
ডান্ডিবার্তা রিপোর্ট
ঘুষ কেলেংকারী সহ নানা অনিয়মের অভিযোগের পর অবশেষে নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে বদলী করা হয়েছে। তাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে কুমিল্লা জেলায় পদায়ন করে সরকার। তবে বদলী করা হলেও পূর্বের স্থানে বেশ কিছুদিন থাকার জন্য সরকারি দপ্তর গুলোতে দৌড়ঝাঁপ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ৫ লাখ টাকা ঘুষ না দেয়ায় বক্তাবলীর রাজাপুর খেয়াঘাটের বৈধ ইজারাদারের ইজারা বাতিল করে নতুন করে একজনকে ইজারা প্রদান করে। এমনকি হাইকোর্টের আদেশকে তোয়াক্কা না করে একঘেয়েমি সিদ্ধান্তে বৈধ ইজারাদারের ইজারা বাতিল করে ঐ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দু’পক্ষের মধ্যে বিরোধ তৈরি করে। পরে ইউএনও’র বিরুদ্ধে বৈধ ইজারাদার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। আর ৩০ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক আদেশে নারায়ণগঞ্জ সদর উপজেলায় নতুন নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে তাছলিমা শিরিনকে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি নারায়ণগঞ্জে এসে যোগদানও করে ফেলেছে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সার্কিট হাউজে উঠেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ জুলাইয়ের ২৭১ নং আদেশে বিসিএস প্রশাসন ক্যাডারের ৭ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। উল্লেখ্য, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর সারা দেশব্যাপী প্রশাসনের সকল পদে পরিবর্তন আনার জন্য উদ্যোগ নেয় অন্তবর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন জাফর সাদিক। পরিবর্তিত প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলার অবনতি, শ্রমিক অসন্তোষ, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক অপসারণ, উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান অপসারন, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পালিয়ে যাওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়ার কাজ করতে হয় জাফর সাদিক চৌধুরীকে। দেশের পরিস্থিতির সুযোগে তিনি সকল দপ্তর গুলোতে নতুন লোক নিয়োগ দেয়ার সময় প্রতিটি প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে গিয়ে নিজের একক সিদ্ধান্তে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়। যা কিনা আইন পরিপন্থী। এছাড়াও আলীরটেক, কাশিপুর, ফতুল্লা, কুতুবপুর ইউনিয়নে এমন অভিযোগ রয়েছে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যানদের জিম্মি করে সরকারের উন্নয়ন খাত থেকে কমিশন নগদ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯