
ডান্ডিবার্তা রিপোর্ট
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন (বিকেওএ) এর পরিচালনা পর্ষদ ২০২৫-২০২৭ নির্বাচনের জন্য মোট ৫০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিকেওএ এর নিজস্ব কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি এবং সদস্য মো. স্বপন চৌধুরী ও সোহেল আক্তার সোহানের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। প্রথমে মো. আবু তাহের শামীমের নেতৃত্বে ২৩ জন, এরপর মো. সেলিম সারোয়ারের নেতৃত্বে ২২ জন এবং সবশেষে ৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মো. আবু তাহের শামীমের সাথে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন: মো. কামাল হোসেন, মো. কবির হোসেন ভূঁইয়া, সাহারীয়া (জুয়েল), মো. ফারুক আহমেদ, মো. শহিদুল ইসলাম, মো. জাহিদুল আলম, মো. মহসীন মুখ্য, মো. সিদ্দিকুর রহমান, মো. কামাল উদ্দিন আহমেদ, মো. আইজউদ্দিন মোল্লা, মো. আনোয়ার হোসেন, মো. আব্দুল আউয়াল (টুটুল), জাকির হোসেন, মো. মাসুম, মো. নাসির, মো. মনিরুল ইসলাম, মো. মানিক মিয়া, সৈকত হাসান, মো. শহিদুল ইসলাম সুমন, মো. সেলিম রেজা, সজল দাস ও মো. আরিফ হোসেন। অন্যদিকে, মো. সেলিম সারোয়ারের সাথে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আবু বকর সিদ্দিক আবুল, মো. শামিম হোসেন সরোয়ার, মো. কোরাইশ মল্লিক, মো. জাকির হোসেন, মো. রায়হান আলী, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, মো. বশির আহমেদ, মো. শফিকুর রহমান, আবু সাইদ, মো. ইদ্রিস মিয়া, মো. আরিফুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. এনামুল হাফিজ (কাজল), মো. দেলোয়ার হোসেন, মো. বাহাউদ্দিন আহমেদ, মো. সাইদুর রহমান, মো. আব্দুল হাকিম, মো. মোজাহার আলী, মিসেস মিশেল শেখ, বুলবুল আহমেদ ও শ্যামল দেবনাথ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আনিসুজ্জামান টিটু, মো. ইউসুফ আলী, মো. মাসুম বিল্লাহ, সাইফুল ইসলাম ও মো. শহিদুল্লাহ। নির্বাচন বোর্ডের সচিব মো. সিরাজুল ইসলাম জানান, গত ১৪ মে ঘোষিত দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৯ আগস্ট বিকেওএ কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিকেওএ এর দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আনিসুল ইসলাম সানি এবং সদস্য হিসেবে আছেন মো. স্বপন চৌধুরী ও সোহেল আক্তার সোহান। এছাড়া, নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান সাঈদ আহমেদ স্বপন এবং সদস্য মো. জাকারিয়া ওয়াছিন ও ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান এই নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন। নির্বাচন বোর্ডের সচিবের দায়িত্ব পালন করছেন মো. সিরাজুল ইসলাম। মনোনয়নপত্র জমা দেয়াার সময় মো. আবু তাহের শামীম বলেন, “আমরা বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনে কোনো ভুয়া সদস্য দেখতে চাই না। প্রকৃত সদস্যদের নিয়ে নির্বাচন করবো। সেই লক্ষ্যে আজ নির্বাচন কমিশনারের কাছে আমার মনোনয়নপত্র জমা দিয়েছি।” তিনি আরও জানান, “আমাদের এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। প্রার্থী চূড়ান্ত হলে আমরা নির্বাচনের ইশতেহার ঘোষণা করবো এবং সেই ইশতেহারে আমাদের অঙ্গীকার প্রকাশ করবো। তবে আমাদের ইশতেহারের প্রথম অঙ্গীকার থাকবে, কোনো ভুয়া সদস্য বা কোনো ব্যক্তি সদস্য হতে পারবে না।” মনোনয়নপত্র জমা দেয়াার সময় মো. সেলিম সারোয়ার বলেন, “নিট ঐক্য ফোরামের পক্ষ থেকে আমরা ২২ জন আজকে মনোনয়নপত্র জমা দিলাম। আমরা এখনো নির্বাচনের ইশতেহার ঘোষণা করিনি। প্রার্থী চূড়ান্ত হলে আমরা আমাদের ইশতেহার দেবো।” তিনি আরও বলেন, “তবে আমাদের মূল কথা হলো একতা-শক্তি ও প্রগতি। আমরা যদি সবাই এক না থাকি, তাহলে এই সেক্টরকে বাঁচাতে পারবো না। এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করবো।” নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার প্রতিশ্রæতি দিয়ে মো. সেলিম সারোয়ার বলেন, “এবার নির্বাচিত করলে আমরা আমাদের অসমাপ্ত কাজগুলো করবো। এবারের নির্বাচন কমিশনার অনেক যোগ্য। আমাদের সদস্যদের প্রতি শতভাগ আস্থা আছে এবং আমরা শতভাগ নির্বাচিত হবো বলে বিশ্বাস করি।” নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি বলেন, আগামী ৮ জুলাই, মঙ্গলবার থেকে মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, “মনোনয়নপত্র বাছাইয়ের সময় প্রার্থী স্বয়ং অথবা তার প্রস্তাবকারী বা তার সমর্থককারী যেকোনো একজন উপস্থিত থাকতে পারবেন।” বাছাই প্রক্রিয়ার নিয়মাবলী সম্পর্কে তিনি আরও ব্যাখ্যা দেন, “যে সিরিয়ালে আমরা মনোনয়নপত্র গ্রহণ করেছি, ঠিক সেভাবেই আমরা মনোনয়নপত্র বাছাই করবো। কেউ যদি সিরিয়াল অনুযায়ী আসতে না পারে বা উপস্থিত না থাকে, তাহলে তাকে শেষে আসতে হবে। কেউ আগে জমা দিয়েছে বলে আগে পাওয়ার সুযোগ নেই, যদি না সিরিয়ালের সময় উপস্থিত থাকে।” নির্বাচন বোর্ডের সদস্য মো. স্বপন চৌধুরী বলেন, “যারা বিকেওএ নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা সবাই আজ মনোনয়নপত্র দাখিল করেছেন। যে ৫০ জন মনোনয়নপত্র কিনেছেন, ঠিক সেই ৫০ জনই মনোনয়নপত্র দাখিল করেছেন।” তিনি আরও জানান, আগামী ৮ মঙ্গলবার বেলা ১১টা থেকে মনোনয়নপত্র বাছাই পর্ব শুরু হবে। একই দিনে বিকেল ৪টায় প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মো. স্বপন চৌধুরী বলেন, “খুবই উৎসবমুখর পরিবেশে আজ মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে। এতে আমাদের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও আমরা সদস্যবৃন্দ উৎফুল্ল।”
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯