আজ রবিবার | ৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ১০ মহর্‌রম ১৪৪৭ | সন্ধ্যা ৭:১৮

যাদের ভোট নেই তারাই পিআর পদ্ধতি চান

ডান্ডিবার্তা | ০৬ জুলাই, ২০২৫ | ৯:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নাসিক ১৩নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে হোসিয়ারী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আঞ্জুম আহমেদ রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারাদেশে ৫ কোটি নতুন সদস্য সংগ্রহ করা হবে। সদস্য হওয়াটা অত্যন্ত সহজ। যারা সমাজে ভালো মানুষ, শিক্ষক, ব্যবসায়ী সহ আরো অনেকেই। তবে আওয়ামী লীগের দোসর, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, দেশের ও মানুষের শত্রæ তাদেরকে সদস্য করা হবেনা। ইদানিং কিছু কথা শুনছি যারা আমাদের সাথে আন্দোলন করেছে তারা নির্বাচন চায় না। কিছু ইসলামী দল চায় সংসদ নির্বাচন না স্থানীয় নির্বাচন হউক। ১৮টি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কারণ তাদের ভোট নেই তাই তারা পিআর পদ্ধতি চাচ্ছেন। তিনি আরও বলেন, ৫ আগষ্ট পরবর্তী তারেক রহমান দেশ নির্মানে ৩১ দফা ঘোষনা করেছেন। দলকে সুসংগঠিত করার জন্য নানা দিকনির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। এখন ফেসবুক খুললে অন্যান্য রাজনৈতিক দলের কার্যক্রম দেখা যায়, আপনারা হয়তো প্রচারনা ভুলে গেছেন। তাই আজ থেকে আপনারাও ফেসবুকে দলের কার্যক্রম প্রচারনা করবেন। প্রধান বক্তা এড. টিপু তার বক্তব্যে বলেন, যেখানে শেখ হাসিনা ও তার ছেলে ব্যর্থ সেখানে তারেক রহমান সফল। শেখ হাসিনা গুম, খুন, হত্যা, মামলা-হামলা, ব্যাংক লুট সন্ত্রাসী কার্যক্রম সহ নানা অপকর্ম করেছে। অথচ জিয়াউর রহমান বা খালেদা জিয়া তারা ছিলেন আপোষহীন। মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় গঠন সহ নানা উন্নয়নমূলক কাজ করেছেন। তার অত্যাচারে যখন মানুষ দিশেহারা তখন শুরু হয় কোটা আন্দোলন। এর সাথে তারেক রহমান যোগ করলেন একদফা, এরই প্রেক্ষিতে সে ৫ আগষ্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। ড. ইউনুস আপনি একজন সম্মানিত ব্যাক্তি, এমন কিছু করবেন না যাতে করে আপনার অবস্থা শেখ হাসিনার মত হয়। বক্তব্য শেষে ওয়ার্ড নেতৃবৃন্দের কাছে ফরম হস্তান্তর করেন সিনিয়র নেতৃবৃন্দ। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সর্দারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগরের সিনিয়র যুগ্ম আহŸায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহŸায়ক মনির হোসেন খান, ফতেহ মোঃ রেজা রিপন, সদস্য এড. রফিক আহমেদ, রাশিদা জামাল, মাকিদ মোস্তাকিম শিপলু, সদর থানার সভাপতি মাসুদ রানা, সাধারন সম্পাদক এড. আনোয়ার প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা