
ডান্ডিবার্তা রিপোর্ট
আমাদের বিভিন্ন প্রকল্পের কাজ কখন শুরু হয় আর কখন শেষ হয় তা জনগণ জানতেই পারে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। এসময় নারায়ণগঞ্জের নানা সমস্যার কথা তুলে ধরে এসব কথা বলেন চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া। দিপু ভূঁইয়া বলেন, বাংলায় একটা কথা আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমরা মূলত এসেছিলাম সৌজন্যমূলক সাক্ষাতের জন্য। কিন্তু এখানেও এসে আমাদের নগরবাসীর নিত্যদিনের সমস্যার কথাই তুলতে হচ্ছে। কদম রসুল সেতুর নকশা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, নারায়ণগঞ্জ অংশে সেতু থেকে নামার পয়েন্ট নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে। এটা কি নগরবাসীর সুবিধার জন্য করা নাকি কারও ব্যক্তিগত স্বার্থে? যেহেতু সেতুটি নারায়ণগঞ্জবাসীর জন্য নির্মিত হচ্ছে, তাই এটি এমনভাবে বাস্তবায়ন করা দরকার যাতে যানজট না বাড়িয়ে মানুষের উপকারে আসে। চেম্বার সভাপতি প্রকল্পের কাজের দীর্ঘসূত্রিতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের বিভিন্ন প্রকল্পের কাজ কখন শুরু হয় আর কখন শেষ হয় তা জনগণ জানতেই পারে না। কোন রাস্তাঘাট পরিষ্কার রাখার দায়িত্ব কার এটাও পরিষ্কার নয়। অথচ যদি এসব তথ্য জনগণ জানে, তাহলে নগরবাসীর চাপের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাজের গতি বাড়াতে বাধ্য হবে। ফুটপাত দখল ও হকার সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত এখন নারায়ণগঞ্জবাসীর জন্য অভিশাপে পরিণত হয়েছে। হকাররা শুধু ফুটপাত নয়, রাস্তাও দখল করে রেখেছে। এটি বহুদিনের সমস্যা। আমরা চাই সবাই মিলে এই সমস্যার সমাধান হোক। তিনি নবনিযুক্ত প্রশাসকের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করে আশাবাদ ব্যক্ত করেন যে, নগরবাসীর স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি সামনে আরও কার্যকর উদ্যোগ নেবেন।
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯