
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের সংসদীয় ৩টি আসনের সীমানা পরিবর্তনর খসড়া চুড়ান্ত করায় ৩টি আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কারণ তারা দীর্ঘ দিন ধরে আগের সীমানা এলাকা ধরে রাজনীতি করতেন। এখন তাদের কাছ থেকে কিছু এলাকা ছুটে গিয়ে নতুন এলাকা যোগ হওয়ায় তাদের মধ্যে রাজনৈতিক শূন্যতা দেখা দিয়েছে। নতুন এলাকার জনগণকে ভোটের জন্য উদ্ভোদ্ধ করাটা এ অল্প সময়ে কঠিন হয়ে পড়বে। তবে অনেকে বলছেন, এ সিদ্ধান্ত নির্বাচনকে বাধাগ্রস্থ করবে। আর নতুন এ সিদ্ধান্তে প্রার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। নতুন করে সীমানা নির্ধারনের ফলে ৩টি আসনের নির্বচনের মোড়ও ঘুরে যাচ্ছে। এর আগেও একবার বন্দর উপজেলাকে সোনারগাঁয়ের সাথে সংযুক্ত করা হয়েছিল। তখন বন্দরবাসীর তীব্র প্রতিবাদের মুখে নির্বাচন কমিশন আগের সীমানাতেই সদর-বন্দর আসনটি বলবৎ রাখেন। পুরো বন্দর থানাটি সদর-বন্দর আসনের মধ্যে ছিল। এখনকার সিধান্ত মোবাকের বন্দর থানাটি ২টি আসনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বন্দরবাসী সদর আসনের মধ্যে থাকতে চান। নতুন সিধান্ত বন্দরবাসী প্রত্যাখান করেছেন। আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জের তিনটিসহ সারা দেশের ৩৯ সংসদীয় আসনগুলোর মধ্যে সীমানায় পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করা হয়েছে। গতকাল বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তবে আগামী ১০ আগস্ট পর্যন্ত এই খসড়ার বিরুদ্ধে আবেদন করতে পারবেন। গণমাধ্যমে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ৩৯ আসনে পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত সংক্ষুব্ধরা এই খসড়ার বিরুদ্ধে আবেদন করতে পারবেন। প্রভাবিত নারায়গঞ্জের তিনটি আসনগুলো হলো, নারায়ণগঞ্জ-৩ এর আওতায় সোনারগাঁ উপজেলার কাঁচপুর, সাদিপুর, জামপুর, সনমান্দী, নোয়াগাঁও, বারদী, বৈদ্যের বাজার, শম্ভুপুরা, পিরোজপুর, মোগরাপাড়া ইউনিয়ন। বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ, বন্দর ইউনিয়ন পরিষদ, মুছাপুর ইউনিয়ন পরিষদ, ধামগড় ইউনিয়ন পরিষদ এবং মদনপুর ইউনিয়ন পরিষদ। নারায়ণগঞ্জ-৪ আসনে থাকছে ফতুল্লা, এনায়েতনগর, বক্তাবলী, কাশিপুর, কুতুবপুর, গোগনগর, আলীরটেক। নারায়ণগঞ্জ-৫ আসনে আসছে সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড। ১নং ওয়ার্ডের আওতায় রয়েছে পাইনাদী পূর্ব অংশ ও মিজমিজি বাতানপাড়া (আংশিক), ২নং ওয়ার্ডে রয়েছে পাইনাদী পূর্ব অংশ ও মিজমিজি বাতানপাড়া ৩নং ওয়ার্ডে রয়েছে নিমাইকাশারী, নয়াআটি, বাঘমারা, সানারপাড়, ৪নং ওয়ার্ডে রয়েছে শিমরাইল, আটি, উত্তর আজীবপুর(উত্তর অংশ), উত্তর আজীবপুর(দক্ষিণ অংশ)। ৫নং ওয়ার্ডে রয়েছে আজীবপুর দক্ষিণ, সিদ্ধিরগঞ্জ কলাবাগান পূর্ব, সিদ্ধিরগঞ্জ কলাবাগান পশ্চিম, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র ও সিদ্ধিরগঞ্জ সাইলো। ৬নং ওয়ার্ডে রয়েছে সুমিলপাড়া (সকল), আদমজী ইপিজেড, সোনামিয়া বাজার, বাগপাড়া, মন্ডলপাড়া। ৭নং ওয়ার্ডে রয়েছে কদমতলী উত্তর, কদমতলী দক্ষিন, নয়াপাড়া, ৮নং ওয়ার্ডে রয়েছে ভূইয়াপাড়া, আরামবাগ, বাড়ৈপাড়া, তাঁতখানা, সৈয়দপাড়া, আইলপাড়া, এনায়েতনগর, ধনকুন্ডা, ৯নং ওয়ার্ডে রয়েছে জালকুড়ি পশ্চিম পাড়া, জালকুড়ি মাঝ পাড়া, জালকুড়ি উত্তর পাড়া, ১০নং ওয়ার্ডে রয়েছে বাগপাড়া, ২নং ঢাকেশ্বরী কটন মিলস, আরামবাগ, রসুলবাগ, মীরপাড়া, চিত্তরঞ্জন কটন মিল এলাকা, আজিম মার্কেট, কো-অপারেটিভ, পাঠানটুলী ওয়াটার ওয়ার্কস সড়কের অংশ বিশেষ যা আজিম মার্কেটের খাল হতে এসিআই এর উত্তর পার্শ্ব পর্যন্ত। ১১নং ওয়ার্ডে রয়েছে ওয়াটার ওয়ার্কস রোড বিআইডাবিøউটিসি অংশ, খন্দকার পাড়া, নিউ হাজীগঞ্জ রোড, এসিআই, ঈশা খান রোড, হাজীগঞ্জ, তল্লা, নগর খানপুর (মোকরবা রোড), খানপুর ব্রাঞ্চ রোড (সরদার পাড়া অংশ)। ১২নং ওয়ার্ডে রয়েছে সরদার পাড়া অংশ,মজিদ খানপুর, নিউ খানপুর (ব্যাংক কলোনী), ইসদাইর, মিশন পাড়া উত্তর চাষাড়া। ১৩নং ওয়ার্ডে রয়েছে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট, আমলাপাড়া, মাছুয়াপাড়া, কলেজ রোড, আল্লামা ইকবাল রোড, নবাব সলিমুল্লাহ রোড, কালীরবাজার, ডি এন রোড (হোল্ডিং নং-৯৮ হতে ১৩৫ পর্যন্ত) ১৪নং ওয়ার্ডে রয়েছে ডি এন রোড, নন্দী পাড়া, দেওভোগ ওয়েস্ট রোড, শের-এ বাংলা রোড, জিয়শ ট্যাংক রোড, বঙ্গবন্ধু রোডের পশ্চিমাংশ (উকিল পাড়া) ১৫নং ওয়ার্ডে রয়েছে পুরাতন কোর্ট এলাকা, দ্বিগুবাবুর বাজার, টি এন টি অফিস, মীরজুমলা রোড, সনাতন পাল লেন, চেম্বার রোড, টানবাজার এলাকা, কুটিপাড়া, আর কে মিত্র রোড, বংশাল রোড, বি দাস রোড, আর কে দাস রোড, নতুন জিমখানা, বঙ্গবন্ধু রোড, ভিক্টোরিয়া হাসপাতাল, নগর ভবন, মন্ডলপাড়া। ১৬নং ওয়ার্ডে রয়েছে ১নং বাবুরাইল, ২নং বাবুরাইল দেওভোগ পাক্কা রোড, এল. এন. এ রোড শের-এ বাংলা রোড, পুরাতন জিমখানা। ১৭নং ওয়ার্ডে রয়েছে পাইকপাড়া, নয়াপাড়া, আমহাট্টা, ভূঁইয়া পাড়া, শাহসুজা রোড, পাইকপাড়া খেলার মাঠ। ১৮নং ওয়ার্ডে রয়েছে বি কে রোড, জমিদারী কাচারী গল্লী, নলুয়া রোড, তোলারাম সড়ক, সুলতান গিয়াস উদ্দিন রোড (তামাক পট্টি ও কদমতলী), গোপচর, শহীদনগর ডিয়ারা। ১৯নং ওয়ার্ডে রয়েছে লক্ষারচর, শান্তিনগর (উত্তরাংশ), এম এন ঘোষাল রোড, ইসলামপুর রোড, পি এম রোড, ফরাজীকান্দা (দক্ষিণ-পশ্চিমাংশ)। ২০নং ওয়ার্ডে রয়েছে ফরাজীকান্দা (উত্তরাংশ), কেএনসেন রোড (মাহমুদ নগর), কেএনসেন রোড (ডক ইয়ার্ড দক্ষিণাংশ), সোনাবিবি রোড (বেপারীপাড়া, সোনাকান্দা), দড়ি সোনাকান্দা, হাজীপুর (পশ্চিমাংশ) ২১নং ওয়ার্ডে রয়েছে দত্তপাড়া (দক্ষিণাংশ), বাংলাদেশ পাড়া (দক্ষিণাংশ), শাহী মসজিদবাড়ী, সালেহনগর, কেএনসেন রোড (ডক ইয়ার্ড উত্তরাংশ), সোনাবিবি রোড (এনায়েতনগর, চৌধুরীপাড়া, নোয়াদ্দা), এসএস সাহা রোড (দক্ষিণাংশ)। ২২নং ওয়ার্ডে রয়েছে দত্তপাড়া (উত্তরাংশ), বাংলাদেশ পাড়া (উত্তরাংশ), কোটপাড়া, বন্দর ঠাকুরবাড়ি, বন্দর কলোনী, স্বল্পের চক (দক্ষিণাংশ), এসএস সাহা রোড (উত্তর-পূর্বাংশ), এইচএম সেন রোড, উইলসন রোড (দক্ষিণাংশ)। ২৩নং ওয়ার্ডে রয়েছে স্বল্পের চক (উত্তরাংশ), উইলসন রোড (উত্তরাংশ), একরামপুর, নবীগঞ্জ (দক্ষিণাংশ), কদমরসুল রোড, গোলাম আসাদ রোড (দক্ষিণাংশ)। ২৪নং ওয়ার্ডে রয়েছে নবীগঞ্জ (উত্তরাংশ), টি হোসেন রোড (নবীগঞ্জ), শামসুদ্দিন ইলিয়াস শাহ রোড, গোলাম আসাদ রোড (উত্তরাংশ), বক্তারকান্দি দেউলী চৌড়াপাড়া (দক্ষিণাংশ), দেউলী চৌড়াপাড়া (দক্ষিণাংশ), বন্দর নোয়াদ্দা, উত্তর নোয়াদ্দা, কাইতাখালি, আমিরাবাদ। ২৫নং ওয়ার্ডে রয়েছে চৌড়াপাড়া (উত্তরাংশ), দেউলী চৌড়াপাড়া (উত্তরাংশ), দাসের গাঁও (পশ্চিমাংশ), লক্ষণখোলা (দক্ষিণ-পশ্চিমাংশ)। ২৬নং ওয়ার্ডে রয়েছে লক্ষণখোলা রোড (উত্তর-পশ্চিমাংশ), রামনগর, সোনাচরা, সোনাচরা বাগ, ইস্পাহানি ডকইয়ার্ড, কুটির বৃন্ধ, কুড়িপাড়া (খালপাড়)। ২৭নং ওয়ার্ডে রয়েছে কুড়িপাড়া, চাপাতলী, লালখার বাগ, নাজিরগঞ্জ, বঙ্গ শাসন, মুরাদপুর, হরিপুর, ফুলহর (পশ্চিমাংশ)। নির্বচন কমিশনের আসন বন্টন নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সম্ভাব্য প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারন নির্বাচন কমিশনের রুটিন কাজ। তবে সঠিক ভাবে সীমানা নির্ধারণ করা হয়নি। আর ভোটের আনুমাতিক হারে সীমানা নির্ধারন করা হয়নি। এমনকি ভৌগলিক ভাবেও হয়নি। এতে করে ¥রা সংক্ষুব্ধ ও হতাশ। সেই সাধে সাধারণ মানুষও হতাশ। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও সম্ভাব্য প্রার্থী আবু আল ইউসুফ খান টিপু তার ফেস বুকে লিখেন, নির্বাচন কমিশন বর্তমান অন্তবর্তীকালীন সরকার আজ্ঞাবহ হয়ে বর্তমান সরকারের অপকৌশল হিসেবে রাজনৈতিক কুটচাল করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে দীর্ঘায়িত ও বানচাল করার জন্য নানারায়ণগঞ্জ জেলা ও মহানগর নাগরিকদের অধিকার খর্ব করে নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসনকে নতুন করে বন্টন করেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জনগণের অধিকার ফিরিয়ে দিয়ে নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসন পূর্বের অবস্থায় বহাল রাখার জন্য জোর দাবী জানাচ্ছি। অন্যথায় নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসনের জনগণ নিজেদের অধিকার ফিরিয়ে আনার জন্য দূর্বার আন্দোলন গড়ে তুলবে। তার জন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে, বর্তমান সরকারকে দায়িত্ব বহন করতে হবে।
ই
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
« জুলাই | সেপ্টেম্বর » |
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯