞতা জানাবো। ওই নির্বাচতে তাঁর সঙ্গে আমার দূরত্ব ছিল। সে কারণে গিয়াসউদ্দিন ভাইকে তিনিই এমপি বানিয়েছিল। নির্বাচন যে হচ্ছে তিনি জানতই না। অনেক এলাকাতে পোলিং এজেন্টও ছিল না। নির্বাচনের রাতে ফলাফল ঘোষণা হয় যে আমি ৩৪ হাজার ভোটে জিতেছি। কিন্তু আমাকে পরাজিত করা হয়। গিয়াসউদ্দিন ভাই এমপি হয়নি। তখন আমি মোহাম্মদ আলী ভাইকে বলেছিলেন তিনিই সবার আগে আপনাকে কামড় দিবে। শেষ সেটাই হয়েছে যা বলেছি তাই হয়েছে। সবার আগেই মোহাম্মদ আলী ভাইকে কামড় দিয়েছে। গিয়াসউদ্দিন ভাই নিজের বাড়ির সামনের স্কুলেরই উন্নয়ন করেনি। কেউ আসে খেতে আর কেউ আসে দিতে। গতকাল রোববার বিকেলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। শামীম ওসমান বলেন, দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীতে এ প্রতিষ্ঠানের কলেজের ভবন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নামে হবে। কারণ তারা যা দিয়ে গেছে সেটা কখনো শোধ হবে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা