
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জকে পুনরায় নিয়ন্ত্রণ করার জন্য ওসমানী ষড়যন্ত্র শুরু হয়েছে। ওসমান পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জে আত্মগোপনে থানা তাদের বাহিনীকে নানা ভাবে অর্থ ও নির্দেশনা দিয়ে শহরে অস্থিরতা সৃষ্টির পায়তারা করছে। ওসমান পরীবার নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারের সময় তাদের বেশ কিছু ক্যাডার বাহিনী গড়ে তুলে ছিল। যে বাহিনী অস্ত্রবাজি থেকে শুরু করে হাঙ্গা-দাঙ্গায় পারদর্শী। ওসমান পরিবারের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী ছিল প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান। সে এতই দুর্দশ ছিল তার ভয়ে কেহ কথা বলার সাহস পেত না। তার প্রধান কাজ ছিল বিভিন্ন ব্যবসায়ীকে ধরে এনে কোটি টাকা মুক্তিপন আদায়। আর তাকে চিনত হাজীসাব বলে। এই কুখ্যাত হাজীসাবের হোন্ডা বাহিনী ছিল। যারা শহরে চাঁদাবাজি করে বেড়াত। আর এর সুযোগ করে দিত গডফাদার খ্যাত শামীম ওসমান। আর আরেক ভাই সাবেক এমপি সেলিম ওসমান বিভিন্ন সভা সমাবেশে ভাতিজার বদনাম করে বেড়াত আর তলে তলে পৃষ্টপোষকতা করত বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। শামীম ওসমান দেশের বাইরে পালিয়ে গেলেও সেলিম ওসমান দেশের বাইরে পালিয়ে যাওয়ার খবর নেই। তবে তিনি দেশেই আত্মগোপনে রয়েছেন। সে আত্মগোপনে থেকে এবার নারায়ণগঞ্জে বিশৃঙ্খলা তৈরী করে অস্থিতিশীল করার জন্য নানাভাবে অর্থ বিনিয়োগ করছে। এমনকি সেলিম ওসমানের মালিকানাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠান উইজডম গার্মেন্টস এ তিনি মাঝে মধ্যে এসে গোপনে মিটিং করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেই সাথে কিভাবে বিশৃঙ্খলা তৈরী করা যায় তা নিয়ে নানা গোপন মিটিং করছেন। বিগত সময়ে সেলিম ওসমানের সাথে থাকা তার ঘনিষ্ঠ লোকদের মাঝে একাধিক সুত্র জানান, আগামী কয়েক দিনের মধ্যে সন্ধার পরে রাতের বেলায় সেলিম ওসমানের ফ্যাক্টরীতে বড় জমায়েত করে গোপন মিটিং হতে যাচ্ছে। এই সভাকে সফল করার জন্য ৫০ লাখ টাকার বাজেট করা হয়েছে। কয়েকটি সুত্র জানান, সাবেক এমপি সেলিম ওসমান চাচ্ছে নারায়ণগঞ্জে অস্থিতিশীল তৈরী করতে। যাতে বুঝানো যায় মানুষ এখন ভালো নেই। তারা আগেই ভালো ছিল এমন কিছু কর্মকান্ড তৈরীর পায়তারা করছেন। অপরদিকে বিগত আওয়ামী লীগের সাড়ে ১৫ বছর শাসনামলে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে ওসমান পরিবার। শামীম ওসমান পরিবারের তারা তিন ভাই এমপিত্বের স্বাদ নিয়েছে। বিগত সময়ে ওসমান সম্রাজ্যের কর্ণধার হিসেবে সেলিম ওসমান নানা অপকর্মে জড়িয়ে বিতর্কিত হয়েছে। তার মাঝে বন্দরের শিক্ষক শ্যমল দত্তকে কান ধরে উঠবস করিয়ে ব্যাপক সমালোচিত হয়। এছাড়া ব্যবসায়ীদের কাছে তিনি ছিলেন আতঙ্ক। বিগত সময়ের এমপিত্বের স্বাদ তারা এখনো ফিরে পেতে চায়। আর এজন্য জাতীয় পার্টির সাবেক এই এমপি নানা ছলেবলে আবার ফিরে আসতে চায়। গত বছরের ৫ আগষ্টের পরে শামীম ওসমান দেশের বাইরে পালিয়ে যায়। এমনকি তার স্ত্রী ছেলে ওয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। কিন্তু সেলিম ওসমান এখনো দেশ ছেড়ে যাননি বলে এদাধিক সূত্র নিশ্চিত করেছে। তিনি মাঝে মধ্যে নারায়ণগঞ্জের উইজডম ফ্যাক্টরীতে এসে গোপন মিটিং করে চলে যান। কিন্তু গত ১ বছরেও তাকে এখনো গ্রেফতারের আওতায় আনা হয়নি যা নিয়ে উঠছে নানান প্রশ্ন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী হত্যা মামলা রয়েছে। এদিকে পটপরিবর্তনের পরবর্তী সময়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো কঠোর কোন এ্যাকশন না থাকায় বর্তমানে নানা লবিংয়ে আবারো আওয়ামী লীগের সাথে লাগায়োভাবে জোট থাকার মতো অন্য কোন দলের সাথে জোটে যেতে চাইছেন তার দল। আর সেই সুযোগে তিনি আবার ফিরে আসতে চান। কিছুদিন আগে বন্দরে ছাত্রলীগের ঝটিকা মিছিলে তার অর্থায়ন রয়েছে বলে মনে করেন রাজনৈতিক ব্যক্তি মহল। এতে করে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টায় মগ্ন হয়ে রয়েছেন তিনি। জানা যায়, ছাত্র হত্যা মামলায় নারায়ণগঞ্জে অর্ধশত এর অধিক মামলার আসামী হয়ে ও দেশে বর্তমান বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় সেলিম ওসমান এখনো অবস্থানরত রয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জের কয়েকজন প্রভাবশালী নেতা ও রয়েছেন। সেলিম ওসমান গ্রেফতার না হওয়ায় ক্ষুদ্ধ রয়েছে বিএনপি জামায়াতের নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব তাকে গ্রেপ্তারের দাবী উঠালেও এখনো সেলিম ওসমানের বিরুদ্ধে কেন জরুরী পদক্ষেপ নেয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ বিরাজ করছে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯