আজ সোমবার | ৭ জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ১১ মহর্‌রম ১৪৪৭ | রাত ১০:৫৬

কপাল খুলছে বহিষ্কৃত নেতাদের

ডান্ডিবার্তা | ২২ এপ্রিল, ২০২৫ | ১২:১৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের নানান কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারও বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ, আবার কারও বিরুদ্ধে সাংগঠনিক শৃংখলা ভঙ্গের অভিযোগ। অপরাধের মাত্রা ও দলীয় ইমেজের কথা বিবেচনা করে বহিষ্কৃতদের অনেককেই দলে ফেরানো হতে পারে। খোঁজ নিয়ে জানা যায়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতা দল থেকে বহিস্কার হয়েছেন। এসব বহিস্কারাদেশ পাওয়া নেতাদের দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি সাংগঠনিক শৃংখলা ভঙ্গ, অপরটি ফৌজদারী অপরাধে জড়িয়ে দলের ইমেজ ক্ষুন্ন। এছাড়া ৫ আগস্টের পূর্বে ও ৫ আগস্টের পরে বহিষ্কৃতদেরও আলাদা ভাবে দেখা হচ্ছে।
তবে বহিষ্কৃত হওয়া নেতারা নিজেদের পদ ফিরে পেতে ব্যাপক দৌড়ঝাপ করেছেন। কিন্তু কিছুতেই পদ ফিরে পাননি নারায়ণগঞ্জের কোন নেতা। কেউ কেউ হতাশা ব্যক্ত করেছেন, আবার কেউ বহিষ্কারাদেশ উপেক্ষা করে নিজের মত করে রাজনীতি চালিয়ে যাচ্ছেন। এদের ভেতর কেউ কেউ দলে ফেরার সবুজ সংকেত পেয়ে নীরব রয়েছেন। বহিষ্কৃত হওয়া একাধিক বিএনপি নেতা জানান, অপরাধের মাত্রা এবং ৫ আগস্টের আগে পড়ে বিবেচনায় অনেককেই দলে ফেরার ইঙ্গিত দিয়েছে দলের হাই কমান্ড। তবে সহসাই দলে ফেরানো হবে না। নির্বাচনের আগে আগে তাদেরকে দলের প্রাথমিক পদ ফিরিয়ে দেয়া হবে। নির্বাচনের আগ পর্যন্ত ধৈর্য্যের সাথে দলীয় রাজনীতি চালিয়ে যাবার কথা বলা হয়েছে। কোন অবস্থাতেই যেন ফের বিতর্কে জড়িয়ে না যান সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত এক নেতা বলেন, দলের শীর্ষ নেতাদের সাথে আলাপ হয়েছে। সকলেই আশ্বস্থ করেছেন নির্বাচনের আগে দলের পদ ফিরিয়ে দেয়া হবে। এই মুহূর্তে পদ ফিরিয়ে দেয়া হলে অধিক বিতর্কিতরা তদবির বাড়িয়ে দিবে দলে ফেরার জন্য। তাই কাউকেই দলের পদ ফিরিয়ে দেয়া হচ্ছে না। নির্বাচনের আগে একযোগে অনেকের পদ ফিরে আসবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ৫ আগস্টের আগে ও পরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা বহিষ্কার হয়েছেন। ৫ আগস্টের পূর্বে বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আতাউর রহমান মুকুল, সদস্য শওকত হাশেম শকু, সাবেক কাউন্সিলর হান্নান, সাবেক কাউন্সিলর সুলতান, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলমগীর হোসেন, কাঞ্চন পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আবুল বাশার, রূপগঞ্জ উপজেলাধীন কায়েতপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোসলেম উদ্দীন মেম্বার ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। এছাড়া ৫ আগস্টের পর বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, তারাবো পৌরসভা বিএনপির সহ সভাপতি  সাবেক কাউন্সিলর মতিন ভুঁইয়া, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবোয়ক আশরাফ ভুঁইয়া প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা