
ডান্ডিবার্তা রিপোর্ট
আর কিছুদিন পরই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ইতোমধ্যে শহরের মন্ডপ, মন্দিরগুলোতে পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে। চলছে প্রতিমা তৈরির কাজ। ভক্তদের হৃদয় ছুঁতে নিপুণ হাতে কাজ করছেন তারা। তবে সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। গত শনিবার সরেজমিনে শহরের নিতাইগঞ্জ, উকিলপাড়া, দেওভোগ আখড়াসহ বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা যায়, মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পীরা। কারিগরি হাতের শৈল্পিক ছোঁয়ায় ইতোমধ্যে বাঁশ, খড় ও কাদা মাটির দিয়ে তৈরি করেছেন প্রতিমার কাঠামো। এখন চলছে মাটির কাজ। দুর্গার পাশপাশি তৈরি হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক এবং তাদের বাহন পেঁচা, হাস, মুষক (ইদুর) আর ময়ূরের প্রতিমা। কেউ কেউ আবার ব্যস্ত অজন্তা প্রতিমায় শৈল্পিক ও নিখুদ মাটির কাজে। মৃৎ শিল্পীরা জানান, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এই তিন মাসকে প্রতিমা তৈরির মৌসুম হিসেবে গণ্য করেন তারা। সারাবছর টুক-টাক কাজ থাকলেও এই সময়ে দুর্গাপূজা কেন্দ্রীক ব্যস্ততা থাকে তাদের। আর এই সময়েই হিন্দুদের মধ্যে তাদের বেশ কদর দেখা যায়। নিতাইগঞ্জে অবস্থিত শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে গিয়ে দেখা যায়, কাঠামো তৈরি শেষে প্রতিমার সজ্জা নিয়ে ব্যস্ত শিল্পী সুমন চন্দ্র পাল। তিনি বলেন, ‘আমরা গত তিন মাস যাবত প্রতিমা তৈরি করে যাচ্ছি। পূজার সময় চলে আসায় এখন ব্যস্ততা একটু বেশি। এজন্য আমরা দিন-রাত কাজ কাজ যাচ্ছি। ফলে যে প্রতিমাগুলো অর্ডার নিয়েছি আশা করি খুব দ্রুত কাজ শেষ করে বুঝিয়ে দিতে পারবো। এখন কাজ বাকি শুধু রঙ করা ও শাড়ি পড়ানো।’ এ বছর ১২টি মন্ডপের জন্য প্রতিমা তৈরি করছেন বলে জানান এই মৃৎশিল্পী। তিনি বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় প্রতিমা তৈরির সরঞ্জামের দাম অনেকে বেড়েছে। আর সে অনুযায়িই প্রতিমার মূল্য নির্ধারণ করে কাজ করছি।’ দেওভোগে অবস্থিত শ্রী শ্রী রাজা লক্ষীনারায়ণ বারোয়ারী পূজা মন্ডপের প্রতিমা শিল্পী অজয় পাল বলেন, ‘আমরা এখনো মাটির কাজ করে যাচ্ছি। যাতে কোনো ত্রুটি না থাকে সেজন্য সময় নিয়ে দিন রাত কাজ করছি। তাছাড়া আমরা আরো কয়েকটি প্রতিমার অর্ডার নিয়েছি সেগুলোর কাজও প্রায় শেষ।’ অন্যদিকে উকিলপাড়া হোসিয়ারি পূজা মন্ডপে গিয়ে দেখা যায়, প্রতিমার রঙ করছেন শিল্পী তপন পাল। তিনি বলেন, ‘এই প্রতিমার সম্পূর্ণ কাজ কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। সময় কাছে আসার কারণে আমরা খুব দ্রুত কাজ শেষ করছি।’ এ বছর শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলায় ২২৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে সদর উপজেলায় ৭৯টি, বন্দর উপজেলায় ২৯টি, সোনারগাঁয়ে ৩৫টি, আড়াইহাজারে ৩৬টি এবং রূপগঞ্জে ৪৪টি। নির্বিঘেœ পূজা উদযাপনে নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় সনাতন নেতাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় পূজা মন্ডপগুলোতে নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সকল রকম প্রস্তুতি থাকবে আশ্বাস দেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার। গত শনিবার শহরের কয়েকটি পূজাম-প পরিদর্শন করে দুর্গাপূজাকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান এসপি জসীম উদ্দিন।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯