আজ বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১:০৬

না’গঞ্জে ব্র্যাক-ইউনিসেফের ‘উদ্যোক্তা মেলাʼ

ডান্ডিবার্তা | ১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
টেকসই জীবিকা এবং উদ্যোক্তা তৈরির লক্ষে ব্র্যাক ও ইউনিসেফের যৌথ আয়োজনে তরুণ উদ্যোক্তাদের নানান পণ্য নিয়ে দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় শহরের জামতলা হিরা কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ক্ষুদ্র থেকে বৃহৎ উদ্যোক্তা হিসেবে নারীরা যখন সামনে এগিয়ে যাবেন, তখন দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। এজন্য প্রচার-প্রসার বাড়ানো, সোশ্যাল মার্কেটিং কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করা এবং নতুন সম্ভাবনা তৈরির উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ অতিথি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন বলেন, “পরিবারের দায়িত্ব ও সন্তানের যতেœর পাশাপাশি চাকরি, ব্যবসা সামলাতে নারীদের অসীম শক্তি ও সাহসের প্রয়োজন হয়। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে নারী উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মনসুর হাসান খন্দকার বলেন, প্রযুক্তিনির্ভর এ যুগে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভরশীল হতে সহায়তা করা জরুরি। নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সব ধরনের বাধা অতিক্রমে তাদের পাশে দাঁড়াবার আহ্বান করেন তিনি। ব্র‍্যাক জেলার সমন্বয়ক সুমন চৌধুরী সভাপতির বক্তব্যে বলেন, “আজকের এই উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে। বিশেষ করে আমাদের প্রধান অতিথি ও সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানে এসে যে সমর্থন ও সহযোগিতা প্রকাশ করেছেন, তার জন্য আমরা গভীর কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, “আমাদের এই দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্দেশ্য হলো ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের সামনে আনার সুযোগ সৃষ্টি, তাঁদের কর্মদক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শনের প্ল্যাটফর্ম তৈরি করা এবং তাঁদের আরও এগিয়ে যেতে উৎসাহিত করা। ব্র‍্যাক সর্বদা মানুষের ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, নারী ও শিশু বিষয়ক অধিদপ্তররের উপপরিচালক ভিকারুন নেছা, জেলার যুব উন্নয়ন অধিদপ্তররের উপ পরিচালক হাসিনা মমতাজ, জেলা বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সকাল ১০টা বিকাল ৫ টা পর্যন্ত চলবে এই উদ্যোক্তা মেলা। মেলায় ২৫টি স্টলে বিক্রেতারা সাজিয়েছেন তৈরি পোশাক, হাতে তৈরি অলংকার, হস্তশিল্প ও কুটির শিল্প সামগ্রী, পিঠা, আচার, ঘরোয়া খাবার, কেকসহ নানা পণ্য। মেলায় অংশগ্রহণকারী তরুণরা জানান, তারা ব্র্যাক ও ইউনিসেফের উদ্যোগে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন।
ই-৩৮ পি-৪ কলাম-৩ (ছবি-১৭ কলাম-৩)




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা