আজ সোমবার | ২১ জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২ | ২৫ মহর্‌রম ১৪৪৭ | রাত ১:৪৮

দিশেহারা আ’লীগের তৃণমূল!

ডান্ডিবার্তা | ২৮ মার্চ, ২০২৩ | ১২:৩৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ নির্বাচনের প্রভাব পড়তে শুরু করেছে নারায়ণগঞ্জের সর্বত্র। দলের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে নির্বাচনী হাওয়া। তবে, দ্রুততার সাথে দ্বাদশ নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও কমেনি দলীয় কোন্দল। দলের প্রভাবশালী নেতৃবৃন্দের দ্বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দের মাঝে। সময় যত গড়াচ্ছে এবং আওয়ামী লীগের ক্ষমতার মেয়াদ যত দীর্ঘস্থায়ী হয়েছে তত আওয়ামী লীগের হেভিওয়েটদের বিরোধ এলাকায় এলাকায় ছড়িয়ে যাচ্ছে। ক্ষমতাসীনদের মধ্যে দলীয় কোন্দলে দ্বিধা বিভক্তিতে পড়ছে তৃণমূল। শীর্ষ স্থানীয় নেতাকর্মীদের বিরোধে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা প্রায় দিশেহারা। নির্বাচনের আগে এই বিরোধ নিস্পত্তি করা অত্যন্ত জরুরি হয়ে গেছে বলে জেলার শীর্ষস্থানীয় নেতারা মনে করছেন। আওয়ামী লীগের বিরোধ এখন সবগুলো জায়গায় ছড়িয়ে পড়েছে। আর ক্ষমতাসীনদের দলে কোন্দল এবং বিভেদকে পুজিঁ করে ফায়দা লুটে নিচ্ছে মাঠের প্রধান বিরোধী দল বিএনপি। এমনকি, নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দলের রাজনীতিতে উত্তর মেরু আর দক্ষিন মেরুর দ্বন্ধ যোগ যোগ ধরে চলে আসছে। সামান্য ইস্যুকে কেন্দ্র করে এক বলয়ের নেতৃবৃন্দ আরেক বলয়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ছে। বিভিন্ন সময় ঘটেছে সংঘর্ষের ঘটনা। সবচেয়ে বড় বিষয়ে হচ্ছে কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ। এদিকে, দ্বাদশ নির্বাচনের পূর্ব মুহুর্তে আওয়ামীলীগের প্রভাবশালী নেতৃবৃন্দ সাংসদ শামীম ওসমান এবং মেয়র আইভীর বিরোধ নিরসন করা না হলে এর প্রভাব নির্বাচনেতো পড়বেই এমনকি রাজনৈতিক পরিস্থিতির পরবর্তন ঘটলে মেয়র আইভীর অধ্যুষিত এলাকাগুলোতে বিরোধদলের র্প্রার্থীরা বিশেষ সুবিধ নিবে বলেও ধারন া করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। তাই নির্বাচনের আগ মুহুর্তে ঢাকার পাশ্ববর্তী গুরুত্বপূর্ণ জেলা নারায়ণগঞ্জে আওয়ামীলীগের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে প্রভাবশালী এই দুই বলয়ের কোন্দল নিরসনে হার্ডলাইনে যাবেন কেন্দ্র এমনটাই দাবি ক্ষমতাসীনদলের দুঃসময়ে থাকা নেতৃবৃন্দের। সূত্রমতে, জেলা ও মহানগর আওয়ামীলীগের রাজনীতি সমানতালে নিয়ন্ত্রন করেন সাংসদ শামীম ওসমান এবং মেয়র সেলিনা হায়াত আইভী। জেলা ও মহানগর আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদ পদবীতে সমান তালেই নিজ নিজ বলয়ের নেতৃবৃন্দের রয়েছে আধিক্য। দলীয় কর্মসূচী পালনকালে এর প্রতিফলন বরাংবারই নারায়ণগঞ্জবাসী দেখতে পান। সামান্য বিষয়াদি নিয়ে দুই বলয়ের লোকজনই রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ক্ষমতাসীনদলের দায়িত্বশীল নেতৃবৃন্দের মধ্যে চলে আসা এ বিরোধের প্রভাব দলের নেতৃবৃন্দের পাশাপাশি সাধারন মানুষের উপরেও পড়ে থাকা। জেলাবাসীর মধ্যে বিরাজ করে থাকে আতংক। এমনকি নাসিক নির্বাচনের সময় মেয়র আইভী অভিযোগ করেছিলেন, আমাকে সাংসদ শামীম ওসমান ভোট প্রদান করবেন না। যে কোন কিছুর বিনিময়ে আমার প্রতিদ্বন্ধী প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে সাংসদ শামীম ওসমান বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। এর জবাবে, সাংসদ শামীম ওসমান নাসিক নির্বাচনে ভোট প্রদানকালে তার প্রদত্ত ভোটটি আওয়ামীলীগের দলীয় প্রার্থীকে দিয়েছেন তা মিডিয়ার মাধ্যমে নারায়ণগঞ্জবাসী জানতে পেরেছেন। এয়াড়াও সোনারগাঁ আওয়ামীলীগের সম্মেলনে মেয়র আইভী সাংসদ শামীম ওসমানকে উদ্দেশ্য করে উত্তেজনামূলক বক্তব্য প্রদান করেন। এর কিছুদিন পর, জেলা আওয়ামীলীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দেও সামনেই নারায়ণগঞ্জকে নেগেটিভ ভাবে তুলে ধরেন। এতে করে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ দেশবাসীর কাছে নারায়ণগঞ্জবাসীর ভাবমূতি ক্ষুন্ন হয়েছে বলেও সাধারন মানুষ মনে করছেন। অপরদিকে, এর পক্ষান্তরে বিভিন্ন সভা সমাবেশে মেয়র আইভীকে ছোট বোন আখ্যা দিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দলকে শক্তিশালী করার জন্য জেলার সকল নেতৃবৃন্দকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। তবে, দ্বাদশ নির্বাচনের আগ মুহুর্তে নারায়ণগঞ্জের রাজনীতিতে সাংসদ শামীম ওসমান এবং মেয়র আইভীর কোন্দল নিরসনে কেন্দ্র হার্ডলাইনে থেকে সমাধান করবে এমনটাই প্রত্যাশা দলের সর্বস্তরের নেতৃবৃন্দের। দলীয় নেতৃবৃন্দ মনে করেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী এ নেতার ঐক্য প্রত্যাশা দীর্ঘদীনের। প্রভাবশালী এ দুই নেতার দ্বন্ধের সুযোগ নিচ্ছেন বিরোধীদলের নেতৃবৃন্দ। আর বিএনপি-জামায়াত জোট কখনো চাইবে না শামীম ওসমান এবং মেয়র আইভীর বিরোধ নিষ্পত্তি হউক। প্রভাবশালী এই দুই নেতার কোন্দল যে সময়টাতে নমনীয় এবং সহনীয় পর্যায়ে চলে আসে ঠিক সে মুহুর্তেই বিএনপি-জামাত জোট কিংবা বাম ঘরানার কিছু চাটুকাররা নতুন যে কোন বিষয়কে সামনে এনে আবারো সাংসদ শামীম ওসমান এবং আইভীর বিরুদ্ধে নতুন করে কোন্দল সৃষ্টির মাধ্যমে দলীয় বিভেদ সৃষ্টি করে। তাই দলীয় নেতৃবৃন্দের দাবি, দল এবং দলের নেতাকর্মীদের স্বার্থে তৃতীয় পক্ষের কোন বিষয়ে গুরুত্ব না দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাংসদ শামীম ওসমান এবং মেয়র আইভীর কোন্দল নিরসন হবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা