আজ সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২ | ২২ রবিউল আউয়াল ১৪৪৭ | সন্ধ্যা ৬:৫৩

নেতা-পাতি নেতাদের কর্মকান্ডে ডুবছে বিএনপি

ডান্ডিবার্তা | ১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:২৩ পূর্বাহ্ণ

হাবিবুর রহমান বাদল
ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব‍্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। বিএনপি ও সহযোগী সংগঠনের কতিপয় পদ পদবীধারী নেতাসহ পাতি নেতাদের কারনে সংগঠনের ভাবমর্তি নষ্টের পাশাপাশি সাধারন মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জুলাই বিপ্লবের পর এক শ্রেনীর নেতাকর্মী এমনকি লেবাসধারী নেতারাও সারা দেশের মত নারায়ণগঞ্জে বিভিন্ন সেক্টর দখল, মামলা বানিজ্য, চাঁদাবাজি থেকে শুরু করে ওসমানীয় সা¤্রাজ্যের মত বিভিন্ন বানিজ্যিক ও সামাজিক সংগঠন দখল করে দলীয় ইমেজ অনেকটাই ক্ষুন্ন করেছে। কোটি টাকার চাঁদাবাজি থেকে শুরু করে ফুটপাতের দোকানীদের কাছ থেকেও চাঁদাবাজি অব্যাহত থাকায় বিএনপির ইমেজ অনেকটাই ক্ষুন্ন হয়েছে। এ সুযোগে নারায়ণগঞ্জে বিএনপির অনেকের দিকে আঙ্গুল তুলেছে জামায়াতে ইসলামী। সাধারণ মানুষ বিএনপির হাতেগুনা কতিপয় নেতার কর্মকান্ডে অনেকটাই ত্যাক্ত বিরক্ত। দলের মধ্যে নেই কোন চেইন অব কমান্ড। নারায়ণগঞ্জে একেক সেক্টরে এক একজন নেতা। এ যেন নারায়ণগঞ্জ বিএনপির সবাই নেতা। এদের কর্মকান্ড ও বডি ল্যাঙ্গুজের কারণে শুধু সাধারণ মানুষই নয়, বরং বিএনপির অন্ধ সমর্থকরাও এখন সমালোচনা করতে শুরু করেছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা ডাকসু-জাকসু নির্বাচনের পর ছাত্র সংসদের ভরাডুবির নেপথ্যে বিএনপির কতিপয় নেতার কর্মকান্ডকে দায়ি করে বলছেন, আগামী নির্বাচনে এর প্রভাব পড়তে পারে। তবে রাজনীতি নিয়ে গবেষণা করেন এমন একাধিক ব্যক্তির সাথে আলাপকালে তারা জানান, রাজনীতিতে বিএনপির নামধারী ছন্নছাড়াদের লুটপাট আর চাঁদাবাজির প্রভাব আগামী সংসদ নির্বাচনে কিছুটা প্রভাব ফেলতে পারে। এ জন্য দলের হাই কমান্ডের উচিৎ দেশের জেলা ভিত্তিক এইসব চাঁদাবাজদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভক্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরী হয়ে পড়েছে। ইতিমধ্যে একাধিকবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের এ বিষয়ে সংযত হওয়ার আহবান জানিয়ে বলেছেন, সাধারন মানুষ মুখ ফিরিয়ে নিলে তা আগামীদিনের জন‍্য ভয়াবহ হবে। একাধিক সূত্র দাবী করেছে নারায়ণগঞ্জে গত বছরের আগষ্টের পর কিছু সংখ‍্যক নেতাকর্মী বিভিন্ন অপকর্মে জড়িয়ে পরেন। হাট-মাঠ-ঘাট এমনকি ফুটপাত দখল করতে শুরু করেন। মাত্র কয়েকমাসেই অনেকে আঙ্গুল ফুলে কলাগাছ বনে যান। এমনও দেখা গেছে জুলাই বিপ্লবের আগে যারা পায়ে হেটে চলতো। রিকসায় চলার অবস্থা ছিলনা তাদের অনেকেই রাতারাতি দামী গাড়ি কিনে ভাগ‍্য পরিবর্তন করে ফেলেছে। নারায়ণগঞ্জের অনেক নেতা পাতি নেতাই এখন নাকি কোটিপতি বনে গেছেন। এদের আচার ব‍্যবহার অনেকটাই পাল্টে গেছে। নিয়ন্ত্রন নিয়েছে বিভিন্ন ব‍্যবসা প্রতিষ্ঠানের। জুট সেক্টর এখন ঐসব নেতাদেরই দখলে। হাট মাঠ ঘাট শুধু নয় ফুটপাতের দখলও নিয়েছে তারা। ওসমানীয় কায়দায় সেক্টর নিয়ন্ত্রনের পাশাপাশি বিভিন্ন ব‍্যবসায়ী সংগগঠন নিয়ন্ত্রন করছে তারা। প্রশাসনে চলছে কতৃত্ব। থানা পুলিশে তদবীর বানিজ‍্য থেকে শুরু করে যারা নারায়ণগঞ্জের বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত তাদের তালিকা খোদ তারেক রহমানের হাতে রয়েছে বলে জানা গেছে। আগামী নির্বাচনের তফসিল ঘোষনার আগেই ঐসব নেতা-পাতি নেতাদের বিরুদ্ধে হার্ডলাইনে যাচ্ছে দলের হাইকমান্ড। যারা দলের নাম ভাঙ্গিয়ে সর্বত্র দখলবাজি করে নিজেদের আখের গুছিয়েছে তাদের দল থেকে শুধু বহিস্কারই নয় বরং আইনের আওয়ায় আনার চিন্তাভাবনা করছে হাইকমান্ড। দখলবাজির কারনে দলে দেখা দিয়ে চরম বিশৃংখলা। কেউ কাউকে মানছেনা। নারায়ণগঞ্জে কে নেতা আর কে পাতি নেতা তাও বুঝতে সময় লাগে। একেকজনের বডি লেংগুয়েজ এমন পর্যায়ে চলে গেছে যে নারায়ণগঞ্জে এখন যেন সবাই নেতা। এইসব নেতা-পাতি নেতাদের বিরুদ্ধে বিএনপির হাইকমান্ড কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে। এ কারণে গত বছরের জুন থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত দলের নেতা-পাতি নেতাদের সকল প্রকার আর্থির লেনদেনসহ পারিবারিক অবস্থা বিবেচনায় এনে একটি গোপন টিম ইতিমধ্যেই কাজ শুরু করেছে। তাদের গ্রীন সিগন্যাল পাওয়ার পর পরই হাইকমান্ডের হাতে থাকা তালিকা মিলিয়ে দলীয় পরিচয়ে করা অপরাধীদেরে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা