আজ সোমবার | ২১ জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২ | ২৫ মহর্‌রম ১৪৪৭ | রাত ১:৪১

হাসপাতালের অন্তরালে এনজিও ব্যবসা

ডান্ডিবার্তা | ২৯ মার্চ, ২০২৩ | ১২:২৮ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দর ১নং খেয়াঘাটের মাজি সমিতির সাবেক সভাপতি শিবু দাসের ছেলে নিপু দাস মায়ের ছায়া শ্রমজীবি সমবায় সমিতি লি: নামে একটি এনজিওর করে এলাকার নিরীহ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। জানতে পারা যায় বন্দর জেনারেল হাসপাতাল দেখিয়ে সাধারন মানুষকে ধোকা দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে মাসের পর মাস টাকা ফেরত না দিয়ে তালবাহানা করছে নিপু দাস। টাকা আদায় করতে সামাজিক ও আইনগত ব্যবস্থা নিয়েও টাকা তুলতে পারছেনা ভুক্তবোগীরা। গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্দর বাজার এলাকায় বন্দর জেনারেল হাসপাতালের পরিচালক নিপু দাস মায়ের ছায়া শ্রমজীবি সমবায় সমিতি লি: নামে একটি এনজিও খোলে। দিন এনে দিন খাওয়া গরিব অসহায় ও বিভিন্ন দোকান ধারদের এনজিওর সাইনবোর্ড লাগিয়ে লোন দেওয়া ও দিগুন টাকা দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক নিপু দাস। গ্রাহকদের জমানো টাকা ফিরত পেতে হতে হচ্ছে মাসের পর মাস হয়রানী এবং টাকার জন্য চাপ দিচ্ছে ভুক্তভোগীরা। এব্যাপারে গ্রাহকদের সাথে কথা বললে বলেন, আমেনা বেগম ২৫ লক্ষ টাকা, লিজা ৩ লক্ষ ৫০ হাজার টাকা, সোহাগ ৩ লক্ষ টাকা, রানুর ১ লক্ষ টাকা, আনছার মিয়ার ৬০ হাজার টাকা, আওয়াল ১৭ হাজার টাকা, তিননাথ ৬ হাজার টাকা, সুরিয়া ৪ হাজার ৫শত টাকা, রবি ২০ হাজার টাকা, মনু ৬ হাজার টাকা, হালিমা ৮০ হাজার টাকা, ডা: রাসেল ৭ হাজার টাকাসহ অসখ্য গ্রাহকের কাছ থেকে বিভিন্ন প্রবলন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়। এছারাও বন্দর জেনারেল হাসপাতালে মায়ের ছায়া শ্রমজীবি সমবায় সমিতি লি: এর গ্রাহকরা অল্প টাকায় চিকিৎসা পাবে বলে প্রলবন দেখায়। কিন্তু এখন আমাদের পাওনা টাকা ফিরত চাইলে দেখাচ্ছে নান্নান তালবাহানাসহ বিভিন্ন হুমকি দেখাচ্ছেন। মাসের পর মাস গুরাচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না আমরা প্রতারক নিপু দাসের শাস্তির দাবি জানাই। এদিকে প্রতারক নিপু দাসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়না। এব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বলেন, প্রতারণার বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা