
ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজারে সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর ভাগ্নি জামাতা এলাকায় মাদকসম্রাট হিসেবে পরিচিত, ড্রেজার রবিনকে (৩৫) ঢাকার গুলশান একটি মদের বার থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। গত শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানা গেছে, সাবেক এমপি ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর ভাগ্নি জামাতা হওয়ার সুবাধে পুরো উপজেলার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ হাতে নিয়ে নেয় রবিন। তার শেলটারেই ব্রাহ্মন্দী ইউনিয়নের ডাকাত সোহেল মেম্বারের নেতৃত্বে গড়ে উঠে আরো একটি মাদক ব্যবসার সিন্ডিকেট। সেখানে সোহেল মেম্বারের নেতৃত্বে প্রকাশ্যে প্রতি সন্ধ্যার পর স্কুল মাঠে মাদকের হাট বসতো। কেউ বাধা দিলেই কপালে নেমে আসতো নির্যাতনের খর্গ। ওখানে মাদক ব্যবসাকে কেন্দ্র করে খুন খারাবী, বাড়ী ঘর ভাংচুর এবং অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে। তাছাড়া গত ১৫ বছর তার মামা শ্বশুর এমপি এবং তার শ্বশুর আবু তালেব মোল্লা ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকার সুবাধে তাদের প্রভাব খাটিয়ে ফাউসার খাল এবং এর আশপশের ফসলী জমির মাটি ড্রেজার দিয়ে কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে কোটি কোটি টাকা লুটপাট করে কোটিপতি বনে যায় রবিন। কেউ প্রতিবাদ করলেই নেমে আসতো নির্যাতন। এভাবে এলাকার শত শত কৃষকের ফসলী জমির মাটি কেটে নিয়ে যায় এই আরিফুর রহমান রবিন ও তার সন্ত্রাসী বাহিনী। ২০২৪ সনের ৫ আগষ্ট দেশের পট পরিবর্তনের পর এমপি নজরুল ইসলাম বাবু সহ তার সকল আত্মীয় স্বজন গা ঢাকা দেয়। এদিকে ১৭ বছরের অত্যাচার নির্যাতনের শিকার ও অতিষ্ট জন সাধারণ তাদের প্রত্যেকের বাড়ী ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। দীর্ঘ এক বছর পলাতক থাকার পর গত শনিবার রাতে থানার এস আই মাজহারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯