
ডান্ডিবার্তা রিপোর্ট
জুলাই গনঅভ্যুত্থানে চোখ হারানো নারায়ণগঞ্জের মিশন পাড়ার মাহবুব আলমের চোখের আলো ফিরিয়ে দিতে এগিয়ে আসলেন প্রাইম গ্রæপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। গতকাল শনিবার সকালে মাহবুব আলমের খবর পেয়ে তার বাসায় ছুটে যান তিনি। এসময় তিনি আহত মাহবুবের মার সাথে কথা বলে জানতে পারেন, মাহবুবকে চিকিৎসার জন্য ভারত ও ব্যাংকক নেওয়া হয়েছিল তার একটি ছোরা গুলি চোখের নাফের বিতর প্রবেশ করার কারনে দুই চোখ ভালো হবার সম্ভাবনা নেই এবং তাদের কাছে কোন চিকিৎসা নেই। তিনি আরো বলেন,এত বড় বড় নেতা এত বড় বড় দলের লোকেরা থাকতেও আমার ছেলে আন্দোলনে গিয়ে তার চোখ হারিয়েছে একটিবারও কেউ খোঁজ খবর নেয়নি এবং কেউ আশ্বাসও দেয়নি আমার ছেলের চোখ ভালো হবে। ঐসময় প্রাইম গ্রæপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল বিভিন্ন ভাবে যোগাযোগের মাধ্যমে মাহবুবকে তার চোখের আলো ফিরিয়ে দিতে উন্নত চিকিৎসার জন্য সরকারি ও নিজ খরচে ব্যবস্থা করেন। প্রাইম গ্রæপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল সাংবাদিকদের জনান, জুলাই গনঅভ্যুত্থানে চোখ হারানো মাহবুবকে চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি শুনেই আমার খারাপ লাগছে। আমি একটি জাতীয় গণমাধ্যমে মাহবুবের নিউজ দেখে আজকে তার বাসায় উপস্থিত হয়েছি। আমি জানতাম না এত বড় দুর্ঘটনা সম্মুখীন হয়েছেন তিনি। তার চোখ নষ্ট হওয়ার পরে তার স্ত্রী ও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। প্রথমে এসে যতটুকু জেনেছি তার চোখের নার্ভের ভিতর একটি গুলি রয়েছে যা ভারত ও থাইল্যান্ডে চিকিৎসার পরেও তারা ব্যর্থ হয়েছে। মাহবুবের বিষয় নিয়ে আমি বিভিন্ন জায়গায যোগাযোগ করে জানতে পারলাম আমেরিকা বা বেলজিয়ামে মাহবুবকে নিয়ে যেতে পারলে সে আবার আশার আলো ফিরে পাবে। নতুন এ বাংলাদেশকে আবারো তার চোখের দেখতে পাবে। কিন্তু তার চোখ ফিরিয়ে দিতে অনেক টাকার খরচ যা একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি মিলে ও তার খরচ বহন করতে পারবে না। আমি তাকে সরকারিভাবে সরকারি খরচে বাহিরে পাঠানো ব্যবস্থা করছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডঃ মোঃ ইউনূসের কাছে তাকে নিয়ে যাব এবং বাহিরে চিকিৎসার জন্য প্রেরণ করাবো। আজকে আমি আশ্বাস দিয়ে গেলাম মাহবুব আবারও তার চোখে দেখতে পাবে। আবার সে মনের মত ঘুরতে পারবে তার কোন সাহায্য লাগবে না। প্রসঙ্গ: নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে যখনই মানবিক ঘটনার খবর পান তাদের স্থানে সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রাইম গ্রæপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯