আজ রবিবার | ২০ জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২ | ২৪ মহর্‌রম ১৪৪৭ | রাত ১০:০১

শিমরাইলে কোটি টাকার মিশন

ডান্ডিবার্তা | ২৮ মার্চ, ২০২৩ | ১২:২৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিতে ‘বাংলাদেশ হকার্স ফেডারেশন’ এর সিদ্ধিরগঞ্জ থানা কমিটি নামে নতুন একটি সংগঠনের আবির্ভাব ঘটেছে। যার নেতৃত্বদানকারী পূর্বে চাঁদাবাজিসহ নানা ঘটনায় একাধিক মামলার আসামি বলে জানা গেছে। এর সভাপতি সফিউজ্জামান লিটন, কোষাধ্যক্ষ মো. ফারুক। ঈদকে সামনে রেখে কমিটির নেতারা ফুটপাতের দোকানদারদের কাছ থেকে চাঁদা উত্তোলনের জন্য কোটি টাকার মিশনে নেমেছেন বলে অভিযোগ হকারদের। জানা গেছে, শিমরাইল মোড়ে অবস্থিত পানি উন্নয়ণ বোর্ডের জায়গায় কমিটির নেতারা তাদের কার্যালয় স্থাপন করেছে। সাত খুনের প্রধান আসামী নূর হোসেনের ছোট ভাই ছোট মিয়া নামে খ্যাত নূরুজ্জামান জজের প্রধান সহযোগী ও কিরামান খ্যাত সফিউজ্জামান লিটন উক্ত কমিটির সভাপতি। আরেক সহযোগী কাতেবীন খ্যাত মো. ফারুক হোসেন কমিটির কোষাধ্যক্ষ। সফিউজ্জামান লিটন সোনারগাঁ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের পিএস পরিচয় দিয়ে সিদ্ধিরগঞ্জ এলাকায় সন্ত্রাসী-চাঁদাবাজী সহ সকল প্রকার অপকর্মের মূলহোতা ছিলেন। সাত খুনের পর তিনি এলাকা ছেড়ে গা-ঢাকা দিলেও পরবর্তীতে তিনি নূরুজ্জামান জজের প্রধান সহযোগী হিসেবে শিমড়াইল মোড়ে সকল অপকর্মের নেতৃত্ব হাতে তুলে নেয়। অপরদিকে ফারুক হোসেন সোনারগায়ের কাঁচপুর কুতুবপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে জুট সন্ত্রাসী সহ এলাকায় সন্ত্রাসী-চাঁদাবাজির ব্যাপক অভিযোগ রয়েছে। এক সময় তার অপকর্মের কারণে এলাকাবাসী ফুসে উঠে তার বিরুদ্ধে তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে এলাকা থেকে তাকে বিতারিত করে। এরপর থেকে তিনি বেশকিছু দিন গা-ঢাকা দিয়ে থাকেন। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় বসবাস শুরু করেন। সুযোগ বুঝে নূরুজ্জামানা জজের সাথে ধীরে ধীরে সখ্যতা গড়ে তোলে। বর্তমানে সফিউজ্জামান লিটন ও ফারুক হোসেনের নিয়ন্ত্রণে রয়েছে পুরো শিমরাইল এলাকা। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সংগঠনের নামে সফিউজ্জামান লিটন ও ফারুক হোসেন নতুন মিশনে নেমেছে। তারা হকারদের কাছ থেকে কোটি টাকা চাঁদাবাজির জন্যই বিভিন্নভাবে আমাদের চাপ প্রয়োগ করছে। এতে আমরা দিশেহারা হয়ে পড়েছি। শিমড়াইল এলাকায় আমরা ব্যবসা করতে পারবো কিনা, এ নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছি। এ বিষয়ে জানতে ‘বাংলাদেশ হকার্স ফেডারেশন’ এর সভাপতি সফিউজ্জামান লিটন ও কোষাধ্যক্ষ ফারুক হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি। উল্লেখ্য, গত ২২ মার্চ রাতে ‘বাংলাদেশ হকার্স ফেডারশন’ সিদ্ধিরগঞ্জ থানা কমিটি কার্যালয়ের উদ্বোধন করার জন্য সকল হকারদের চিঠির মাধ্যমে দাওয়াত দেওয়া হয়। পরে পুলিশের বাধায় আর উদ্বোধণ করা হয়নি। গত রোববার রাতে উক্ত ফেডারেশনের কার্যালয় স্থাপন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ বাধে। এক পক্ষ কার্যালয় ভেঙে দিলে অপরপক্ষ ৯৯৯ এ কল করলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, উক্ত কমিটির কার্যালয় নির্মাণকে ঘীরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা