
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন সংক্রান্ত বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, রুট পারমিট ও ফিটনেসবিহীন সকল বাস ডাম্পিংয়ে দেয়া হবে। দ্রæত আপনারা এসকল বাস সরিয়ে নিবেন। আমরা এগুলো কোন ভাবেই ছাড় দেব না। আমরা কারও প্রতি রুষ্ঠ হতে চাই না। আপনারা আজকে সিদ্ধান্ত নিবেন কী পরিমান আনসার আপনাদের প্রয়োজন। এটা আজকের মধ্যে আপনারা আমাদের জানাবেন। তিনি আরও বলেন, ‘অবৈধ অটোগুলো কোন ভাবেই শহরে চলতে পারবে না। তবে শহরে অটো রিকশা চলতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। চাষাঢ়া ও দুই নং রেলগেট এলাকায় আমাদের ভ্রাম্যমাণ আদালত চলতে থাকবে। বাস মালিকদের বলতে চাই, আপনাদের আর কতবার বলতে হবে রাস্তায় বাসগুলো রাখবেন না। আপনি চেঞ্জ করুন, অটোচালকের কথা কেন আপনি বলবেন। চেম্বার অনেকগুলো প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব নিয়ে আমরা কাজ করবো। আমরা তাদের প্রস্তাবগুলো দেখেছি। তারা খুব ভাল প্রস্তাব দিয়েছে। আমাদের প্রতিনিয়ত সমস্যা আসবে এবং তার সমাধান করতে হবে। তবে আমাদের আইনের আওতায় থেকে কাজ করতে হবে। আপনি যদি ভাবেন আবেগ দিয়ে আইনকে প্রভাবিত করবেন সে সুযোগ আইনেও নেই, আমার কাছেও নেই।’ শহরে যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, যততত্র যাত্রী ওঠানামা ও গাড়ি পার্কিং বন্ধ, সড়কে হকার বসতে না দেওয়া, রুট পারমিটবিহীন যানবাহন চলাচল বন্ধসহ আমরা আরও কয়েকটি উদ্যোগ নিয়েছি। আশা করছি, কিছুদিনের মধ্যেই শহরে যানজট কিছুটা হ্রাস পাবে। সভায় উপস্থিতরা শহরে যানজট সৃষ্টির বিভিন্ন কারণ এবং তা সমাধান করার নানা উপায় তুলে ধরেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষার জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহŸায়ক রফিউর রাব্বি, মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর মহানগরীর সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার, গণসংহতির আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসাইন, গণ অধিকার পরিষদের জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক আহমেদুর রহমান তনু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহŸায়ক নিরব রায়হান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী নেতা, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সংশ্লিষ্টরা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯