
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর দাবিকৃত ঘুষের ৫ লাখ টাকা না দেয়ায় বক্তাবলী খেয়াঘাটের ইজারা বাতিল করে দিয়েছে বলে অভিযোগ করেন ইজারাদার হাসান আলী। এ ঘটনায় ইউএনও জাফর সাদিক চৌধুরীর বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জাফর সাদিক চৌধুরী নিজের পকেট ভারী না হওয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে বক্তাবলীতে খেয়াঘাটের বৈধ ইজারাদারের ইজারা বাতিল করে হাইকোর্টের রায়কে তোয়াক্কা না করে উক্ত খেয়াঘাটের নতুন করে ইজারা দেয়ার শিডিউল বিক্রি করে এবং নতুন ব্যক্তিকে ইজারাদার হিসেবে কাগজ বুজিয়ে দেয়। এতে করে বক্তাবলীতে উত্তেজনা সৃষ্টি করে তোলে। ইউএনও’র মনগড়া সিদ্ধান্তে বক্তাবলীর জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করে। ইজারাদার ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলীর দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারী নিয়ম অনুযায়ী সকল প্রক্রিয়া অনুসরণ করে সর্বোচ্চ দরদাতা হিসেবে হাসান আলী ইজারাদার মনোনীত হয়ে সরকারী সকল পাওনাদি পরিশোধ করে। বৈধ ইজারাদার হিসেবে হাসান আলী নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে ইজারার চুক্তিপত্র সম্পাদন করে দেওয়ার কথা বললে তিনি হাসান আলীর কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। অন্যথায় তিনি ইজারার চুক্তিপত্র সম্পাদন করে দিবেন না বলে ইজারাদারকে জানান। তিনি হাসান আলীকে এই বলে হুমকি প্রদান করেন যে বেশি বাড়াবাড়ি করলে তার ইজারা বাতিল করে পুনরায় ইজারা দরপত্র আহবান করে গুদারাঘাটটি নতুন ইজারা প্রদান করবেন। হাসান আলী তার দাবিকৃত পাঁচ লাখ টাকা ঘুষ প্রদান না করায় তিনি তার হুমকি মোতাবেক তার মনগড়া কাল্পনিক অজুহাত দেখিয়ে উক্ত গুদারাঘাট ইজারা বাতিলপূর্বক নতুনভাবে ইজারা প্রদানের জন্য পুনরায় দরপত্র আহবান করেন। পরে হাসান আলী বৈধ ইজারাদার হিসেবে তার অধিকার প্রতিষ্ঠার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন মোকদ্দমা দায়ের করে। রিট পিটিশন মোকদ্দমাটি শুনানির পর মহামান্য আদালত সন্তোষ্ট হয়ে উক্ত গুদারাঘাটের বিষয়ে বিগত ২৪জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার গৃহীত সকল কার্যক্রম স্থগিত করে আদেশ প্রদান করেন। উক্ত আদেশ অবগত হওয়ার পরও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী আদালতের আদেশ অমান্য করে অবৈধভাবে তার গৃহীত কার্যক্রম অব্যাহত রাখেন এবং হাসান আলীকে মিথ্যা মামলায় জড়িয়ে বিভিন্নভাবে হয়রানী করার হুমকি দেয়া হয়। হাসান আলী জানান, ইউএনও মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী তার পৃষ্ঠপোষকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় দখলবাজ ও চাঁদাবাজ সিন্ডিকেট তৈরী করে নারায়ণগঞ্জ সদর উপজেলার লোকজনকে অতিষ্ঠ করে তুলেছেন। তিনি এতটাই ঘুষখোর যে সদর উপজেলার লোকজনের পক্ষে উপজেলা কেন্দ্রীক কোন সেবা ঘুষ ছাড়া পাওয়া অত্যন্ত দুরহ। তার অন্যায় ও অবৈধ কর্মকাÐের প্রতিবাদ করলে তিনি পাল্টা হয়রানির হুমকি প্রদান করেন এবং দম্ভোক্তি করেন বলেন, “আমি প্রধান উপদেষ্টা ড. মহাম্মদ ইউনুসের লোক। আমি কাউকে পরোয়া করি না। আর ৫ লাখ টাকা ঘুষ না দেয়ায় আমার বৈধ ইজারা বাতিল করে এবং হাইকোর্টর আদেশ অপমান্য করে নতুন করে ইজারা প্রদান করেন। যার কারনে আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। নারায়ণগঞ্জ সদর উপজেলার নিবর্বাহী অফিসার (ইউএনও):মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, হাসান আলী ইজারা নিয়ে ইজারা শর্ত ভঙ্গ করে সাফ হিসাবে ভাড়া দেয়। এতে করে একটি ভিডিও ভাইরাল হয়। যার কারনে ইজারা বাতিল করে নতুন করে সরকারি নিয়ম অনুযায়ী ইজারা প্রদান করা হয়। তবে ইজারা প্রদানের পূর্বে হাইকোর্ট কোন আদেশ পাইনি। আমার বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ চাওয়ার আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯