
ডান্ডিবার্তা রিপোর্ট
জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহŸান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে সংসদ ও সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। অথচ কিছুদিন ধরে সুকৌশলে এমন একটি আবহ তৈরির অপচেষ্টা চলছে, যেন নির্বাচনের দাবি করাটাই অপরাধ। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী ছাড়া আওয়ামী লীগবিরোধী প্রায় সব দলের নেতারা ছিলেন এই অনুষ্ঠানে। এবি পার্টি এবার আমন্ত্রণ জানায়নি জামায়াতকে। সা¤প্রতিক সময়ে জামায়াতের অনুষ্ঠানগুলোতেও আমন্ত্রণ করা হয়নি এবি পার্টিকে। ২০২০ সালে জামায়াত ছেড়ে আসা নেতারা প্রতিষ্ঠা করেন দলটি। সংস্কার নিয়ে সরকার সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে। এর পরও সংস্কার নিয়ে অন্তর্বতী সরকার কেন এত সময়ক্ষেপণ করছে? এ নিয়ে জনমনে প্রশ্ন বেড়েই চলছে।’ স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার ও তাদের দোসররা পুনর্বাসিত হতে পারে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্থানীয় নির্বাচন আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ করে দিতে পারে, তা হয়তো আপনারা বিবেচনায় নেননি। আওয়ামী লীগের বিচারে সরকার কী করছে, তা নিয়ে প্রশ্ন তুলে তারেক রহমান বলেছেন, স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। নির্বাচন নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য পলাতক স্বৈরাচারকে আনন্দ দেয়। সংবিধান লঙ্ঘন করে তারা তিনবার অবৈধ সরকার গঠন করেছিল। তাদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বতী সরকার কী পদক্ষেপ নিয়েছে, গণতন্ত্রকামী জনগণ তা জানতে চায়। দোষারোপের খেলায় দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। অন্তর্বতী সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে, জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে সংবিধান লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন বিরোধপূর্ণ বিষয় নয়, বরং একটি আরেকটির পরিপূরক। গণঅভ্যুত্থানে যে আওয়ামী লীগের পতন হয়েছে, বাংলাদেশে তার রাজনীতির আর অধিকার নেই। জনগণ রক্ত দিয়ে ফয়সালা করে দিয়েছে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ১২ দলীয় জোট নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল কাইয়ুম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, জাতীয়তাবাদী সমমনা জোটের আহŸায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপির সভাপতি শাহাদাত হোসেন সেলিম, আমজনতা দলের সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, জেএসডির সাধারণ সম্পাদক শাহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ। মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনীতি ধোঁয়াশার মধ্য দিয়ে যাচ্ছে। অন্তর্র্বতী সরকার সময় পার করছে, আবার নতুন নতুন বিতর্ক সৃষ্টি করছে। মোস্তফা জামাল হায়দার বলেন, মানবিক করিডোর নিয়ে হঠাৎ আলোচনা শুরু হয়েছে; কিন্তু এ বিষয়ে গোটা জাতিকে অন্ধকারে রাখা রহস্যজনক। আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এ আয়োজন কিনা, সরকারকেই পরিষ্কার করতে হবে। জোনায়েদ সাকি বলেন, সংস্কার ও নির্বাচন বিষয়ে ন্যূনতম ঐকমত্যে পৌঁছাতে হবে। মামুনুল হক বলেন, এবি পার্টি অন্যতম মধ্যপন্থি দল, তারা সব দলের মধ্যে সেতুবন্ধনে ভূমিকা রাখতে পারে। সাইফুল হক বলেন, বিচার ও সংস্কার কোন পর্যায়ে শেষ করবেন, তা প্রধান উপদেষ্টাকে পরিষ্কার করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অহেতুক দূরত্ব তৈরি করা উচিত হবে না। মজিবুর রহমান মঞ্জু বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। বেশির ভাগ দলই খুব ইতিবাচক চিন্তা পোষণ করেছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সেকেন্ড রিপাবলিক, পরিবারতন্ত্রের বাইরে রাজনীতির বয়ান এবি পার্টিই হাজির করেছে। এর আগে সকালে পতাকা উত্তোলন এবং কেক কেটে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। প্রতিষ্ঠাতা আহŸায়ক এ এফ এম সোলাইমান চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, জাহাঙ্গীর কাসেম, বিএম নাজমুল হক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনসহ জ্যেষ্ঠ নেতারা এতে উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯