
ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর এলাকার বালু ব্যবসায়ী হুমায়ুন আহম্মেদ সানির কাছে চাঁদা দাবী করে আসছিলো সন্ত্রাসীরা। সে চাঁদা না পেয়ে বালু ব্যবসায়ীর বাড়িঘরে ব্যাপক হামলা ও তান্ডব চালিয়ে আসবাবপত্র ভাংচুর সহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে সন্ত্রাসী ছাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেনের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা। হুমায়ুন আহম্মেদ সানি উল্লেখিত এলাকার মৃতঃ জামির আলী মাস্টারের ছেলে। এ বিষয়ে হুমায়ুন আহম্মেদ বাদী হয়ে গত শুক্রবার সন্ধ্যায় মোঃ ছাব্বির হোসেন মোমেন ওরফে টাইগার মোমেন (৩২), মোঃ সুমন (২৮), উভয় পিতাঃ আমির হোসেন, উভয় সাং সোনাপুর, মোঃ সুবহান (১৮), পিতা- হামিদ আলী, সাং পশ্চিম বেহাকৈর সচিব রোড, সর্ব ইউপি কাঁচপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, সলু (৩৩), পিতা মান্নান, সাং-চৌরাপাড়া, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, মজিবর (৩৮), পিতা-অজ্ঞাতকে বিবাদী করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে হুমায়ুন আহম্মেদ সাংবাদিকদের জানান, দআমি বালুর ব্যবসা করি। সেই সুবাদে আমি বালু কিনে আমার জমিতে বালু ভরাট করার কাজ করছিলাম। উল্লেখিত বিবাদীরা আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে, আমি চাঁদা দিতে অস্বীকার করার বিবাদীরা আমাকে হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে বিবাদীরা আমার জমির মধ্যে জমে থাকা পানির মধ্যে মরা মাছ ছেড়ে আমার বিরুদ্ধে মাছ মারার অভিযোগ করে পুনরায় আরো ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে ও হুমকী দিয়ে চলে যায়। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টায় উল্লেখিত বিবাদীরা চাকু, পিস্তল, এসএস পাইপ, লাঠীসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি তখন বাড়িতে না থাকায় বিবাদীরা আমার স্ত্রী মুক্তা (৩২), আমার ভাবি শিউলী (৩৬), ও আমার ভাতিজা জুনাইদ (১২) আনাস (১৪), মোহাম্মদ (১১) কে এলোপাথারিভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং আমার ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। ১নং ও ২নং বিবাদী আমার স্ত্রী ও আমার ভাবির জামা কাপড় টানা হেছড়া করে তাদের শ্লীলতাহানী করে। ৩নং, ৪নং ও ৫নং বিবাদী আমার ভাতিজা জুনাইদ, আনাস ও মোহাম্মদকে মারপিট করে তাদের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। ২নং ও ৩নং বিবাদী আমার ঘরের আলমারির তালা ভেঙ্গে আলমারির ভিতরে রক্ষিত বালু কেনার নগদ ৩ লক্ষ টাকা এবং ৪নং বিবাদী আমার স্ত্রীর গলায় থাকা ১টি স্বর্নের চেইন ও ৫নং বিবাদী আমার ভাবি শিউলীর গলায় থাকা ১টি স্বর্নের চেইন নিয়ে যায়। আহতদের ডাকচিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়’। বাদী হুমায়ুন আহমেদ আরো বলেন, দটাইগার মোমেনের নেতৃত্বে ‘মোমেন বাহিনী’ নামে একটি সন্ত্রাসী দল সক্রিয় রয়েছে। এলাকার মূর্তিমান আতঙ্কের নাম এই ‘মোমেন বাহিনী’। এই বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। মহাসড়কে এই সন্ত্রাসী বাহিনী গাড়ি হতে জালানী তেল চুরি, পরিবহনে ছিনতাই ও ডাকাতি এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ প্রায় ডজনখানেক মামলার আসামী এই টাইগার মোমেন। সম্পূর্ণ কাঁচপুর ইউনিয়নের মানুষ তার সন্ত্রাসী কার্যকলাপের কারণে বিরক্ত এবং তার কঠিন শাস্তি চায় জনসাধারণ’।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯