আজ রবিবার | ২০ জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২ | ২৪ মহর্‌রম ১৪৪৭ | রাত ১০:১০

আমরা বড় দরবারের লোক

ডান্ডিবার্তা | ২৮ মার্চ, ২০২৩ | ১২:১৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের বন্দরের ফরাজীকান্দা এলাকায় জমি দখলের ঘটনার ১১ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত নারায়ণগঞ্জের একজন সাবেক সংসদ সদস্য’র ছেলের গড়া এ হোন্ডাবাহিনীর অন্যতম সদস্য আরামবাগের কাজি আমিরগংদের গ্রেফতারে ব্যর্থতার পরিচয় দিয়েছে থানা পুলিশ তথা আইন-শৃংখলা বাহিনী এমনটাই দাবী বন্দরসহ পুরো জেলাবাসীর। পাশাপাশি উক্ত ঘটনায় ব্যবহৃত অবৈধ অস্ত্রগুলো উদ্ধারের জোর দাবী জানান তারা। আর এ হোন্ডাবাহিনীর কাজই হচ্ছে ত্রাস সৃষ্টির মাধ্যমে নিরীহ মানুষের জমি দখল ছাড়া চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম। এ হোন্ডা বাহিনীর অন্যতম সদস্য সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকার হাবিবুর রহমান হবির ছেলে কাজি আমির ওরফে কিলার আমির। স্থানীয় এক কাউন্সিলরের ছত্র-ছায়ার পাশাপাশি সাবেক সাংসদ পুত্রের সাথে সখ্যতার ফলে অধিক বেপরোয়া বনে গেছেন এ কাজি আমির। এমন সংবাদ প্রকাশের সিদ্ধিরগঞ্জসহ পুরো জেলাতেই ভুক্তভোগীরা মুখ খুলতে শুরু করেছে। রেলওয়ের জমি হতে শুরু করে রোডস এন্ড হাইওয়ের জমি এমনকি নিরীহ মানুষের জমি ভুয়া দলিলে জোড়পুর্বক দখল, চাদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক বিক্রিসহ এমন কোন অপকর্ম নেই যা উক্ত বাহিনীর দ্বারা হচ্ছেনা। ভিডিও ফুটেজে হোন্ডাবাহিনীর সদস্যদের অস্ত্র হাতে জমি দখলের দৃশ্য নারায়ণগঞ্জসহ দেশবাসীর দৃষ্টিগোচর হলেও তা এখনও দৃষ্টিগোচর হয়নি নারায়ণগঞ্জের আইন-শৃংখলা বাহিনীর। যার ফলে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে পুলিশের রহস্যজনক ভুমিকা নিয়ে। কেউ কেউ হয়তবা বলছেন,টাকার নাম বাবাজি! স্থানীয়দের দাবী, সুবিশাল বাহিনী গড়ে তোলে এলাকায় সন্ত্রাসী,চাঁদাবাজি,ভুমিদস্যুতা,অবৈধভাবে নদী তীরের মাটি কেটে নেয়া,নদী পথে বালুবাহী বাল্কহেড আটক করে চাদাঁবাজি,মাদক বিক্রি,জুট সন্ত্রাসীসহ নানাবিধ অপরাধ করে যাচ্ছে এ আমির। সিদ্ধিরগঞ্জ এলাকায় রেলওয়ের জমি দখল করে অন্যের কাছে পজিশন বিক্রি করছে এ বাহিনী। সরকারী জমি পজিশন আকারে বিক্রির পর আমিরের অপর বাহিনী যাচ্ছে উক্ত পজিশন সংগ্রহকারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে ভীতির মাধ্যমে। আর এ বাহিনীর দ্বারা এখন পুরোপুরি জিম্মি হয়ে পড়েছেন এনসিসি’র ৮ ও ১০নং ওয়ার্ডের সাধারন বাসিন্দাগন। তবে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঠানটুলি-হাজিগঞ্জে বসবাসকারীরা। স্থানীয়রা আরো জানান, বন্দরের জমি দখলের বিষয়টি পুরো শহরজুড়ে আলোচনায় থাকলেও বর্তমানে আরো বেশী আলোচনা চলছে উক্ত ঘটনায় মামলা হলেও কিছু আসামী ছাড়া অন্যান্য আসামীদেরকে গ্রেফতার না করতে পারা। বিগত সময়ে এ হোন্ডা বাহিনী আরো গুরুতর অপরাধ করলেও সেই ঘটনায় সঠিক বিচার না করার ফলে সাবেক সাংসদ এর অন্যতম সহযোগি কাজি আমিরগংরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। আর এ হোন্ডাবাহিনীর সদস্যরা বেশীরভাগ নগরীর হাজিগঞ্জ এলাকার বাসিন্দা যারা সবাই কাজি আমিরের সহযোগি। এরা হলেন,শুটকি মনু’র ছেলে রবিন ওরফে শুটকি রবিন, বদুরউদ্দিন পাগলার ছেলে পটু,আবদুল আজিজের ছেলে জুয়েল, মৃত.আবদুল কাদেরের ছেলে রহমান,মহিউদ্দিনের ছেলে রনি,মান্নানের ছেলে সোহাগ, দৌলতের ছেলে শাওন, এসহাক মিয়ার ছেলে রাসেল, মৃত.হাসেমের ছেলে আবু বক্কর মোল্লা, নুর মোহাম্মদ এর ছেলে রনি, মোহর আলীর ছেলে খোকন, কবির,তোফাজ্জল, পাঠানটুলি এলাকার সুমন ভুইয়া, সোহেল ফকিরের ছেলে জিন্দান,রায়হান,শামীম,পিস্তল রিফাত ও কাজি আমিরের বেয়াই পরিচয় দানকারী আরামবাগের সুলতান মৃধার ছেলে রিংকুসহ একাধিক সন্ত্রাসী। এদিকে উক্ত ঘটনার পর থেকেই স্থানীয় গনমাধ্যমে আসামীদের গ্রেফতারের দাবীতে লেখালেখি হচ্ছে। এঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কোন সাংবাদিক লিখছে তাকেও খুজে বের করার জন্য হন্য হয়ে খুজছে আমির হোসেন ও তার বাহিনীর সদস্যরা। তাদের দাবী,তারা বড় দরবারের লোক। তাদের বিরুদ্ধে লিখে কিছুই করতে পারবেনা। তারা অনতিবিলম্বে বন্দরের ঘটনাসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত কাজি আমিরসহ সকল আসামীদেরকে দ্রুত গ্রেফতারে র‌্যাব-১১ ও পুলিশ সুপারের সদয় হস্তক্ষেপ কামনা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা