আজ সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২ | ২২ রবিউল আউয়াল ১৪৪৭ | রাত ৮:৪৫

মেট্রোরেলের দাবীতে আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন

ডান্ডিবার্তা | ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গজঞ-২ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জ ও মদনপুরকে সংযুক্ত করার দাবীতে গতকাল রবিবার সকাল ১১.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্ত্বরে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং সহকারি সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু’র সঞ্চালনায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর অংশগ্রহনে এক বিরাট মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সভাপতি তার বক্তব্যে বলেন অবহেলিত নারায়ণগঞ্জকে সব সময় অবজ্ঞা করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে ঢাকায় প্রতিদিন হাজার হাজার কর্মজীবি, ছাত্র ছাত্রী ও সাধারণ যাত্রী চলাচল করে থাকেন। ট্রেনের অপেক্ষা ও বাসের যানজটের বিরম্বনায় যাত্রী সাধারণের প্রতিদিন মূল্যবান কর্মঘন্টা নষ্ট হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য অবশ্যই গজঞ-২ মেট্রোরেল প্রকল্পে মদনপুর সহ নারায়ণগঞ্জকে যুক্ত করতে হবে। আমরা যাতে মেট্রোরেলে কম দূরত্বে কম সময়ে কম খরচে মতিঝিল ও কমলাপুর সহজে যাতায়াত করতে পারি সে ব্যবস্থা অবশ্যই করতে হবে। তিনি আরও বলেন নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় রূপান্তরিত করা এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করতে হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আমরা নারায়ণগঞ্জবাসীর প্রধান উপদেষ্টা এড. মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. এবি সিদ্দিক, সিপিবি নারায়ণগঞ্জ জেলা সভাপতি শিবনাথ চক্রবর্ত্তী, উপদেষ্টা বাবু সুবাষ সাহা, উপদেষ্টা হানিফুল কবির, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, সহ সভাপতি যথাক্রমে বীরমুক্তিযোদ্ধা সদর উপজেলা কমান্ডার মোঃ নূর হোসেন মোল্লা, কুতুব উদ্দিন আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা খোদেজা খানম নাসরিন, সম্পাদক মন্ডলীর সদস্য যথাক্রমে অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, পপি রানী সরকার, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম মিন্টু, বাগে জান্নাত পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, সাবেক ক্যাডেট সভাপতি ফারুক আহম্মদ রিপন, শুক্কুর মাহামুদ জুয়েল প্রমুখ। সভায় বক্তাগণ নারায়ণগঞ্জের সাধারণ মানুষের দূর্ভোগ নিরসনে অবশ্যই মেট্রো রেল-২ প্রকল্পের সাথে মদনপুর সহ নারায়ণগঞ্জকে অবশ্যই সংযুক্ত করতে হবে এবং নারায়ণগঞ্জে একটি বার্ন ইউনিট, একটি হার্ট সেন্টার, একটি মেডিকেল কলেজ হাসপাতাল, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, অন্যথায় নারায়ণগঞ্জের আপামর জনসাধারণ ও সংগঠনকে সাথে নিয়ে গণ অনশন, অবস্থান ধর্মঘট সহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তবুও মেট্রোরেলের দাবী প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাল্লাহ্। মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সালাম খোকন, বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীরমুক্তিযোদ্ধা তাওরাদ হোসেন মকুল, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সম্পাদক মন্ডলীর সদস্য হাজী আব্দুর রহমান শ্যামল, কার্যকরী সদস্য আনোয়ার মাহমুদ বকুল, মোঃ ইকবাল শেখ, শরীফ সুমন, আব্দুল হালিম বেপারী, ইকবাল হোসেন রুমেল, উপদেষ্টা হানিফুল কবির, মেহেদী হাসান মুন, মোঃ হীরা, মোঃ আলভী, মোঃ মারুফ প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা