
ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের মদগঞ্জ টু মদনপুর সড়কে হরহামেশাই ঘটছে চুরি-ছিনতাইয়ের ঘটনা। তবে এ ধরনের ঘটনায় প্রশাসনের তেমন কোনো নজরদারী নেই বলে দাবী করেছেন ভুক্তভুগী ও স্থানীয় বাসীন্দারা। জানা গেছে, বেশ কিছুদিন যাবত বন্দরের মদনগঞ্জ টু মদনপুর সড়কের মনার বাড়ি, তালতলা, লক্ষনখোলা এবং ঢাকেশ্বরী এলাকায় নিয়মিত ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। এতে করে জনমনে রীতিমতো আতংকের সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাত আনুমানিক ১২ টা ৩০ মিনিটে কুড়িপাড়া মেলা থেকে ফেরার পথে নবীগঞ্জ মোল্লা বাড়ি নিবাসী ব্যাবসায়ী নূর ইসলাম এবং সঙ্গী আইয়ুব আলী বাড়ি ফেরার পথে ঢাকেশ্বরী মন্দিরের কাছে পৌছালে অজ্ঞাত ৩/৪ জন অস্ত্রধারী অটো থামিয়ে হামলা চালায়। এমতাবস্থায় অটো চালক ভয়ে দুরত্ব বজায় রাখলেও ব্যাবসায়ী নূর ইসলামের উপর হামলা চালায় চিলতাইকারীরা। এসময় তার সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা এবং হাতের মোবাইল ফোন নিয়ে যায়। কিন্তু সাথে থাকা আইয়ুব আলী এবং আরও একজন অজ্ঞাত যাত্রীকে ছিনতাইকারীরা চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে সাথে থাকা টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়। অতঃপর ছিনতাইকারীরা স্থান ত্যাগ করলে আহত আইয়ুব আলী, নূর ইসলাম এবং অজ্ঞাত ব্যাক্তি নারায়ণগঞ্জ ৩০০ ষয্যা হাসপাতালে(খাঁনপুর) জরুরী বিভাগে তাতক্ষনিক চিকিৎসা নেয়। কিন্তু আহত আইয়ুব আলী এখনো গুরুতর অবস্থায় খাঁনপুর হাসপাতালে ভর্তি আছেন।
ঘটনা পরবর্তী সরেজমিনে ঐ এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এখানে ডাকাত মামুন এবং ছিনতাইকারী সুমন গ্রæপ রাত হলেই তালতলা, মনারবাড়ি, ঢাকেশ্বরী ও লক্ষনখোলা এলাকায় ছিনতাই করে। এদের বিরুদ্ধে বন্দর থানা সহ নামে বেনামে জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি সহবেশ কয়েকটি মামলা রয়েছে। তবে পুলিশ এদেরকে ধরছে না বলেই এই চক্রটি রাতে নিরীহ মানুষদের জখম করে সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। এর আগে বেশ কয়েকটি অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। ভুক্তভুগীরা জানায়, চুরি ও ছিনাতাইয়ের ঘটনায় থানা পুলিশের কোনো সহযোগীতা পাওয়া যায় না। রাতে পেট্এরল টিমও থাকে না ্নএ্কই সড়কটিতে। অভিযোগ করলেও সময় ক্ষেপন ছাড়া কোনো প্রতিকার পাওয়া যায় না বলেও আক্ষেপ করেন অনেকে। এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, আমরা এব্যাপারে কিছু জানিনা, তবে এই ঘটনায় যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানান, ৫ আগষ্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ জনগণের কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে। এমনকি পুলিশের তেমন কোনো তৎপরাত চোখেও পরেনি। ভুক্তভুগীরা কোনো অভিযোগ করলেও থানা তেমন কোনো গুরুত্ব দিচ্ছে না। এ কারনে দিন দিন অপরাধ প্রবনতা বাড়ছে। এভাবে চলতে থাকলে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দিকে যাবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯