আজ সোমবার | ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩১ ভাদ্র ১৪৩২ | ২২ রবিউল আউয়াল ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৮

ব্রহ্মপুত্র নদ দুষণ ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

ডান্ডিবার্তা | ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজার ও সোনারগাঁয়ের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ দুষণ ও দখলমুক্ত করার দাবিতে আমরা নারায়ণগঞ্জের সন্তান সমাজকল্যাণ সংগঠনের আয়োজনে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে আড়াইহাজার উপজেলার ঈদবারদী ও সোনারগাঁও উপজেলার মাঝেরচর সংযোগ সেতুতে মানববন্ধনে আমরা নারায়ণগঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মো. মোক্তার হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১ সহ-সভাপতি মোঃ আল মোজাহিদ মল্লিক। বিশেষ অতিথি সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান, রুপালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ ভূইয়া, আড়াইহাজার উপজেলা অভিবাসী ফোরাম (ওকাপ) সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর সমাজ কল্যান সম্পাদক শাজাহান স্বপন, দপ্তর সম্পাদক সূচক চৌধুরী, জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তবর্গ ও সংগঠনের সদস্যগন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে নদী দখল মুক্ত ও দুষণ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা