আজ সোমবার | ৭ জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ১১ মহর্‌রম ১৪৪৭ | সকাল ৮:১৩

জজশীপ ও ম্যাজিস্ট্রেসী কার্যক্রম পরিদর্শনে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী

ডান্ডিবার্তা | ০৮ মে, ২০২৫ | ৯:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসী পরিদর্শন করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ আকরাম হোসেন চৌধুরী। গতকাল বুধবার জেলার জেলা ও দায়রা জজ আদালত সহ অন্যান্য আদালতসমূহ পরিদর্শনে আসে তিনি। এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী রেজিস্ট্রার মীর মাশহুর আহমেদ। পরিদর্শন শেষে বিকাল সাড়ে ৩টায় জেলা জজ আদালত ভবনের কনফারেন্স রুমে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থরের বিজ্ঞ বিচারকগণ, বিজ্ঞ সভাপতি ও সাধারণ সম্পাদক (নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি), বিজ্ঞ জিপি, পিপি ও বিশেষ পিপি এর সাথে বিচারপতি আকরাম হোসেন মত বিনিময় করেন। এ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ। মত বিনিময়কালে বিচারপতি দ্রæত মোকদ্দমা নিষ্পত্তির লক্ষ্যে লজিস্টিক সাপোর্ট সরবরাহ যথাযথভাবে সমনজাবি ও সাক্ষীর উপস্থিতি নিশ্চিতকরণসহ উল্লিখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি কতৃক সারা দেশের বিচারকগণের উদ্দেশ্যে অভিভাষণে প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা