
ডান্ডিবার্তা রিপোর্ট
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রূপগঞ্জে শিক্ষকসহ ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে কাজী জহিরুল নামের এক যুবদল নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতা গোলাকান্দাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য কাজী জহিরুল। আহতরা হলেন, আধুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী সুমন মিয়া, তার ছোট ভাই গ্রাম্য ডাক্তার কাজী তপন ও তুহিন। এ ঘটনায় আহতদের ভাই কাজী সাইফুল ইসলাম বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। আহতদের ভাই কাজী সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন যাবৎ একই এলাকার যুবদল নেতা কাজী জহিরুল, কাজী নজরুল ইসলাম, কাজী মনির হোসেনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আদালতে জমি সংক্রান্ত একটি দেওয়ানী মামলা চলমান রয়েছে। গত বুধবার বিকেলে কাজী জহিরুল ও তার লোকজন জমিটি দখলে নিতে কয়েকটি পিলার আনেন। এসময় আমার ভাই গ্রাম্য ডাক্তার কাজী তপন তাদেরকে জিজ্ঞেস করতে গেলে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। তার চিৎকার শুনে আমার ভাই আধুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন মিয়া ও তুহিন মিয়া এগিয়ে গেলে তারা তাদেরকেও পিটিয়ে জখম করে। এসময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা আমাদেরকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। এ ঘটনায় গোলাকান্দাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য কাজী জহিরুল বলেন, জমি দখল করতে যাইনি এই জমিটি আমরা এসএ, সিএসএ ও আর সুত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছি। দুইদিন আগে তারা আমাদের জমির সীমানা পিলার ফেলে দেয়। নতুন করে পিলার স্থাপন করতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। এসময় হয়তো পরে গিয়ে তপন আহত হয়েছে। আদালতে মামলা চলমান রয়েছে আদালত তাদের পক্ষে রায় দিলে আমরা ছেড়ে দিয়ে আসবো। আদালতের রায় না পেয়ে তারা আমাদের স্থাপন করা পিলার উঠিয়ে ফেলে এটা মেনে নেওয়া যায়না। আমি যুবদলের সাধারণ একজন কর্মী। আমি তারেক রহমানের কর্মী। আপনারা খোঁজ নিয়ে দেখবেন আমি কখনো এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়েছি কিনা। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯