আজ বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল ১৪৪৭ | দুপুর ১:০৫

না’গঞ্জ বিএনপি কঠিন সংকটে

ডান্ডিবার্তা | ১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ বিএনপির অভ্যন্তরিন সংকট যেন কাটছেই না। তাদের মধ্যে বিরোধ এতটাই দানা বেধেছে কেউকে সহ্য করতে পারছে না। যার কারণে নারায়ণগঞ্জ বিএনপি দিন দিন পিছিয়ে পড়ছে। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক মাঠ এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে। দীর্ঘদিন রাজপথে প্রতিদ্বদ্বী হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগকেই দেখেছে বিএনপি। কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে গিয়ে এখন রাজপথ কার্যত আওয়ামী লীগশূন্য। শামীম ওসমানের মতো প্রভাবশালী নেতারা পর্যন্ত দেশ ছাড়ায় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। এই শূন্যতার সুযোগে বিএনপি যেমন রাজপথে সক্রিয়তা বাড়িয়েছে, তেমনি দলীয় ভেতরে শুরু হয়েছে নতুন সংকট। সেই সংকটের নাম ঐক্যের অভাব, নেতৃত্বের দ্বদ্ব এবং জনগণের আস্থা ধরে রাখার সংগ্রাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছেন। তিনি সতর্ক করে দিচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কঠিন ও প্রতিকূল। কিন্তু মাঠপর্যায়ের চিত্র একেবারেই ভিন্ন। নারায়ণগঞ্জসহ সারাদেশেই বিএনপির ভেতরে প্রার্থী মনোনয়নকে ঘিরে টানাপড়েন দেখা দিয়েছে। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করতে ব্যস্ত। একেকটি গোষ্ঠী অন্যকে দুর্বল করার চেষ্টা করছে। এতে সাধারণ কর্মীরা বিভ্রান্ত হচ্ছেন এবং নেতাদের প্রতি আস্থাহীন হয়ে পড়ছেন। ফলে আওয়ামী লীগবিহীন রাজনৈতিক মাঠেও বিএনপি পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না। আওয়ামী লীগ পতনের পর জনমনে বিএনপির প্রতি কিছুটা আশার সঞ্চার হলেও সেই আস্থা টিকিয়ে রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাধারণ ভোটারদের অভিযোগ, বিএনপির অনেক নেতাকর্মী ক্ষমতা দখলের আগ্রহে বেশি, কিন্তু জনগণের সাথে সম্পর্ক রক্ষা বা জনসমস্যা সমাধানে আগ্রহ কম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘদিন পর যদি মানুষ ভোটের সুযোগ পায়, তবে তারা ক্ষমতা নয়, আস্থার ভিত্তিতেই দল বেছে নেবে। তাই বিএনপিকে এখনই মাঠপর্যায়ে জনগণের সাথে আস্থা পুনর্গঠনের উদ্যোগ নিতে হবে। আওয়ামী লীগের পতনের পর দলটির কিছু অনুসারী বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় হয়ে উঠেছে। এদের কেউ কেউ নিজেদের জায়গা তৈরি করতে চাইছেন বিএনপির প্ল্যাটফর্মে। কিন্তু এতে পুরনো কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। স্থানীয় নেতাদের অভিযোগ, অনুপ্রবেশকারীদের কারণে দলের ভেতরে শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং বিএনপির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দলের হাইকমান্ড একদিকে ঐক্য বজায় রাখতে আহবান জানাচ্ছেন, অন্যদিকে বারবার মাঠপর্যায়ের নেতাদের সতর্ক করছেন। তারেক রহমান এক ভাষণে বলেছেন, “আপনাদের সামনে অনেক বড় অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছে, সেটা ভেদ করা সহজ হবে না। জনগণের আস্থা অর্জন ছাড়া টিকে থাকা যাবে না।” এ বক্তব্য থেকেই স্পষ্ট বিএনপির শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছে যে আওয়ামী লীগের অনুপস্থিতি সুযোগ তৈরি করলেও ভেতরের সংকট যদি কাটানো না যায়, তবে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। নারায়ণগঞ্জে বিএনপি রাজপথে সক্রিয় থাকলেও প্রার্থী নির্ধারণে দ্বন্দ্ব প্রবল। জেলা শহরের গুরুত্বপূর্ণ আসনগুলোতে একাধিক প্রার্থীর লড়াইয়ের কারণে স্থানীয় কর্মীরা বিভক্ত হয়ে পড়ছেন। অনেকেই আশঙ্কা করছেন, শেষ পর্যন্ত প্রার্থী চূড়ান্ত করার সময় এসব দ্বদ্ব দলে বড় ক্ষতি ডেকে আনতে পারে। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা কার্যত আড়ালে চলে যাওয়ায় বিএনপি আপাতদৃষ্টিতে স্বস্তিতে থাকলেও ভেতরের সংকটই তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামনের জাতীয় নির্বাচন বিএনপির জন্য হবে এক কঠিন পরীক্ষা। এটি শুধু আওয়ামী লীগ বিএনপির প্রতিদ্বদ্বীতা নয়, বরং বিএনপির ভেতরে শৃঙ্খলা, ঐক্য ও আত্মসংগঠনের পরীক্ষা। দল যদি এখনই ভেতরের দ্বদ্ব মেটাতে না পারে, তবে আওয়ামী লীগহীন মাঠেও তারা দুর্বল হয়ে পড়বে। আত্মবিশ্বাসী ও একতাবদ্ধ না হলে বিএনপির সামনে নির্বাচনী লড়াই কঠিন হয়ে উঠবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা