আজ শনিবার | ১০ মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ১১ জিলকদ ১৪৪৬ | সকাল ১১:৩০

আড়াইহাজারে আজাদের কদর বেড়েছে

ডান্ডিবার্তা | ০৯ মে, ২০২৫ | ১০:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আড়াইহাজার আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য ৪জন প্রার্থীর মধ্যে অনলাইন ভোটিং জরিপ চালিয়েছে। সেই জরিপে সর্বোচ্চ ভোট পেয়েছেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। অন্যদিকে সমানতালে অনলাইন জরিপেও জনপ্রিয়তার তলানিতে বিএনপির সাবেক সংসদ সদস্য এম আতাউর রহমান খান আঙ্গুর ও কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। তবে ভোটে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান সুমন। ফেসবুক ব্যবহারকারীদের মাঝে প্রশ্ন রাখা হয়- আড়াইহাজার আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনিত প্রার্থী হিসেবে দেখতে চান। নি¤েœ ৪জন সম্ভাব্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ, মাহামুদুর রহমান সুমন, এম আতাউর রহমান খান আঙ্গুর ও পারভীন আক্তারের নাম ও ছবি সংযুক্ত করে ২৯ হাজার ফেসবুক ব্যবহারকারীদের কাছে পৌছে দেয়া হয়। গত ২১ এপ্রিল থেকে ৪৮ ঘন্টায় এই ভোটিংয়ে ২৯ হাজার ফেসবুক ব্যবহারকারীদের মাঝে জরিপটি পৌছে দেয়া হলে সেখানে অংশগ্রহণ করে ভোট প্রদান করেছেন ২ হাজার ৮’শ ৮৬ জন ভোটার। যার মধ্যে আজাদ পেয়েছেন ২০৮২ ভোট, যেখানে ৭২ পারসেন্ট ভোট পান এবং মাহামুদুর রহমান সুমন পেয়েছেন ৫২৭ ভোট, যেখানে ১৮ পারসেন্ট ভোট। তবে তৃতীয় স্থানে আছেন আতাউর রহমান খান আঙ্গুর, যেখানে তার ভোট ১৪০, যেখানে ৪ পারসেন্ট ভোট এবং পারভীন আক্তার পান ১৩৭ ভোট, যেখানে মাত্র ৪ পারসেন্ট ভোট প্রদান করেন ফেসবুক ব্যবহারকারীরা। তবে আরো ৬৫ জন ফেসবুক ব্যবহারকারী কমেন্টস করে আজাদের পক্ষে বেশির ভাগ সমর্থন জানান। সেখানে দ্বিতীয় স্থানে সুমন। এখানে উল্লেখ্য যে, এই জরিপ প্রকৃত পক্ষে আড়াইাহাজার উপজেলার সকল নেতাকর্মী কিংবা সকলের মতামত প্রকাশ করে না। এটা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহাকারীদের নিয়ে অনলাইন ফেসবুক জরিপ। আরো উল্লেখ্য যে, গত ২০১৮ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে এই আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনিত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন নজরুল ইসলাম আজাদ। যদিও প্রাথমিকভাবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন আতাউর রহমান খান আঙ্গুর ও মাহামুদুর রহমান সুমনও।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা