আজ সোমবার | ৫ মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ৬ জিলকদ ১৪৪৬ | রাত ১১:০৩

বিএনপির নাম ভাঙ্গিয়ে বিদ্যুৎ মামুনের জমি দখল

ডান্ডিবার্তা | ০৫ মে, ২০২৫ | ৯:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেই আব্দুল্লাহ আল মামুন ওরফে বিদ্যুৎ মামুনের বিরুদ্ধে বিএনপির নাম ভাঙ্গিয়ে অন্যের জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রবিবার সকালে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকার আব্দুল ফালু মিয়া ওরফে কালুর ছেলে ভুক্তভোগী মো: হযরত আলী বাদী হয়ে আব্দুল্লাহ আল মামুন ওরফে বিদ্যুৎ মামুন এবং তার ভাই মো: জামান মিয়াসহ আরো অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগ রয়েছে বলেও জানা গেছে। অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন ওরফে বিদ্যুৎ মামুন এবং মো: জামান মিয়া সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার মৃত মুনসুর আহমেদের ছেলে। এছাড়াও তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি। অভিযোগে মো: হযরত আলী উল্লেখ করেন, সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকায় ৯৫ শতাংশ সম্পত্তির ওয়ারিশানা সূত্রে মালিক হইয়া আমরা ভোগ দখল করে আসিতেছি। বিবাদীরা দীর্ঘদিন যাবত আমাদের জমি ভোগ দখল করার জন্য বিভিন্ন পায়তারা করে আসিতেছিল এবং উক্ত সম্পত্তিকে কেন্দ্র করে আমাদের ক্ষয়-ক্ষতি সাধনের চেষ্টাসহ বিভিন্ন প্রকার হুমকী-ধামকী দিয়ে আসিতেছিল। আমরা ইতিপূর্বে বিষয়টি স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করেও ব্যর্থ হই। বিবাদীরা তাহাদের এহেন কার্যকলাপ বজায় রাখে। বর্তমানে তফসিলভূক্ত সম্পত্তিকে কেন্দ্র করিয়া বিজ্ঞ আদালতে মামলা চলমান রহিয়াছে এবং বিজ্ঞ আদালত বর্ণিত সম্পত্তিতে কোন প্রকার নির্মাণ কাজ না করার অস্থায়ী আদেশ প্রদান করেন। এরপরও বিবাদীরা উক্ত জায়গা ভোগ দখলের জন্য বিভিন্ন পায়তারা করে আসিতেছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার সকাল অনুমানিক ১১টায় লোক মারফত সংবাদ পাই যে, বিবাদীরা পরস্পর যোগসাজশে বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে বর্ণিত জমিতে জোরপূর্বক নির্মাণ কাজ করার জন্য নির্মাণ সামগ্রী নিয়া আসিয়াছে। আমি সংবাদ পাইয়া ঘটনাস্থলে গিয়া বিবাদীদেরকে নির্মাণ কাজে বাধা প্রদান করি এবং আদালতের আদেশ অমান্য করিয়া নির্মান কাজ না করার জন্য অনুরোধ করিলে বিবাদীরা ক্ষিপ্ত হইয়া আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে মারমুখী হয় এবং তাহাদেরকে বাধা প্রদান করিলে আমার বড় ধরনের ক্ষয়-ক্ষতি করিবে, মিথ্যা মামলায় ফাসাইবে ও প্রাণে মারিয়া ফেলিবে মর্মে বিভিন্ন প্রকার হুমকী-ধামকী প্রদান করে। অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, বিবাদীরা যে কোন সময় আইন-শৃঙ্খলার অবনতি ঘটাইতে পারে এবং আমাদের বড় ধরণের ক্ষয়ক্ষতি সাধণ করিতে পারে বিধায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার জমিতে আমি কাজ করছি। আমি কারো জমি দখল করছি না। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে দুই পক্ষকে থানায় বসার জন্য তদন্ত কর্মকর্তাকে বলা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা