আজ সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২ | ২২ রবিউল আউয়াল ১৪৪৭ | সন্ধ্যা ৬:৫০

নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব হলো মাদকের আখড়া

ডান্ডিবার্তা | ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের আখড়ায় পরিনত হয়েছে শহরের নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব। গতকাল রবিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এসময় তিনি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব মাদকের আখড়ায় পরিণত হয়েছে। নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, মাদকের স্পর্ট গুলোকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করতে হবে, নারায়ণগঞ্জ ক্লাব, ইউনাইটেড ক্লাব সহ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে প্রতিনিয়তই মাদক সেবন মাদক পাচার কাজে ব্যবহার হয়, আইন শৃঙ্খলা বাহিনী যদি এই বিশেষ প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনতে পারে তাহলেই। নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করা সম্ভব হবে বলে আমি মনে করি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা