আজ শুক্রবার | ৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ১০ জিলকদ ১৪৪৬ | সকাল ৮:৩২

কায়েতপাড়ায় জমি জবর দখলের প্রতিবাদে মানববন্ধন

ডান্ডিবার্তা | ০৮ মে, ২০২৫ | ৯:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ বার ভবনের সামনে কায়েতপাড়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও জমির মালিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রুপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নে আবাসন প্রকল্পের নামে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী জমি ক্রয় না করে এবং জমির মালিককে না জানিয়ে, তাকে কোন ক্ষতিপূরণ না দিয়ে জমিতে লাল নিশান উড়িয়ে সম্পূর্ণ বেআইনি ও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ফেলে রাস্তাঘাট, ফসলী জমি, খেলার মাঠ ভরে ফেলছে। বালু হাবিবের সহযোগিতায় অত্র অঞ্চলে বিভিন্ন প্রভাব খাটিয়ে সেনাবাহিনী জায়গা ভরাট করে চলেছে। এমনকি জমির মালিকদের কাঁচা ধান পাকার সুযোগ না দিয়ে, মালিকপক্ষকে ফসলের ক্ষতিপূরণ না দিয়ে তাদের জমির মধ্য দিয়ে অত্যাধুনিক ভেকু মেশিন লাগিয়ে দ্রæততার সাথে প্রশস্ত পাকা রাস্তা নির্মাণ করা হচ্ছে। যা বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান বিরোধী। তাই উক্ত কার্যক্রম অতিদ্রæত বন্ধের দাবীতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জমি ক্রয় না করে অবৈধভাবে রাস্তাঘাট নির্মাণ ও ভরট করা যাবে না। যেগুলো ভরট করা হয়েছে সেই সব জমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণ করে ম্যাপ টানিয়ে দিতে হবে এবং প্রকল্পটি অবশ্যই বসত বাড়ির বাইরে হতে হবে। প্রকল্পের কোন রাস্তা বসতবাড়ি উপর দিয়ে করতে হলে জমির মালিককে ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রকল্পে একটি প্লট প্রদান করতে হবে। উচ্ছেদ করতে হলে আগে ক্ষতিপূরণ দিতে হবে। বক্তারা জেলা প্রশাসককে এ ব্যাপারে দ্রæত ব্যবস্থা নেয়র অনুরোধ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র এড. রফিক আহমেদ, এড. আব্দুল হাফিজ মোল্লা, এড. নয়ন আহমেদ, এড. আব্দুল গাফফার ইস্রাফিল মিয়া সহ প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা