আজ সোমবার | ৪ আগস্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ৯ সফর ১৪৪৭ | সকাল ৯:২৫

আগষ্ট মাস ফ্যাসিবাদের টার্গেট

ডান্ডিবার্তা | ০৩ আগস্ট, ২০২৫ | ১০:৩৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জসহ সারা দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপিসহ সকল রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়ে উঠেছে। আর যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পরে সেজন্য ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করার অঙ্গিকার করছেন দলগুলি। তাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা একমত। এদিকে ফ্যাসিবাদের দোসররা ইতিমধ্যে মাথাচাড়া দিতে শুরু করেছে। বেশ কয়েকটি ঘটনায় সরকার ইতিমধ্যে বিব্রত অবস্থায় পড়েছে। ফ্যাসিবাদের দোসররা আগষ্টকে টার্গেট করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য গভীর ষড়যন্ত্র করছে। তারা এখন সুযোগের অপেক্ষায়। বিন্দুমাত্র সুযোগ পেলে তারা তাদের মিশন বাস্তবায়ন করার চেষ্টা চালাবে বলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আশংকা করেন। ইতিমধ্যে ফ্যাসিবাদের প্রতিহত করার জন্য নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী কমিটি গঠনের প্রক্রীয়া চলছে। যেখানেই ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে চেষ্টা করবে সেখানেই প্রতিহত করা হবে। এদিকে গোপালগঞ্জ ও ঢাকার বসুন্ধরার ঘটনায় ফ্যাসিবাদের অস্তিত্ব জানা দেয়া হয়েছে। তারা সংগঠিত হচ্ছে। আর চলতি মাসেই তারা একটা অঘটন ঘটানোর পায়তারা করবে বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছে। তাই সরকারও তাদের কঠিন হাতে দমন করার জন্য মাঠে নেমেছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ভয়ংকর ফ্যাসিবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদের আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারব। যারা লুটপাট করে, যারা ব্যাংক ডাকাতি করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি দখল করে তাদের বিরুদ্ধে আমাদের কোনো ধরনের আপস নেই। তাদের কখনোই স্বীকার করব না এবং তাদের আমরা সামনে আসতে দেব না। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রæয়ারিতে নির্বাচন হবে। আর নির্বাচনকে বানচাল করার জন্য ফ্যাসিবাদের দোসররা গভীর ষড়যন্ত্র করছে। দেশের মানুষ নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা চায়। তিনি বলেন, ‘আমার তো যাওয়ারই জায়গা নাই। এখন আমার সমস্যা হলো আমি কার কাছে যাব? কোনো এমপি নাই? তাহলে আমি যাব কার কাছে। আমার সমস্যা সংসদে কে তুলে ধরবে? এজন্যই আমাদের দ্রæত নির্বাচন দরকার, খুব দ্রæত জাতীয় সংসদ দরকার। যেখানে আমাদের সমস্যাগুলো বলতে পারব। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রয়োজন। তিনি বলেন, যে ঐক্য জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখবে। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলগুলোর মধ্যে দূরত্ব যতই থাকুক না কেন এরা কেউই অগণতান্ত্রিক দল নয়। নজরুল ইসলাম খান বলেন, গত ১৬ বছরের অব্যাহত প্রচেষ্টার ফলেই সংঘটিত হয়েছে জুলাই অভ্যুত্থান। আমরা বার বার লড়াই করে বিজয়ী হলেও সে বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। ’২৪ এর গণঅভ্যুত্থানের বীর সেনানীদের সবাইকে আমাদের ধারণ করতে হবে। এরাই রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের দীর্ঘদিনের আকাংক্ষা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে। দুর্নীতি অনাচার থেকে যদি আমরা জাতিকে রক্ষা করতে না পারি তাহলে আমাদের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে। এজন্য অবশ্যই আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য প্রয়োজন। যে ঐক্য জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখবে। তিনি বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য দলগুলোর মধ্যে দূরত্ব যতই থাকুক না কেন এরা কেউই অগণতান্ত্রিক দল নয়। সবাই গণতান্ত্রিক দল। কাজেই নির্বাচনের ব্যাপারে কারো কোনো বাধা আছে বলে আমি মনে করি না। নির্বাচনের প্রস্তুতি ও জনগণের আকাংক্ষা সবই নির্বাচনের পক্ষে আছে। তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন চাই। আমরা নির্বাচিত হলে আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদ লড়াইয়ে যারা ছিলেন, তাদের সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার বা ঐক্যমতের সরকার গঠন করা হবে। পতিত আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা