আজ শুক্রবার | ৯ মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ১০ জিলকদ ১৪৪৬ | সকাল ৮:৫৪

বন্দরে বাড়ি-ঘরে হামলা লুটপাটের ঘটনায় মামলা

ডান্ডিবার্তা | ০৮ মে, ২০২৫ | ৯:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
পূর্ব শত্রæতার জের ধরে গত ৫ মে সন্ধ্যায় বন্দরের মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাস্টারবাড়ি জামে মসজিদ সংলগ্ন মো. সালাউদ্দিনের বাড়িতে হামলা লুটপাটের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা সালাউদ্দিনকে না পেয়ে তার ছেলে মেয়েকে মারধর ও ব্যপক ভাঙচুর চালায়। এ ঘটনায় ভুক্তভোগীর বোন শাহনাজ আক্তার(৪০) বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি দিয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ করেন। বন্দর থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত করেন। তবে ঘটনার ৩ দিন গত হলেও পুলিশ কোন আসামিকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বাদী। মামলায় উল্লেখ করা হয়েছে, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বাদীর ভাইয়ের সঙ্গে অভিযুক্তদের পূর্ব শত্রæতা ছিলো। ঘটনার দিন বিকেলে সালাউদ্দিন স্ত্রীসহ তাদের অসুস্থ বড় ছেলেকে ডাক্তার দেখাতে ঢাকা চলে যায়। সন্ধ্যা ৭ টার দিকে মুছাপুর এলাকার মৃত হবু মিয়ার ছেলে পারভেজ(৩২), মৃত মোজাফ্ফরের ছেলে নাজির (৪০), পারভেজের ছেলে আলিফ(১৮), মিনাবাড়ি এলাকার মৃত কুদ্দুছ মিয়ার ছেলে জসিম(৩৮), বারপাড়া এলাকার দিলুন মিয়ার ছেলে সাব্বির(২৫), মহসিনের ছেলে মেহেরুন(২০), মাহমুদ আলীর ছেলে শহীদ(৩০) ও অজ্ঞাত ২০-২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসত বাড়িতে হামলা চালায়। এসময় সালাউদ্দিনকে না পেয়ে তার ছেলে হাসিব(২০), সোয়াইব (১২) ও এসএসসি পরীক্ষার্থী মেয়ে সিমিকে(১৬) মারধর করে। পাশাপাশি বাড়ি-ঘরে ভাংচুর চালায়। এসময় হামলাকারীরা ঘরের আলমারিতে থাকা নগদ আড়াইলাখ টাকা, সিমির গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পাশাপাশি ঘরে থাকা টিভি, ফ্রিজ কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়। তখন সালাউদ্দিনের ছেলে মেয়ের ডাক চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীর খুন করাসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চলে যায়। তখন স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। এঘটনায় ভুক্তভোগী সালাউদ্দিনের বোন উত্তর বারপাড়া এলাকার বাসিন্দা শাহনাজ আক্তার বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেন। বন্দর থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা