
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় ডাইং কারখানাসহ একটি আবাসন প্রকল্পের চার শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার শাসনগাঁও এলাকায় দুটি স্থানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় শাসনগাঁও এলাকায় এমআর ইয়ার্ন ডাইং নামে একটি শিল্প কারখানার অবৈধ গ্যাসের সংযোগ দ্বিতীয়বারের বিচ্ছিন্ন করে প্রতিষ্ঠান মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখান থেকে জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ, রাইজার ও বার্নার। পরে চাঁদনি হাউজিং নামে আবাসন প্রকল্পে অভিযান চালিয়ে এক কিলোমিটার বিস্তৃত শতাধিক বাড়ির চার শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে নেওয়া অবৈধ সংযোগের স্থলগুলো গ্র্যান্ডিং মেশিন দিয়ে অপসারণ ও নিষ্ক্রিয় করে দেয় তিতাস কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন: তিতাসের ফতুল্লা আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরানসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা। তিতাসের ফতুল্লা আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, ‘গত কয়েক বছর আগে স্থানীয় প্রভাবশালী মহল ও দালাল চক্রের মাধ্যমে চাঁদনি হাউজিং নামে আবাসন প্রকল্পটিতে অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়। ইতিপূর্বে দুবার এই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পুনরায় একইভাবে গভীর রাতে সংযোগ স্থাপন করে।’ তিতাসের এই কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে তৃতীয়বারের মতো আমরা আবাসন প্রকল্পটির অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। এতে করে সর্বমোট ঘণ্টা প্রতি ৭ হাজার ৬০০ ঘনফুট হারে প্রতি মাসে প্রায় ৬ লাখ পঞ্চাশ হাজার টাকার গ্যাস সাশ্রয় হবে।’
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জে আইনের শাসন কড়াকড়ি ভাবে প্রয়োগ না হওয়ার ফলে শহরে চলাচল সাধারণ নগরবাসীর জন্য এক বিড়ম্ভনা। শহরে ব্যটারি চালিত ইজিবাইক দিন দিন বাড়ছে। ফুটপাত হকারদের দখলে থাকায় পথচারিরা ফুটপাত ব্যবহার করতে পারছেন না। বন্ধন ও উৎসব বাসগুলি চেম্বার রোডের পুরোটাই সকাল থেকে রাত পর্যন্ত দখল করে রাখে। রাত ৮টার পর থেকে শহীদ […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯