
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপি ঘুরে দাড়ানোর চেষ্টা করছে। তারেক রহমানের আহবানে বিএনপি নেতারা বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে আগামী নির্বাচনে বিজয়ী করতে আহবান জানিয়েছেন। নারায়ণগঞ্জ বিএনপিতে বিরোধ দীর্ঘ দিনের। আর এর জন্য দায়ি বিএনপির হাই কমান্ড। এমনটাই মনে করেন বিএনপির মাঠ পর্যায়ের কর্মী সমর্থকরা। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় ভোটের মাঠে নারায়ণগঞ্জে বিএনপির অবস্থান নড়বড়ে। নারায়ণগঞ্জে বিএনপিকে টপকিয়ে এগিয়ে যাচ্ছে জামায়াত। বিএনপির কতিপয় নেতার অপকর্মে ও আওয়ামী দোসরদের পৃষ্টপোষকতার কারণে বিএনপি থেথকে অনেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। আর এর কারণ হিসাবে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন দুর্বল নেতৃত্ব। বিএনপির একাধিক নেতা বলেন, বিএনপির হাইকমান্ড নারায়ণগঞ্জ বিএনপিকে নিয়ন্ত্রণ করার জন্য যাদের হাতে নেতৃত্ব দিয়েছেন তারা অযোগ্য। তাদের কমান্ড কেউ মানছে না। আর তারা নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতেও ব্যর্থ হয়েছেন। এ সকল অযোগ্য নেতাদের বিরুদ্ধে রয়েছে কারি কারি অভিযোগ। চাঁদাবাজি থেকে শুরু করে মামলা বানিজ্য, কমিটি বানিজ্য, আওয়ামী দোসরদের পৃষ্টপোষকতার করার তকমা রয়েছে তাদের ঘাড়ে। যার কারণে বিএনপির ত্যাগী নেতারা অযোগ্য নেতাদের নেতৃত্বে কাজ করতে নারাজ। তাই নারায়ণগঞ্জে বিএনপি কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যার কারণে বিএনপি নারায়ণগঞ্জে ভোটের মাঠে আগাতে পারছে না। বিএনপি নিজেদের মধ্যে কোন্দলে জর্জরিত। বিএনপির এক প্রবীন নেতা বলেন, আমরা জিয়াউর রহমানের সময় থেকে রাজনীতি করে আসছি। যারা বিএনপিকে জাগিয়ে তুলেছে আজকের নেতাদের কাছে সেই ত্যাগী নেতাদের কদর নেই। যাদের দেখে সাধারণ ভোটাররা ভোট দিবে তাদের সামনে এগোতে দিচ্ছে না কিছু চাটুকার নেতা। যার কারণে নারায়ণগঞ্জে বিএনপি অন্যান্য জেলার চেয়ে অনেক দুর্বল। নারায়ণগঞ্জে গত ১ বছরে বিএনপির করে অনেকে কোটিপতি বনে গেছেন। এ সকল কারণে নারায়ণগঞ্জে বিএনপির ইমজে তলানীতে পৌছেছে। তবে মাত্র ১ বছরে কিভাবে এত টাকার মালিক হলো তা দল ক্ষতিয়ে দেখলে বুঝা যাবে তাদের দিয়ে দলের কত বড় ক্ষতি হয়েছে। আমরা যারা বিএনপি করি আমাদের দলের জন্য মায়া লাগে। যখন সুসময়েও দল বেকায়দায় থাকে তখন আমরা অনেক দু:খ পাই। শহীদ জিয়াউর রহমানের আদর্শ বর্তমান নেতাদের মধ্যে নেই। তারা আছে শুধু নিজেদের আখের গুছাতে। নির্বাচনের আর মাত্র ৭ মাস বাকি কেন্দ্রীয় বিএনপি এখনই যদি পদক্ষেপ না নেয় তবে সামনে নারায়ণগঞ্জে বিএনপি চরম ক্ষতির মুখে পতীত হবে বলে এমনটাই ধারণা করেন এই পবীন বিএনপি নেতা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের জনগণই বিএনপির তথা দেশের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।’ তিনি বলেন, কথামালার রাজনীতি নয়, আমরা জীবনমান উন্নয়নের রাজনীতি শুরু করি। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতাকর্মী হতাহত হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় শুধুমাত্র ছাত্রদলের ২ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। যেই সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানেরা আছে, সেই সংগঠনের নেতাকর্মীদের কেউ দমিয়ে রাখতে পারবে না। তারেক রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত দেশে মানুষ বিভেদ চায় না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি প্রযুক্তি এবং দক্ষতা অর্জন করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা থাকবে। তারেক রহমানের এমন বক্তব্যে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীরা চাচ্ছেন সকল বিরোধ মিটিয়ে নারায়ণগঞ্জে যেন ত্যাগী নেতাদের নিয়ে বিএনপিকে নতুন করে সাজিয়ে শক্তিশালী করতে। এ জন্য হাইকমান্ডকে এ বিষয়ে নজর দেয়ার দাবি জানান তারা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯