আজ সোমবার | ৪ আগস্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ৯ সফর ১৪৪৭ | দুপুর ২:৪৬

না’গঞ্জে বিএনপির অবস্থা নড়বড়ে

ডান্ডিবার্তা | ০৪ আগস্ট, ২০২৫ | ১০:৫৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপি ঘুরে দাড়ানোর চেষ্টা করছে। তারেক রহমানের আহবানে বিএনপি নেতারা বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে আগামী নির্বাচনে বিজয়ী করতে আহবান জানিয়েছেন। নারায়ণগঞ্জ বিএনপিতে বিরোধ দীর্ঘ দিনের। আর এর জন্য দায়ি বিএনপির হাই কমান্ড। এমনটাই মনে করেন বিএনপির মাঠ পর্যায়ের কর্মী সমর্থকরা। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় ভোটের মাঠে নারায়ণগঞ্জে বিএনপির অবস্থান নড়বড়ে। নারায়ণগঞ্জে বিএনপিকে টপকিয়ে এগিয়ে যাচ্ছে জামায়াত। বিএনপির কতিপয় নেতার অপকর্মে ও আওয়ামী দোসরদের পৃষ্টপোষকতার কারণে বিএনপি থেথকে অনেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। আর এর কারণ হিসাবে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন দুর্বল নেতৃত্ব। বিএনপির একাধিক নেতা বলেন, বিএনপির হাইকমান্ড নারায়ণগঞ্জ বিএনপিকে নিয়ন্ত্রণ করার জন্য যাদের হাতে নেতৃত্ব দিয়েছেন তারা অযোগ্য। তাদের কমান্ড কেউ মানছে না। আর তারা নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতেও ব্যর্থ হয়েছেন। এ সকল অযোগ্য নেতাদের বিরুদ্ধে রয়েছে কারি কারি অভিযোগ। চাঁদাবাজি থেকে শুরু করে মামলা বানিজ্য, কমিটি বানিজ্য, আওয়ামী দোসরদের পৃষ্টপোষকতার করার তকমা রয়েছে তাদের ঘাড়ে। যার কারণে বিএনপির ত্যাগী নেতারা অযোগ্য নেতাদের নেতৃত্বে কাজ করতে নারাজ। তাই নারায়ণগঞ্জে বিএনপি কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যার কারণে বিএনপি নারায়ণগঞ্জে ভোটের মাঠে আগাতে পারছে না। বিএনপি নিজেদের মধ্যে কোন্দলে জর্জরিত। বিএনপির এক প্রবীন নেতা বলেন, আমরা জিয়াউর রহমানের সময় থেকে রাজনীতি করে আসছি। যারা বিএনপিকে জাগিয়ে তুলেছে আজকের নেতাদের কাছে সেই ত্যাগী নেতাদের কদর নেই। যাদের দেখে সাধারণ ভোটাররা ভোট দিবে তাদের সামনে এগোতে দিচ্ছে না কিছু চাটুকার নেতা। যার কারণে নারায়ণগঞ্জে বিএনপি অন্যান্য জেলার চেয়ে অনেক দুর্বল। নারায়ণগঞ্জে গত ১ বছরে বিএনপির করে অনেকে কোটিপতি বনে গেছেন। এ সকল কারণে নারায়ণগঞ্জে বিএনপির ইমজে তলানীতে পৌছেছে। তবে মাত্র ১ বছরে কিভাবে এত টাকার মালিক হলো তা দল ক্ষতিয়ে দেখলে বুঝা যাবে তাদের দিয়ে দলের কত বড় ক্ষতি হয়েছে। আমরা যারা বিএনপি করি আমাদের দলের জন্য মায়া লাগে। যখন সুসময়েও দল বেকায়দায় থাকে তখন আমরা অনেক দু:খ পাই। শহীদ জিয়াউর রহমানের আদর্শ বর্তমান নেতাদের মধ্যে নেই। তারা আছে শুধু নিজেদের আখের গুছাতে। নির্বাচনের আর মাত্র ৭ মাস বাকি কেন্দ্রীয় বিএনপি এখনই যদি পদক্ষেপ না নেয় তবে সামনে নারায়ণগঞ্জে বিএনপি চরম ক্ষতির মুখে পতীত হবে বলে এমনটাই ধারণা করেন এই পবীন বিএনপি নেতা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের জনগণই বিএনপির তথা দেশের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।’ তিনি বলেন, কথামালার রাজনীতি নয়, আমরা জীবনমান উন্নয়নের রাজনীতি শুরু করি। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতাকর্মী হতাহত হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় শুধুমাত্র ছাত্রদলের ২ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। যেই সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানেরা আছে, সেই সংগঠনের নেতাকর্মীদের কেউ দমিয়ে রাখতে পারবে না। তারেক রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত দেশে মানুষ বিভেদ চায় না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি প্রযুক্তি এবং দক্ষতা অর্জন করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা থাকবে। তারেক রহমানের এমন বক্তব্যে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীরা চাচ্ছেন সকল বিরোধ মিটিয়ে নারায়ণগঞ্জে যেন ত্যাগী নেতাদের নিয়ে বিএনপিকে নতুন করে সাজিয়ে শক্তিশালী করতে। এ জন্য হাইকমান্ডকে এ বিষয়ে নজর দেয়ার দাবি জানান তারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা