আজ মঙ্গলবার | ৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ১২ মহর্‌রম ১৪৪৭ | ভোর ৫:২৭

কুতুবপুরে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

ডান্ডিবার্তা | ০৫ মে, ২০২৫ | ৯:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে ইয়াসিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। গত শনিবার দিবাগত রাতে কুতুবপুর লাকি বাজার সংলগ্ন ক্যানালপাড় সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ময়মনসিংহের নান্দাইল থানার বরুয়া গ্রামের মো. শহিদুলের ছেলে। সে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে ভাড়া বাসায় থাকত। স্থানীয়রা জানান, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমান্ত এলাকায় ক্যানালপাড় সড়কে একদল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কয়েকজন কিশোর ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে রমজান ও সানিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে মৃত্যুর খবর শুনে ছুটে আসা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল এলাকা। নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, ছুরিকাঘাত কেন বা কারা করেছে তা তারা বলতে পারছেননা। সিদ্ধিরগঞ্জের লাকিবাজার বাজার এলাকায় এই কিশোরকে তারা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে অটোরিক্সায় করে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়। নিহতের বড় ভাই জানান, আমার ভাইকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসলে তাকে ডাক্তার মৃত্যু হয়েছে বলে জানান। আমাকে একজন খবর দিয়ে জানায় লাকিবাজার এলাকায় আমার ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে আসি। এলাকার অনেকের সাথে চলাচল করলেও কারা মেরেছে সঠিকভাবে বলতে পারছিনা। হাসপাতালে আসা কয়েকজন জানান, বন্ধুদের সাথে খেলতে গিয়ে ইয়াছিনের সাথে তার বন্ধুদের তর্কবিতর্ক লাগে। এসময় ছুরিকাঘাত করে ইয়াছিনকে হত্যা করা হয়। তবে নিহতের বোন জানান, আমার ভাই তো দীর্ঘদিন নারায়ণগঞ্জে থাকতো না। তার সাথে কারো তেমন শত্রæতা থাকার কথা না। আমার ভাই বাসায় ছিল। আজ কাজ খুঁজতে বের হয়েছিল। কাজ খুঁজতে দিয়ে আমার ভাই লাশ হল। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম জানান, প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, ওই এলাকায় একটি ভাঙারি দোকানে ওই কিশোর কাজ করতো। কাজ শেষে তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। এক পর্যায়ে সেখানে কিছু বখাটে ছেলে এসে সেখান থেকে চলে যেতে বললে তারা যেতে অস্বীকার করলে একপর্যায়ে হাতাহাতি পরবর্তীতে ওরা লাঠি-ছুরি নিয়ে এসে মারামারিতে জড়িয়ে পড়লে ছুরিকাঘাতে ওই কিশোর ইয়াছিন মারা যায়। এ “ঘটনার পর আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে হেফাজতে নিয়েছি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।”

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা