আজ সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২ | ২২ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ১১:৩৬

বিএনপিতে বির্তকিতরা বহিস্কার আতঙ্কে

ডান্ডিবার্তা | ৩১ জুলাই, ২০২৫ | ১০:২১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপিতে চলছে হ-য-ব-র-ল অবস্থা। কেউ কাউকে মানছে না। যে ভাবে পারছেন আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছেন। এতে করে ভঙ্গ হচ্ছে দলের শৃঙ্খলা, নীতি ও আদর্শ। ইতিমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নারায়ণগঞ্জের বেশ কয়েকজনকে বহিস্কার করেছে। যাদের মধ্যে ফতুল্লার রিয়াদ চৌধুরী, খোকা, বন্দরের হান্নান সরকার, আড়ইহাজারের ৫জন। গতকাল বুধবার দোকানের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্রার দায়ে বিএনপি ৫জনকে বহিস্কার করে। এছাড়াও দলের শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংস্কৃতি পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আট নেতাকে অব্যাহতি দিয়েছে দলটি। গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া চিকিৎসকরা হলেন ডা. খায়রুল ইসলাম, ডা. রফিকুল কবির লাভলু, ডা. মো. ফারুক হোসেন, ডা. মাহবুব আরেফিন রেজানুর রশীদ, ডা. এম এ কামাল, ডা. সাজেদ, ডা. শাওন ও ডা. রাকিব। একইসঙ্গে জানানো হয়েছে, ভবিষ্যতে ড্যাব বা এর অংশীজন কোনো সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্য হিসেবেও তারা বিএনপির কোনো পর্যায়ে দায়িত্ব পালন করতে পারবেন না। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটি জানায়, উল্লিখিত চিকিৎসকদের কেউ সংগঠনের অনুমোদন ছাড়াই বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন, যা ড্যাবের গঠনতন্ত্র ও বিএনপির শৃঙ্খলার পরিপন্থি। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা