
হাবিবুর রহমান বাদল
নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সোমাবর সন্ধ্যা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কম্বাইন্ড পেট্রেলিং শুরু করবে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সন্ধ্যায় সাংবাদিকদের জানান, রাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চালু হবে। নারায়ণগঞ্জে প্রায় প্রতিদিনই কোন না কোন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই ও রাহাজানি চললেও পুলিশের টহল তৎপরতা তেমন নেই বলেই চলে। নারায়ণগঞ্জবাসী মনে করে, শহর ও শহরতলির আশেপাশে এবং প্রতিটি থানা এলাকায় টহল পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক যেমন কমবে তেমনই ছিনতাইও কমে আসবে। গত কয়েক দিন একাধিক নগরবাসী ও আশেপাশের থানা এলাকার বাসিন্দাদের সাথে আলাপকালে তারা জানান, সাধারণত; গুরুত্বপূর্ন কোন কাজ না থাকলে তারা বাইরে বের হন না। দামি জিনিস পত্র নিয়ে চলাচল খুবই কম করেন। ৯৯৯ এ আগে কল দিয়ে সুবিধা পেলেও এখন সহজে পুলিশ সারা দেয় না। বাড়িতে থেকেও অনেকেই আতঙ্কে থাকেন। কোথায় কখন ছিনতাই হবে তা কেউ বলতে পারে না। বিশেষ করে ভোর বেলা শহর ও শহরতলিতে অহরহ ছিনতাইয়ের ঘটনা ঘটলেও টহল পুলিশ খুঁজে পাওয়া যায় না। বিশেষ করে বিশ^বিদ্যালয়ের ছাত্র সীমান্তকে ছিনতাইকারীদের হাতে প্রাণ দেয়ার পর নগরবাসীর মধ্যে আতঙ্ক বৃদ্ধি পেয়েছে। এমনকি ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ার পরও অবস্থার তেমন কোন পরির্বতন হয়নি। এ ব্যপারে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, নারায়ণগঞ্জ শহর ও শহরতলিসহ জেলার সর্বত্র পুলিশি টহল অব্যাহতসহ বিশেষ অভিযান চলছে। তবে কম্বাইন্ড পেট্রোলিং অভিযান অচিরেই আরো জোরদার করা হবে। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে পুলিশকে সহায়তার অনুরোধ জানান। নগরবাসীর মনে আতঙ্ক দিন দিন বেড়েই চলেছে। পাড়া-মহল্লার গলিপথ থেকে শুরু করে রাস্তাঘাট সর্বত্র এখন ছিনতাই আতঙ্ক ভর করেছে। সন্ধ্যা নামলেই চারদিকে ছিনতাই-ডাকাতির আতঙ্কে সাধরণ মানুষ বাইরে বের হতে ভয় পায়। খোদ রাজধানীতে শত শত মানুষের সামনে রামদা দিয়ে রিকশা আরোহীর ওপর সন্ত্রাসী হামলার মতো ঘটনা ঘটছে। এমনকি বাসের মধ্যেও কেউ এখন নিজেকে নিরাপদ ভাবতে পারছেন না। ডাকাতি করে সর্বস্ব লুট করা ছাড়াও ধর্ষণের মতো পৈশাচিক ঘটনা ঘটছে। প্রতিদিনই সারা দেশে এ রকম অপরাধ চিত্র বাড়ছে। তবে এত পুলিশ থাকার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির কেন এত অবনতি হচ্ছে-সেটি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আর প্রশ্নের শেষ নেই। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, পেশাদার পুলিশিং হচ্ছে না বলেই এমনটি হচ্ছে। বিশেষ করে পুলিশ বাহিনীতে ঘাপটি মেরে থাকা গণ-অভ্যুত্থানবিরোধী পুলিশ সদস্যদের গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তাদের মতে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে এ বাহিনীতে নিয়োগের সময় একেবারে বেছে বেছে আওয়ামীপন্থিদের চাকরি দেওয়া হয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে চিহ্নিত পুলিশের অনেক শীর্ষ কর্মকর্তাসহ কয়েকশ পুলিশ পালিয়ে যায়। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পক্ষে ন্যক্কারজনকভাবে ভূমিকা রাখায় সঙ্গত কারণে দেশজুড়ে পুলিশও ছাত্র-জনতার রোষানলে পড়ে। পুলিশের অনেক স্থাপনা ও যানবাহন আক্রান্ত হয়। ওই পরিস্থিতিতে কার্যত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। তবে অন্তর্বতী সরকার ক্ষমতায় আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে নানামুখী প্রচেষ্টা এখনো অব্যাহত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশকে সহায়তা করতে শুরু থেকে সেনাবাহিনীর সদস্যরা মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন। অপরাধী ধরতে চলছে যৌথবাহিনীর অভিযান, অপারেশন ডেভিল হান্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ে পুলিশ সদর দপ্তরে চালু করা হয়েছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। ডেভিল হান্ট অভিযান চললেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় গতকাল সোমবার সন্ধ্যা থেকে দেশব্যাপী যৌথ বাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং শুরু করেছে। নারায়ণগঞ্জবাসী মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলের মত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে জায়গায় জায়গায় চেক পোস্ট গয়েন্দা বিভাগের তৎপরতা বৃদ্ধি বিশেষ করে অলিগলিতে পুলিশের মোটর সাইকেল টহল বৃদ্ধি করলে পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে। কারণ স্বৈরশাসকের পতনের পর সাধারণ মানুষের মধ্যে সংস্কারের চাইতে বড় আকাঙ্খা ছিল শান্তিতে চলাফেরা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তথা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। যা করতে সাড়ে ৬ মাসে অর্ন্তবর্তি কালীন সরকার করতে ব্যর্থ হয়েছে। নারায়ণগঞ্জের মানুষ রাজনৈতিক সচেতন। তারা মনে করে কম্বাইন্ড পেট্রোলিং চালুর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি জুলাই বিপ্লবের পর যারা আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া জরুরী। আর এমনই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯