আজ মঙ্গলবার | ৫ আগস্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ১০ সফর ১৪৪৭ | দুপুর ১:৩৩

জনগণের প্রত্যাশা পূরন হবে কি?

ডান্ডিবার্তা | ০৫ আগস্ট, ২০২৫ | ১১:১৮ পূর্বাহ্ণ

হাবিবুর রহমান বাদল
ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই হৃদয়বিদারক ছিল যে- তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েও বাংলাদেশে থাকতে পারেননি। তাকে গোপনে দেশ ছেড়ে পালাতে হয়। জানা যায়, তিনি তাঁর ছোটো বোন শেখ রেহানাসহ ভারতে আশ্রয় নেয়। তাকে বহনকরা হেলিকপ্টারটি যখন আকাশে উড়ে যাচ্ছে সেই দৃশ্যও বিভিন্ন চ্যানেলে দেখে সাধারণ মানুষ তাকে ধিক্কারই জানিয়েছে। শেখ হাসিনার এই দেশত্যাগ এবং আওয়ামী লীগ সরকারের এই করুণ পতন হবে এমনটা কেউ না ভাবলেও ছাত্র আন্দোলনকে দমাতে গিয়ে যেভাবে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে কোলের শিশু থেকে শুরু করে সাধারণ মানুষকে হত্যা করে তাতে আওয়ামীলীগ সরকারের পতন অনেকটাই সময়ের ব্যপার হয়ে উঠেছিল। তার উপর লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ে। সেই সাথে দেশে অনিয়ম, দুর্নীতি আর লাগামহীন ভাবে জনগণের অর্থ বিদেশ পাচারে মানুষ ছাত্রদের ন্যায্য আন্দোলনে সমর্থন জানায়। দেড় দশকের বেশী সময় বিভিন্ন অপকায়দায় ক্ষমতায় টিকে থাকা শেখ হাসিনাকে গতিচ্যুত করতে ছাত্র-জনতার পাশাপাশি গৃহবধূ থেকে শুরু করে কুলবধুরাও রাস্তায় নেমে আসে। এক বছর আগে এই দিনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার শুক্ত হয়। সাধারণ মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। যে বাংলাদেশে হানাহানি, দুর্নীতি, স্বজনপ্রিতি, ঘুষ আর রাজনৈতিক দস্যিপনা থাকবেনা। গত এক বছরে সাধারণ মানুষ তার প্রত্যাশিত সেই বাংলাদেশ আজো পায়নি। ঘুষ-দুর্নীতি বেড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মধ্যে আতঙ্কে চলছে সাধারণ মানুষের দিনক্ষন। কতিপয় হাতেগুনা মানুষ মামলা বানিজ্য আর চাঁদাবাজির মাধ্যমে অল্পদিনেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। চাঁদাবাজির হাত বদল হয়েছে মাত্র। যাদের রিকশায় চলারমত অবস্থা ছিল না তারা এখন দামি গাড়িতে চড়ে বেড়াচ্ছেন। এনিয়ে সাধারণ মানুষের ক্ষোভের শেষ নেই। দলবাজি আর চাঁদাবাজির পাশাপাশি গণমাধ্যমে সেই আগের মতই ব্যক্তিতোষন অব্যাহত আছে। পরিবর্তন ঘটেছি ব্যক্তি কিংবা লীগের বদলে দলের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক সময় ছাত্র-জনতার আন্দোলনে রূপ নেয়। সকল পেশার মানুষ ছাত্রদের পাশে দাঁড়ালে পুলিশকে বেপারোয়া করে তুলে আওয়ামীলীগ সরকার। অথচ এক শ্রেনীর গণমাধ্যম কর্মী দলবাজি আর পেশাকে ব্যবহার করে রাতারাতি অর্থ বিত্তের মালিক হওয়াকে সাধারণ পেশাজীবী সাংবাদিকরাও ভালো চোখে দেখেনি কখনো। উল্লেখ্য, প্রথম অবস্থায় অবশ্য কোটা-সংস্কারের এই আন্দোলনটি শান্তিপ্রিয়ই ছিল। কিন্তু তৎকালীন সরকারের কোনো কোনো মন্ত্রীর উস্কানীমূলক কথায় এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠনের বারবার হামলায় সেই শান্তিপ্রিয় কোটা আন্দোলনটিই এক সময় রাজধানীর বাইরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ছাত্র আন্দোলনটি সকল শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করার ফলে আন্দোলন হয়ে ওঠেছিল সকলের। শিক্ষার্থীদের অভিভাবকরাও এক সময় রাস্তায় নেমে এসেছিল আন্দোলন করতে। অবশ্য স্বার্থেন্বেষী মহল এবং তাদের অনুসারী-অনুগামী দুর্বৃত্তরা এক সময় এই আন্দোলনটি ঘিরে জ্বালাও-পোড়াও শুরু করলে সবকিছুই তখন সহিংসতায় রূপ নেয়। কোটা-সংস্কার আন্দোলনটি যে গণঅভ্যুত্থানে রূপ নিবে সেটা যে সরকার পতনের আন্দোলনে রূপ নেবে সেটা প্রথমে নিষিদ্ধ আওয়ামীলীগাররা ধারণা করতে পারেনি। একটা পর্যায়ে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উস্কানিমূলক একটা বক্তব্য দিলো, তারপর থেকে ছাত্ররা উত্তেজিত হয়ে উঠে। এই আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছে এবং দেড় হাজারের অধিক মানুষ মারা গেছে। আজ ৫ আগষ্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার এক বছর পূর্ন হলো। আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরকে সাধারণ মানুষের এই অনুভ’তি ধরে রাখার জন্য আওয়ামীলীগ সরকারের দেড় দশকের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন এমনটাই প্রত্যাশা দেশবাসীর। যে বাংলাদেশে ঘুষ, দুর্নীতি আর স্বজনপ্রিতি থাকবেনা। সাধারণ মানুষ তার পছন্দের প্রতীকে ভোট দিবে এমন একটি নির্বাচিত সরকারের প্রত্যাশা দেশবাসীর।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা