আজ মঙ্গলবার | ৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ১২ মহর্‌রম ১৪৪৭ | সকাল ৯:৫৮

শহরে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকের পাশে বিএনপি

ডান্ডিবার্তা | ০৫ মে, ২০২৫ | ৯:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শহরের মাসদাইরে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত দৈনিক উজ্জীবিত বাংলাদেশের বার্তা সম্পাদক সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে গেলেন নারায়ণগঞ্জ মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। গতকাল রবিবার সন্ধ্যায় খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি সাংবাদিক মিলন বিশ্বাস হৃদয়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। এসময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি নেতা মজিবুর রহমান সরকার, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। জানাগেছে, গত রোববার বিকেলে ফতুল্লার মাসদাইর এলাকায় ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশ-এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার। মাসদাইর শ্মশানের সামনে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে নির্মিত “প্রতিরোধ স্তম্ভ” দখল করে দীর্ঘদিন ধরে একটি চক্র ইট-বালু-পাথরের ব্যবসা চালিয়ে আসছে। এই অবৈধ দখল ও ব্যবসার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকরা। হামলার নেতৃত্বদানকারী সালাউদ্দিনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন সাংবাদিকরা। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা