
ডান্ডিবার্তা রিপোর্ট
ঘুষ কেলেংকারী সহ নানা অনিয়মের অভিযোগের পর অবশেষে নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীকে বদলী করা হয়েছে। তাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়ে কুমিল্লা জেলায় পদায়ন করে সরকার। তবে বদলী করা হলেও পূর্বের স্থানে বেশ কিছুদিন থাকার জন্য সরকারি দপ্তর গুলোতে দৌড়ঝাঁপ চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে ৫ লাখ টাকা ঘুষ না দেয়ায় বক্তাবলীর রাজাপুর খেয়াঘাটের বৈধ ইজারাদারের ইজারা বাতিল করে নতুন করে একজনকে ইজারা প্রদান করে। এমনকি হাইকোর্টের আদেশকে তোয়াক্কা না করে একঘেয়েমি সিদ্ধান্তে বৈধ ইজারাদারের ইজারা বাতিল করে ঐ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে দু’পক্ষের মধ্যে বিরোধ তৈরি করে। পরে ইউএনও’র বিরুদ্ধে বৈধ ইজারাদার ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। আর ৩০ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক আদেশে নারায়ণগঞ্জ সদর উপজেলায় নতুন নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে তাছলিমা শিরিনকে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি নারায়ণগঞ্জে এসে যোগদানও করে ফেলেছে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সার্কিট হাউজে উঠেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ জুলাইয়ের ২৭১ নং আদেশে বিসিএস প্রশাসন ক্যাডারের ৭ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। উল্লেখ্য, বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর সারা দেশব্যাপী প্রশাসনের সকল পদে পরিবর্তন আনার জন্য উদ্যোগ নেয় অন্তবর্তীকালীন সরকার। তারই ধারাবাহিকতায় ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন জাফর সাদিক। পরিবর্তিত প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলার অবনতি, শ্রমিক অসন্তোষ, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক অপসারণ, উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান অপসারন, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পালিয়ে যাওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়ার কাজ করতে হয় জাফর সাদিক চৌধুরীকে। দেশের পরিস্থিতির সুযোগে তিনি সকল দপ্তর গুলোতে নতুন লোক নিয়োগ দেয়ার সময় প্রতিটি প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে গিয়ে নিজের একক সিদ্ধান্তে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়। যা কিনা আইন পরিপন্থী। এছাড়াও আলীরটেক, কাশিপুর, ফতুল্লা, কুতুবপুর ইউনিয়নে এমন অভিযোগ রয়েছে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যানদের জিম্মি করে সরকারের উন্নয়ন খাত থেকে কমিশন নগদ টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে।
হাবিবুর রহমান বাদল বাংলাদেশের গনমাধ্যম এখন স্বাধীন হলেও জুলাই বিপ্লবের পর অনেক মিডিয়া হাউজের মালিকরা নিজেদের স্বার্থরক্ষায় পেশাদার সাংবাদিকদের নানা কায়দায় যন্ত্রনা দিয়ে চলেছে। নিজেদের স্বার্থ রক্ষায় মিডিয়া হাউজগুলির মালিকরা দলীয় পরিচয়ে নিয়োগ দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে পেশাদার সাংবাদিকদের চাকুরিচ্যুত আবার কাউকে কাউকে অবসরে যেতে বাধ্য করছে। অতীতে যেসক পেশাদার সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে বছরের পর […]
হাবিবুর রহমান বাদল ডাকসু-জাকসু নির্বাচনের পর বিএনপির হাইকমান্ডের টনক নড়েছে। বিএনপির হাইকমান্ড এখন সাড়া দেশের নেতাকর্মীদের মনিটরিং শুরু করেছে। দলীয় নেতা কর্মীদের যারা গত বছরের জুলাই বিপ্লবের পর হঠাৎ করে আগুল ফুলে কলাগাছ বনে গেছে তাদের তালিকা ইতিমধ্যে তৈরী করা হয়েছে। গুরুতর অভিযোগ ছাড়া একবছরে দলীয়ভাবে কারো বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় অনেকেই বেপরোয়া হয়ে উঠেছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯