আজ শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২ | ২৩ মহর্‌রম ১৪৪৭ | রাত ৯:২১

হোন্ডাবাহিনীর ভয়ে এখনও আতকে উঠি: সুমা

ডান্ডিবার্তা | ২০ মার্চ, ২০২৩ | ১২:৫০ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে ফরাজিকান্দা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হোন্ডাবাহিনীর গডফাদার আলী হায়দার শামীম ওরফে পিজা শামীম ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। তিনি গনমাধ্যমকে মিথ্যা নাটক সাজিয়ে বিভ্রান্তি করার চেষ্টা করছেন। ওইদিন পিজা শামীমের হামলায় আমার ৩টি দাত পড়ে যায়। আর তার পালিত সন্ত্রাসী কাজী আমিরের রামদায়ের কোপে আমি মারাতœক ভাবে মাথায় জখম হই এবং আমার পা ভেঙ্গে ফেলে পিটিয়ে। আমি তখন হাও মাও করে চিৎকার করেও রক্ষা পাই নাই। নৃশংসভাবে আমাকে মেরেছে ওই পিশাচগুলো। হোন্ডাবাহিনীর ভয়ে রাতে এখনও আতকে উঠি। এই বুঝি আবার এসে আমাদের গুলি করে যায়। গডফাদার পিজা শামীম ও সন্ত্রাসী কাজী আমির, মুহিত, সানি, মুকিতরা এখনও গ্রেফতার হচ্ছেনা কেন? এসব নানা আবেগজড়িত কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন এক অসহায় গৃহবধু আবিদা সুলতানা সুমা। সাংবাদিকদের সাথে বক্তব্য দিতে গিয়ে তিনি ওইদিনের ঘটনার লোমহর্ষক বর্ননা দেন। এ সময় তিনি আরো বলেন, বন্দর ফরাজীকান্দাস্থ ৩য় নাসিম ওসমান সেতুর পাশে আমার শ^শুর প্রয়াত কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাপা নেতা রাইসুল ইসলামের ৬৬শতাংশ ক্রয়কৃত সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তীর জায়গা ও বাজার দীর্ঘদিন ধরে আমার স্বামী মঈনুল হক পারভেজ দেখাশুনা করে। সেই জায়গায় হটাৎ করেই চোখ পড়ে কিছু ভূমিদস্যু ও সন্ত্রাসীর। জোরপূর্বক দখল করার পায়তারা করছে প্রয়াত সাংসদ আজমীর ওসমানের সেকেন্ড ইন কমান্ড সন্ত্রাসী আলী হায়দার ওরফে পিজা শামীমের নেতৃত্বে কাজী আমির, নুর মোহাম্মদ, রায়হানজাদা রবি, মামুন, মনির হোসেন মনা, নুর মোহাম্মদ, রাব্বি, মুকিত, মুহিতসহ একাধিক অস্ত্রধারী সন্ত্রাসীরা। গত ফেব্রুয়ারী মাসে সন্ত্রাসী আলী হায়দার ওরফে পিজা শামীমের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী বাহিনী আমাদের বাড়িতে এসে অস্ত্র দেখিয়ে আমার স্বামী মইনুল হক পারভেজকে গুলি করে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। পরবর্তীতে গত মঙ্গলবার রাত ১টার দিকে পিজা শামীমের নেতৃত্বে ৪০/৫০টি হোন্ডার বাহিনী নিয়ে ফের আমাদের বাড়িতে এসে হুমকি দেয়। আমরা তখন ভয়ে দরজা জানালা লাগিয়ে দেই। এ ব্যাপারে সন্ত্রাসীদের কাছ থেকে পরিত্রান পেতে জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি সাধারন ডায়রী করি। এরপর ঘটনার দিন গত ১৬ মার্চ দুপুর সাড়ে বারোটার দিকে আমাদের বাড়ি সামনে ৫০/৬০টি হোন্ডা আমাদের বাড়ির সামনে দিয়ে ফরাজিকান্দা নাসিম ওসমান ৩য় শিতলক্ষ্যা সেতুর পাশে আমাদের জায়গায় স্থাপনা তৈরী কওে দখলে নেয়ার প্রস্তুতি নেয়। তখন আমি স্বামী মঈনুল হক পারভেজ ওখানে গেলে গুলি করে মেরে ফেলবে বলে আমি ৯৯৯’এ ফোন দিয়ে সহযোগিতা চাই। তখন মদনগঞ্জ ফাঁড়ীর পুলিশ এসআই সিহাব আমাকে যেতে বলে। আমি তখন পুলিশকে আমার জমিতে ১৪৫ ধারা নিষেধাজ্ঞা আছে বলে জানাই। এরপর সন্ত্রাসী কাজী আমির মোবাইলে আজমীর ওসমানসহ জেলার মিলন ও ইফতেখার আলমকে ফোন দিয়ে এসআই সিহাবকে ধরিয়ে দেয়। পরে তাদের সাথে কথা বলে পুলিশ নিরব ভূমিকা পালন করে। আমি পুলিশকে বার বার আমার কাগজ দেখার জন্য অনুরোধ করি। তখনই সঙ্গে সঙ্গে পুলিশের সামনেই সন্ত্রাসী পিজা শামী গাড়ি থেকে নেমেই আমাকে লাথি ও ঘুসি মেরে মুখমন্ডলে আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়ি এবং আমার দাতে রক্তক্ষরন হয়ে দাত ভেঙ্গে যায়। মদনপুরস্থ উত্তরাঞ্চল এলাকার শীর্ষ সন্ত্রাসী আমির এসে চাপাতী দিয়ে মাথায় কুপিয়ে আহত করে। অপর সন্ত্রাসী মামুন রড দিয়ে আমার পায়ে সজোরে আঘাত করে পা ভেঙ্গে ফেলে। এ সময় অন্যান্য সন্ত্রাসী মুকিত, মুহিত, সানি, নাছিরসহ ১৪/১৫জন এলাপাথারীভাবে কিল, ঘুষি ও লাথি মারে। পরে আমি চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যাই। পরে শুনতে পাই সন্ত্রাসীরা আমার স্বামী মঈনুল হক পারভেজকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। ভাগ্যক্রমে আমার স্বামীর পায়ে গুলি লাগে। পরে এলাকাবাসী মাইকে আহ্বান করলে স্থানীয় শতশত লোক বেরিয়ে আসলে সন্ত্রাসীরা ব্রীজের উপর দিয়ে পালিয়ে যায়। ওইদিন আমার দেবর তানবীর বাদী হয়ে অভিযুক্তদের আসামী করে থানায় মামলা করলেও প্রকৃত সন্ত্রাসীরা এখনও ধরা পড়েনি। আমরা প্রতিনিয়ত হুমকির মূখে রয়েছি। এখনও সন্ত্রাসীরা হুমকি দিয়ে বেরাচ্ছে। ভয়ে ভয়ে দিন পার করছি। আমি এই সন্ত্রাসী বাহিনীর বিরোদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপার ও সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা