
ডান্ডিবার্তা রিপোর্ট
পূর্ব শত্রæতার জের ধরে গত ৫ মে সন্ধ্যায় বন্দরের মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাস্টারবাড়ি জামে মসজিদ সংলগ্ন মো. সালাউদ্দিনের বাড়িতে হামলা লুটপাটের ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা সালাউদ্দিনকে না পেয়ে তার ছেলে মেয়েকে মারধর ও ব্যপক ভাঙচুর চালায়। এ ঘটনায় ভুক্তভোগীর বোন শাহনাজ আক্তার(৪০) বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি দিয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ করেন। বন্দর থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত করেন। তবে ঘটনার ৩ দিন গত হলেও পুলিশ কোন আসামিকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বাদী। মামলায় উল্লেখ করা হয়েছে, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বাদীর ভাইয়ের সঙ্গে অভিযুক্তদের পূর্ব শত্রæতা ছিলো। ঘটনার দিন বিকেলে সালাউদ্দিন স্ত্রীসহ তাদের অসুস্থ বড় ছেলেকে ডাক্তার দেখাতে ঢাকা চলে যায়। সন্ধ্যা ৭ টার দিকে মুছাপুর এলাকার মৃত হবু মিয়ার ছেলে পারভেজ(৩২), মৃত মোজাফ্ফরের ছেলে নাজির (৪০), পারভেজের ছেলে আলিফ(১৮), মিনাবাড়ি এলাকার মৃত কুদ্দুছ মিয়ার ছেলে জসিম(৩৮), বারপাড়া এলাকার দিলুন মিয়ার ছেলে সাব্বির(২৫), মহসিনের ছেলে মেহেরুন(২০), মাহমুদ আলীর ছেলে শহীদ(৩০) ও অজ্ঞাত ২০-২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসত বাড়িতে হামলা চালায়। এসময় সালাউদ্দিনকে না পেয়ে তার ছেলে হাসিব(২০), সোয়াইব (১২) ও এসএসসি পরীক্ষার্থী মেয়ে সিমিকে(১৬) মারধর করে। পাশাপাশি বাড়ি-ঘরে ভাংচুর চালায়। এসময় হামলাকারীরা ঘরের আলমারিতে থাকা নগদ আড়াইলাখ টাকা, সিমির গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পাশাপাশি ঘরে থাকা টিভি, ফ্রিজ কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়। তখন সালাউদ্দিনের ছেলে মেয়ের ডাক চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীর খুন করাসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে চলে যায়। তখন স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। এঘটনায় ভুক্তভোগী সালাউদ্দিনের বোন উত্তর বারপাড়া এলাকার বাসিন্দা শাহনাজ আক্তার বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেন। বন্দর থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯